জামাত ক্ষমতায় যেতে চাইলে যা করা উচিত (৩)
লিখেছেন লিখেছেন থার্ড আই ২৪ মে, ২০১৪, ১১:৪৭:২০ সকাল
প্রথম পর্বে বলেছিলাম জামাতের নাম বদলে তুরস্কের মত নিউট্রাল নাম যেমন জাস্টিস পার্টি বা এজাতীয় নাম নিতে হবে। এবং এ দলটি রাজনীতি ও ইলেকশনে অংশ নিবে।
তবে এক্ষেত্রে আরেকটা দাওয়া সংগঠন থাকতে পারে যারা মুলত দাওয়াহ কাজ করবে। রাজনীতিতে অংশ নিবে না।
তবে আজ অন্য আরেকটা বিষয়ে বলবো।
সংগঠনে নারীদের গুরুত্ব দিতে হবে।
মনে রাখতে হবে নারীরা ও মেধায়মননে পুরুষের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই। বরং তারা অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে এগিয়ে। পাবলিক পরীক্ষা গুলির ফলাফল ই তা প্রমান করে।
নারী নেতৃত্ব এর বিরুদ্ধে কোরানে কিছু নেই। লক্ষ হাদিসের মধ্যে একটি হাদিস আছে যেটা একটা দুর্বল হাদিস। বরং কোরানে আছে হযরত সোলাইমান (আ: ) শেবার রানীর সাথে দেখা করেছেন। আলাপ আলোচনা করেছেন তাকে রানী হিসাবে স্বীকার করেই। হযরত খাদিজা (রা: ) ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী।
আর বর্তমান যুগে তো নারীদের অবহেলা করার কোন সুযোগ ই নেই।
নারীদেরকে প্রকাশ্য সংগঠনের অধিকার দিতে হবে। নারীদের কার্যক্রম প্রকাশ্য হতে হবে। যেমন মিটিং মিছিল, টকশো ইত্যাদী।
শালীনতার ভিতরে ও সবকিছু করা যায়। তা প্রমান করতে হবে। ইরানের মেয়েরা স্কার্ফ পরে অলিম্পিক গেমস এ দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে ফুটবল পর্যন্ত খেলে। এমন কি তারা ঢাকা স্টেডিয়ামে পর্যন্ত ফুটবল খেলেছে। তারা পাইলট, সেনাবাহিনী, পুলিশ, ইন্জিনিয়ার সহ সব কাজেই আছে।
সুতরাং সংগঠনে নারীদের প্রকাশ্য কাজের মাধ্যমে সমাজে মেসেজ দিতে হবে দল ক্ষমতায় গেলে ও নারীদের অন্তপুরে পাঠানো হবেনা।
কারন তালেবানরা বা নাইজেরিয়ার বোকো হারাম রা নারীদের কে স্কুল কলেজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
মনে রাখতে হবে সমাজের অর্ধেক নারী। তাদের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া কল্পনার বাইরে।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামীলীগ কি অন্য ইসলামীদলগুলিকে কোন অত্যাচার করছে ? খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তরিকত ফেডারেশন তাদের কোন নেতা কর্মীতে জেলে নেই।
কুরআনের একটি আয়াত আছে ‘﴿الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ’ (পুরুষরাই নারীদের পরিচালক এ জন্য যে, আল্লাহ তাদের একজনকে অন্য জনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।) সূরা নিসার 34 নং আয়াতাংশুটুকর ব্যাখা পড়ার জন্য আপনাকে অনুরোধ রইলো।
মন্তব্য করতে লগইন করুন