ইসলাম কে কেন বর্তমান সময়ের আলোকে ব্যাখ্যা করা যাবে না

লিখেছেন লিখেছেন থার্ড আই ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:৫৯:৪৮ বিকাল

ইসলাম যখন প্রবর্তন হয় তখন সমাজ ছিল একরকম। আর এখন সমাজ অনেক পরিবর্তন হয়েছে। এছাড়া যারা বিভিন্ণ আলেম অথবা ইমাম তারাও ব্যাখ্যা দিয়েছেন তাদের সময়ের সমাজ ব্যবস্থাকে মাথায় রেখে। ইসলামের আদি যুগে দাস প্রথা ছিল তখন দাসীদের সাথে মালিকে সম্পর্ক ছিল জায়েজ। তখন গনিমতের মাল হিসাবে প্রাপ্ত মহিলাদের দাসী হিসাবে সম্পর্ক রাখা যেত। কিন্তু এখন দাস প্রথা বিলুপ্ত। যার কারনে অনেক হাদিস ও কোরানের আয়াতের প্রয়োগ এখন নাই।

তাছাড়া তখন কার যুগে যে সব শাস্তি দেয়া হত যেমন পাথর মেরে হত্যা , হাত পা কেটে দেয়া সেগুলি ও এখন উঠে গেছে।

তখন কার যুগে নারীদের যে অবস্থা ছিল তা থেকে নারীদেরকে অনেক বেশী অধিকার দিয়েছিল ইসলাম। তারপরেও বর্তমানে নারীরা অনেক এগিয়েছে এবং তার সমান অধিকার চায়।

আমার মনে হয় ইসলাম কে হুবুহু না নিয়ে কোরান হাদিস কে বর্তমান যুগের আলোকে ব্যখা করা যায়।

অনেকে গর্ব করে বলেন আমরা মৌলবাদী , আমরা কোন পরিবর্তন চাইনা। কিনতু অবিকল ভাবে ততকালীন বিষয় গুলি পালন করা আদৌকি সম্ভব।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210169
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
বেদনা মধুর লিখেছেন : যে বিষয়গুলো উঠে গেছে সেগুলোতে ইসলাম প্রয়োগ করতে হচ্ছে না। কিন্তু যে বিষয়গুলো আছে তাতে ইসলামী আইন মানতে সমস্যা কোথায়? যেমন গোলাম বাদি এখন নাই। তার আইন এখন প্রয়োগ করতে হবে সেটা আপনাকে কে বলেছে? তবে আগামীতে যদি গোলাম বাদি আসে তা আবার ইসলামী আইন মতে চলবে। কিন্তু এখন হাজার হাজার ইসলামী বিষয় যে এখনো আগের মত আছে তাতে ইসলাম মানতে সমস্যা কি?
210189
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
নীল জোছনা লিখেছেন : সত্য বলেছেন। মৌলিক দিকগুলো তো আর বদলানো যাবে না কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেও তো সেগুলোতে পরিবর্তন আনা যায়।
210202
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
ফেরারী মন লিখেছেন : সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File