জামাত ক্ষমতায় যেতে চাইলে যা করা উচিত (২)
লিখেছেন লিখেছেন থার্ড আই ২২ মে, ২০১৪, ১১:০০:৫৪ রাত
আগে বলেছিলাম, তুরস্কের মত নিউট্রাল নাম যেমন জাস্টিস পার্টি বা এজাতীয় নাম নিতে হবে। তবে এক্ষেত্রে একটা দাওয়া সংগঠন থাকতে পারে যারা মুলত দাওয়াহ কাজ করবে। রাজনীতিতে অংশ নিবে না।
তবে আজ অন্য বিষয়ে বলবো।
সেটা হচ্ছে অমুসলিম দের আস্থা অর্জন করতে হবে। দরকার হলে তাদের কে দলে পদবী দিয়ে। তাদেরকে বলতে হবে ক্ষমতায় গেলেও তারা সমান অধিকার পাবে। এবং ধর্ম পালন ও প্রচার করতে পারবে।
অন্যথায় প্রচণ্ড বিরোধীতা হবে দেশে ও বিদেশে।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কতো নবী যে, ক্ষমতা দূরে থাক ২/৪ জনের বেশি উম্মতও যোগার করতে পারেনি, তাদেরও কি উচিৎ ছিলো বাতিলের মনোভাব দেখে তাদের সাথে হাত মিলিয়ে জগাখিচুড়ি ইসলাম চালু করা?
আমি জানতে চাই, জামাতের কোন বইয়ে কি লেখা আছে যে, তাদের ক্ষমতায় যাওয়াই মূললক্ষ্য? জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ
অমুসলিমদের রাস্ট্র সমান অধিকার দিলে ইসলাম ধর্ম এর কোন ক্ষতি হবেনা। মদিনা সনদ পড়ে দেখুন। সেখানে কি ভাবে মুসলিম ,ইহূদি , খ্রীস্টান দের সমান অধিকার দেয়া হয়েছে।
করবে? এটা আপনার দরকার নাই। আপনি
আপনার রশি খুলে ফেলেছেন। আপনার
উচিৎ Tunisia মডেলে চিন্তা করা।
এখন দরকার ময়দানে দাওয়াতি কাজ করা লোক তৈরী হলে এমনিতেই বিপ্লব ঘটে যাবে।
মন্তব্য করতে লগইন করুন