ছাত্রশিবিরের সব কিছুই ভালো, ওদের একমাত্র দোষ হলো যে ওরা শিবির করে

লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ২৯ এপ্রিল, ২০১৪, ০৭:২০:০৩ সন্ধ্যা



Apu Ahmed

ছাত্রশিবিরের কর্মীদের সব কিছুই ভালো, দোষ শুধু শিবির করে।

১৯৯৭ সালে আমার ভগ্নিপতি জেলা আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানেও জেলা আওয়ামী লীগের অনেক বড় পদে আছেন। তৎকালে তার দুটি ছেলেকে পড়ানোর জন্য একবার আমার কাছে লজিং মাস্টার চাইলেন। আমিও হেসে উত্তর দিলাম, ছাত্রলীগের জেলা সভাপতিকে বললেই তো তিনি তাদের থেকে একজনকে পাঠিয়ে দেন। ভগ্নিপতি আমার উত্তর দিলেন, আর কোন কথা আছে তোমার। আমার সংসার ধ্বংস হয়ে যাবে। এসব লুচ্চা লাফাংগা দিয়ে হবে না, তোমাদের শিবিরের কোন ছেলে থাকলে দাও।

বললাম, তাহলে স্টেজে উঠে জামায়াত শিবিরের বংশ বিনাশের যে বয়ান করেন, তার মারেফাত কি ? তিনি উত্তরে বললেন, রাজনীতি করতে হলে, বিশেষ করে আওয়ামী লীগ করতে হলে জামায়াত শিবিরের বিরুদ্ধে অনিচ্ছা স্বত্বেও কিছু বলা লাগে। নইলে আওয়ামী লীগ করা যাবে না।

পরবর্তিতে আমার এক কর্মীকে লজিং হিসেবে তার বাড়িতে দিলাম। আলহামদুলিল্লাহ তার চারিত্রিক দৃঢ়তায় এবং আমলের গুনে আমার ভগ্নিপতির জীবনে ইসলামের ছোয়া লাগতে শুরু করেছিলো। তার ঘরের ডিশ কানেকশান বন্দ হয়ে গিয়েছিলো। আমার বোন সহ ঘরের সবাই নামাজি হয়ে গিয়েছিলো। এক ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পাশ্ববর্তি কওমী মাদ্রাসাতে হেফজ খানায় ভর্তি করে দিয়েছিলো। মজার কথা হলো পরবর্তিতে আমার সেই কর্মীটিই জেলা সভাপতির পদ অলংকৃত করেছেন। ভগ্নিপতিও তাকে মোটামোটি বেকআপ দিয়েছেন।

বিষয়টি বলার একমাত্র কারণ হলো, বর্তমান শিবিরের আদর্শিক জনপ্রিয়তা খোদ আওয়ামী নেতারাও জানে কিন্তু দুকূল হাড়ানোর ভয়ে মুখ ‍ফুটে কোন কথা বলতে পারে না। আওয়ামী নেতাদের নেতৃত্ব নির্ভর করে জামায়াত শিবিরের বিরোধীতার ওপর। অধুনা তাদের সেই চরিত্র আজকাল বিশেষ একটি দলের ওপর ভর করেছে। তাদের দলের কর্মসূচী নির্ভর করে জামায়াত শিবির বিরোধীতার ওপর। বুঝলাম না, এরা কি তাহলে আওয়ামী লীগ থেকে সব কিছুই গ্রহণ করছে নাকি ?

(বিশিষ্ট ব্লগার অপু আহমেদ এর পোস্ট থেকে)

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214982
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : দোষ ঐটা না। দোষ হলো এরা রাজাকারের চ্যালা।
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
163212
ইবনে হাসেম লিখেছেন : কি যে কন, মিয়াবাই, আমি তো দূরবীন লাগাইয়া দেখছি ঐখানে লিখা আছে যে, ওদের দোষ ওরা শিবির করে।
214985
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
হতভাগা লিখেছেন : খাইছে ! শিবির তো দেখি পরশ পাথর !

