হাসিনা বুর দাবী, দেশের শতকরা ৪৮ ভাগ মানুষ উনাদের সাথে

লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ১৯ মে, ২০১৩, ০৮:২৪:৩১ সকাল

আমি হাসিনা বু'র এই দাবীকে হেলাফেলা বা অন্যায্য বা মিথ্যা বলবোনা। কারণ দিনের আলোর মতো পরিষ্কার। না, আপনারা আমার মাথা খারাপ হয়ে গেছে বলবেন না। কারণ আমি উনার দাবীকে যে যে কারণে সত্য বা সঠিক বলতে চাই, আগে সেগুলোর বিবরণ শুনে নিন, তারপরে আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলে ডাকুন, আমার আপত্তি থাকবেনা।

উনার কথায় আমার বিশ্বাস স্থাপন করতে হবে কারণ:

- তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধান মন্ত্রী।

- দেশের দুই তৃত্বীয়াংশ মানুষের ভোটে ভূমিধ্বস সাপোর্টে প্রধানমন্ত্রী

হয়েছেন, তিনি।

- তিনি বঙ্গবন্ধু, জাতির পিতার জ্যেষ্ঠা কন্যা

- তিনি এর আগেও পুরো ৫ বছর দেশের প্রধান মন্ত্রী ছিলেন

- তিনি একজন মা-বাপ হারা, ভাই হারা এতিম

- মা-বাপ হারানোর ব্যাথা নিয়ে যিনি বেঁচে থাকেন, তিনি দেশের মানুষের

সাথে ঠাট্টা মশকরা করতে পারেন না। তাদেরকে কখনো ধোঁকা দেবার

কথা চিন্তা করতে পারেন না।

- তাঁকে নাকি একবার হাইকোর্ট থেকে গতবারের টার্মে রং-হেডেড বলে

কথা সামলে বলতে উপদেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি যে তা নন, তা

তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে প্রমাণ করে দিয়েছেন।

- দেশের ৪৮ শতাংশ যে আওয়ামীকে এখনো মনে প্রাণে ভালোবাসে, এ

তথ্য নিশ্চয়ই তিনি দেশ বিদেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর জরিপ থেকে

জেনে থাকবেন। কারণ তিনি তো প্রধানমন্ত্রী, তিনি তো আর যে সে

লোকের কথায় নাচবেন না।

- তিনি দেশ বিদেশ থেকে যতগুলো অনারারী ডক্টরেট ডিগ্রি পেয়েছেন,

সম্মান বাগিয়ে নিয়েছেন, এতগুলো, এ দেশের আর কারো কপালে এ

পর্যন্ত জুটে নাই। তাই তিনি যা বলবেন, তা বিনা দ্বিধায় মেনে নেয়া যায়

- তাঁর বয়সের কথাটিই বিচেচনায় নিন। এখন মধ্যবয়স পেরিয়ে প্রৌঢ়ত্বের

সীমানাও পেরোবার পথে। অতএব এ বয়সে তিনি কিভাবে মিথ্যা কথা

বলতে পারেন। এমন কথা চিন্তা করাও পাপ।

- পূর্ববর্তী সরকারের চেয়ে দেশের উন্নয়নের ক্ষেত্রে উনার সরকার অনেক

ভালো ভালো কাজ করেছেন, দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়ে

ফেলার উপক্রম করেছেন।

- পূর্ববর্তী প্রধানমন্ত্রীর পূত্রগন দেশকে লুটেপুটে ধ্বজভংগ করে দিয়েছে,

বর্তমানে সেইরকমের কোন কাজকর্ম হতে তাঁর সরকার এবং তাঁর

পরিবার পবিত্র...(তাঁর দাবী)।

- দলের অনেকের বিবেচনায় তিনি একজন ধর্মভীরু নামাজী কালামী

ব্যক্তিত্ব। শুনলে মনটা প্রশান্তিতে ছেয়ে যায়। আহা! এমন একজন

ধর্মভীরু মানুষ একটা কথা বলবেন, আর তা মানবোনা, তাহলে কিসের

আমার ঈমানের দাবী, কিসের আমার মুসলমানিত্ব??

তাই সম্মানিত ব্লগারবৃন্দদের সবাইকে অনুরোধ আপনারাও তাঁর এই দাবীর প্রতি কোন তীর্যক মন্তব্য না করে, একবাক্যে সকলে তাঁর এই দাবীকে মেনে নিন। অযথা তাঁকে বা তাঁর দলকে শুধু শুধু তত্বাবধায়ক সরকারের দাবী নিয়ে আর বিরক্ত করবেন না, আর দেশের মানুষকেও অযথা আওয়ামীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে দেশে আর অশান্তি সৃষ্টিতে সাহায্য করবেন না।

অবশ্য অশান্তি সৃষ্টিকারীদের কিভাবে কঠোর হস্তে দমন করতে হয়, এই জ্ঞান যে তাঁর আছে, এটাও তিনি বারে বারে দেশবাসীকে জানিয়ে দিচ্ছেন।

তাই ভেবে চিন্তে সবাইকে সামনে এগোতে হবে।

এটাই আজকে সবার প্রতি আমার বিনীত অনুরোধ, এবং এ অনুরোধ রেখে আজকের মতো আমি আমার আলোচনাটি শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File