জামাত কেন কোনদিন ও ক্ষমতায় যাবে না (১)
লিখেছেন লিখেছেন থার্ড আই ০২ মে, ২০১৪, ০৫:০২:১৮ সকাল
এই সিরিজে জামাত এর সমস্যা বা ভুল গুলি তুলে ধরা হবে এবং পরবর্তিতে পাঠকদের ফিডব্যাক পর্যালোচনা করে সমস্যা গুলির একটা সমাধান খোজার চেস্টা করা হবে।
প্রথম পর্ব:
কারন অমুসলিমদের কে ইগনোর করা। জামাতে অমুসলিম দের কোন জায়গা নাই। বাংলাদেশের শতকরা ১৫ ভাগ মানুষ অমুসলিম। শতকরা ১৫ ভাগ মানুষ একটা বিশাল সংখ্যা। মানুষ ছোটকাল থেকেই সবধর্মের মানুষ একসাথে বড় হয়।
কিন্তু জামাতে অমুসলিমদের কোন জায়গা নাই। বা অমুসলিমদের ব্যাপারে জামাতের ভুমিকা টাও ক্লিয়ার না।
বিশেষ করে জামাত কট্টরপহ্নি মুসলিমদের একটা সংগঠন।
জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের কি হবে? তাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? তাদের কি জিজিয়া কর দিতে হবে? অমুসলিম মহিলাদের কে কি বোরকা পরতে হবে?
জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের যে কি হবে , তা জামাত ও কখনো বলে নি । কেউ তা যানেনা।
অমুসলিম রা কি মন্ত্রী, বিচাপতি, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবেনা।
যদি অমুসলিমদের মুসলিমদের সমান ক্ষমতা দেয়া না হয় তাহলে তারা হয়ে যাবে দ্বিতীয় শ্রেনীর নাগরিক। সেটা কি বর্তমান সভ্যতায় মানায়।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টা যেভাবে আপনি ব্যাখ্যা করছেন। তা এমন নয়।
ইসলাম কি বলে সেটা দেখার বিষয়। আপনাদের সমস্যা হলো আপনারা জামায়াত ও ইসলামকে একাকার করে ফেলেন?
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম যা করেছে তাই হবে। বরং আওয়ামীলীগে দুচারজন্ সুরঞ্জিত সেন থাকার চেয়ে সব অমুসলিম নিরাপদে থাকাটা যুক্তি যুক্ত নয় কি। অমুসলিমদের বিভাগ অবশ্যই থাকতে হবে। বড় কথা হল জামায়াত কোন বিষয়ে কি বলছে তার চেয়ে বিরোধীতাতেই মানুষদের আগ্রহ বেশী।
ধন্যবাদ।
অমুসলিমরা নিরাপত্তা চায় না। নিরাপত্তা মুসলিম অমুসলিম সবার মৌলিক অধিকার। যে অমুসলমিরা চায় বা সংখ্যালঘুরা (মুসলিমও হতে পারে, যেমন চাকমা মুসলিম) চায় হচ্ছে সমান অধিকার।
যেমন ধরুন চাকরি, রাজনীতি , ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা, আইন আদালত সহ সব কিছুতে।
অমুসলিম বা সংখ্যা লগু বলে তারা কেন রাস্ট্রপ্রধান হতে পারবেনা ?
খ্রীস্টান মিশনারীরা কেন স্বাধিন ভাবে ধর্ম প্রচার করতে পারবেনা ? (সৌদি আরবে বা আফগানিস্তানে যেমন পারেনা )
মন্তব্য করতে লগইন করুন