২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
163204
আবু সাইফ লিখেছেন : শিবির "পরশপাথর" নয়-

বরং শিবিরের হাতে ধরা "পরশপাথর" [আলকুরআন]

যার হাত থেকে এ "পরশপাথর" পড়ে যায়-
সে-ও শিবির থেকে ঝরে যায়...
215013
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
চেতনাবিলাস লিখেছেন : চমৎকার লেখা। ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
163495
ইবনে হাসেম লিখেছেন : আমাকে নয়, অপু আহমেদ ভাইকে দিন ধন্যবাদ
215052
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : সব ঠিক আছে, শুধু একটাই দোষ শিবির করে। কিন্তু ওরা জানেনা যে সবটুকু ভালো শিবিরই করে দিয়েছে।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
163494
ইবনে হাসেম লিখেছেন : হ্যাঁ ভাই, ওদের জানার সুযোগ করে দিতে হবে আমাদের...
215068
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরকম অনেক ঘটনাই জানা আছে। আমার বিশিষ্ট আওয়ামি লিগ নেতা চাচা তার মেয়েকে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হতে দেননি। আর ছাত্রলিগের কেউ অবশ্য টিউশনি করেনা।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
163499
ইবনে হাসেম লিখেছেন : সবশেষের কথাটির সাথে পূরা একমত হতে পারলাম না বলে দুঃখিত..
215119
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৭
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
163502
ইবনে হাসেম লিখেছেন : জ্বি ভাই, সব ইসলামপন্থীদের এইটাই কর্ম হওয়া উচিত।
215164
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:৫৩
সবুজেরসিড়ি লিখেছেন : ভালই লিখেছেন ধন্যবাদ . . .
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৭
163493
ইবনে হাসেম লিখেছেন : ভাইজান, আমি শুধু কপি পেস্ট করলাম। ধন্যবাদ পাঠের জন্য
216302
০১ মে ২০১৪ রাত ১১:২২
আফরা লিখেছেন : সুন্দর শেয়ার ধন্যবাদ ভাইয়া ।
০২ মে ২০১৪ সকাল ০৬:১৮
164464
ইবনে হাসেম লিখেছেন : থ্যংকস। যতো পারো এটি প্রচার করতে থাকো, শেয়ার করতে থাক।
216438
০২ মে ২০১৪ দুপুর ১২:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : ১. ভগ্নিপতি আমার উত্তর দিলেন, আর কোন কথা আছে তোমার। আমার সংসার ধ্বংস হয়ে যাবে। এসব লুচ্চা লাফাংগা দিয়ে হবে না, তোমাদের শিবিরের কোন ছেলে থাকলে দাও।

শিবির মানেই হল
(শি)ক্ষিত ও বিজ্ঞ (র)ত্ম

আদর্শের মুকাবেলায় ব্যার্থ সব স্বেরাচারই একই সুরে কথা বলে। আবুজেহেল, আবু লাহাব, মিশরের জামাল নাসের, আনোয়ার শাহাদত, আপগানে হামিদ কারজায়ী আর বাংলার হাসিনার মাঝে কোন পার্থক্য নেই। পাথ্যক্য শুধু -
হিতি ভাত খায়, অন্যরা রুটি খায়।
হিতি মাইয়্যা, আর হেতেরা হোলা।
হিতি লেডি হিটলার হেতেরা ম্যাল হিটলার
হিতি বেশী কথা কয়, হেতেরা কম কথা কয়।
হিতি হোলা খ্রীষ্টান বিয়া কইচ্ছে হেতেরা নিজের জাত।

আম্লীগের সমর্থকদের এ ভ্রষ্ট মাতার চৌদ্দগোষ্ঠি মরলেও দু}খ নেই।
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
164755
ইবনে হাসেম লিখেছেন : বাউরে বাউ, মনের ভিত্যে এতো আগুন আর জ্বালা লুকাইয়া কেম্নে যে আম্নের দিন কাডে, আঁই হেই কতা ভাবি কোন কূল কিনারা ন পাই....Praying Praying Praying Praying Praying Praying Praying :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
১৫ মে ২০১৪ সকাল ১০:৩৮
169151
প্রবাসী মজুমদার লিখেছেন : বমি কইত্তাম চাই। হারিনা। জায়গা নাই। কইলজা হাডি যায়। অমানুষের বাইচ্চারা ফুটপাত সব সব দখলে নিছে। অ্যাই কন্ডাই বমি কইত্তাম আ্ন্নে অ্যারে কন চাই। বদ হজমীতে আর হেডে গাডুম গুডুম করে খালি।
১০
221719
১৫ মে ২০১৪ সকাল ১০:৫৬
ইছমাইল লিখেছেন : ৭৬ বা ৯৭ সালের শিবির কি এখন আছে? আগে শিবিরের ছেলেরা সাক্ষাতে সালাম বিনিময়ের পর দ্বীনের দাওয়াত দিত, আর বর্তমানে শিবিরের ছেলেরা সাক্ষাতে ইন্সুরেন্স আর রিয়েলএষ্টটেট কোম্পনীর দাওয়াত দেয়....
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
169362
ইবনে হাসেম লিখেছেন : তাইতো বলি, চরিত্র গঠনে রিপোর্ট রাখা আর তার নিয়মিত পেশ করার কোন বিকল্প নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File