জামাত ক্ষমতায় যেতে চাইলে যা করা উচিত (২)

লিখেছেন লিখেছেন থার্ড আই ২২ মে, ২০১৪, ১১:০০:৫৪ রাত

আগে বলেছিলাম, তুরস্কের মত নিউট্রাল নাম যেমন জাস্টিস পার্টি বা এজাতীয় নাম নিতে হবে। তবে এক্ষেত্রে একটা দাওয়া সংগঠন থাকতে পারে যারা মুলত দাওয়াহ কাজ করবে। রাজনীতিতে অংশ নিবে না।

তবে আজ অন্য বিষয়ে বলবো।

সেটা হচ্ছে অমুসলিম দের আস্থা অর্জন করতে হবে। দরকার হলে তাদের কে দলে পদবী দিয়ে। তাদেরকে বলতে হবে ক্ষমতায় গেলেও তারা সমান অধিকার পাবে। এবং ধর্ম পালন ও প্রচার করতে পারবে।

অন্যথায় প্রচণ্ড বিরোধীতা হবে দেশে ও বিদেশে।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224856
২২ মে ২০১৪ রাত ১১:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জামায়াতে হিন্দু, খ্রিষ্ট্রান ও বৌদ্ধ শাখা খোলা দরকার। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ মে ২০১৪ রাত ১০:৪১
172362
থার্ড আই লিখেছেন : তাদের আস্থা অর্জন করতে হবে।
224862
২২ মে ২০১৪ রাত ১১:২৫
শাহ আলম বাদশা লিখেছেন : মানে নবীর পন্থা বর্জন করে বাতিলের মনোরঞ্জন করেই তবে ক্ষমতায় যেতেই হবে নাকি? তাহলে তো আপনার মতে, নবী সাঃও মহাভুল করেছে যখন বাতিলরা তাকে সুন্দরী বউ আর রাজত্ব দিতে চেয়েছিলো কিন্তু তিনি নেননি? আপনার মতে তাদের প্রস্তাবে রাজী হয়ে ধর্মইরপেক্ষ রাষ্ট্র কায়েম করাই নবীর উচিৎ ছিলো?

কতো নবী যে, ক্ষমতা দূরে থাক ২/৪ জনের বেশি উম্মতও যোগার করতে পারেনি, তাদেরও কি উচিৎ ছিলো বাতিলের মনোভাব দেখে তাদের সাথে হাত মিলিয়ে জগাখিচুড়ি ইসলাম চালু করা?

আমি জানতে চাই, জামাতের কোন বইয়ে কি লেখা আছে যে, তাদের ক্ষমতায় যাওয়াই মূললক্ষ্য? জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ সকাল ১১:৩১
172457
থার্ড আই লিখেছেন : ক্ষমতায় যাবার দরকার নেই বললে নির্বাচনে বা রাজনীতিতে অংশ নিচ্ছে কেন ?
অমুসলিমদের রাস্ট্র সমান অধিকার দিলে ইসলাম ধর্ম এর কোন ক্ষতি হবেনা। মদিনা সনদ পড়ে দেখুন। সেখানে কি ভাবে মুসলিম ,ইহূদি , খ্রীস্টান দের সমান অধিকার দেয়া হয়েছে।
২৪ মে ২০১৪ দুপুর ১২:৫৫
172481
শাহ আলম বাদশা লিখেছেন : কুরআনে ইসলাম কায়েমের ক্ষমতা মুসলিমের হাতে দেয়া হয়নি বরং আল্লাহ এভাবেই বলেছেন-''যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেয়া হয় তবে তারা''--কী কী করবে তার বিশদ বলেছেন। কাজেই আপনার থিউরীই ভুল যে, ইসলাম কায়েম হতেই হবে--কুরআন পড়ুন আগে আর আমার এই ধারাবাহিক পড়ুন- http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8603/shahalambadsha/45800#.U4BB99KQZnA
224890
২৩ মে ২০১৪ রাত ১২:২০
মনসুর আহামেদ লিখেছেন : থার্ড আই মানে ফখরুল মিয়া। জামাত কি
করবে? এটা আপনার দরকার নাই। আপনি
আপনার রশি খুলে ফেলেছেন। আপনার
উচিৎ Tunisia মডেলে চিন্তা করা।
২৩ মে ২০১৪ রাত ১০:৪১
172364
থার্ড আই লিখেছেন : তিউনিশিয়া মডেলটা কিরকম
224894
২৩ মে ২০১৪ রাত ১২:২৬
স্বপন২ লিখেছেন : জামাতের ক্ষমতা যাওয়া দরকার নেই।
এখন দরকার ময়দানে দাওয়াতি কাজ করা লোক তৈরী হলে এমনিতেই বিপ্লব ঘটে যাবে।
২৩ মে ২০১৪ রাত ১০:৪২
172365
থার্ড আই লিখেছেন : ক্ষমতায় যাবার দরকার নেই বললে নির্বাচনে বার রাজনীতিতে অংশ নিচ্ছে কেন ?
224901
২৩ মে ২০১৪ রাত ১২:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো
২৩ মে ২০১৪ রাত ১০:৪২
172366
থার্ড আই লিখেছেন : Happy
224906
২৩ মে ২০১৪ রাত ০১:৪৬
বিপ্লবী লিখেছেন :
224907
২৩ মে ২০১৪ রাত ০১:৪৮
বিপ্লবী লিখেছেন : জামায়াতকে নিয়ে ভাবা দোষের কিছু না কিন্তু সেই ভাবনাটা যেন অবশ্যই কোরান সুন্নাকে সামনে রেখে হয়
২৩ মে ২০১৪ রাত ১০:৪৩
172367
থার্ড আই লিখেছেন : কোরান সুন্নাহ কে কিভাবে ব্যাখ্যা করা হবে সেটাই গুরুত্বপুর্ন
225361
২৪ মে ২০১৪ দুপুর ১২:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : সবচেয়ে বড় কথা হল, ধরুন ১৫% জনশক্তি বাদই দিলাম। বাকী মুসলমানদেরকে কাছে আনার গুরুত্বটা বিবেচনায় রাখলেও চলত। কিন্তু সেটিকেও আনার ব্যাপারে যথেষ্ট দুর্বলতা রয়েছে। ধন্যবাদ।
২৪ মে ২০১৪ দুপুর ০২:৪৬
172527
থার্ড আই লিখেছেন : ১৫% এর প্রভাব ৮৫ ভাগের চেয়ে ও বেশী। খেয়াল করুন, যখন হিন্দু বা বৌদ্ধদের বাসা বা মন্দিরে একটা ঢিল পড়লেও দেশী বিদেশী মানবাধিকার সংস্থাগুলি কিভাবে ঝড় তুলে। এই দেশী বিদেশী চাপ বাংলাদেশের মত গরীব দেশের জন্য নেয়া সম্ভব না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File