মডু সাহেব/সাহেবানদের নিকট জানতে চাই- কিভাবে আমার লেখা পোস্টগুলোকে স্টিকি করাতে পারি !
লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:১৭:২০ রাত
আমি একজন নতুন ব্লগার । আপুনি এবং ধুলাভাইয়াদের মতো এত্তোগুলা স্টিকি পোস্ট কিভাবে লিখতে পারি কেউ জানালে চির কৃতজ্ঞ থাকবো
আমার কোন পোস্টই এত্তগুলা সুন্দর হয়না । কিভাবে অনেএএক ভালু ভালু পোস্ট লিখে ব্লগে সবার ভালুবাসা পাওয়া যাবে কেউ কি বলবেন ! আমার অনেক দিনের শখ টুডে ব্লগে আমার একটা স্টিকি পোস্ট দেখব । কিভাবে আমার লেখার মান সুন্দর করতে পারি পরামর্শ দিয়ে বাধিত করবেন । আর আমার লেখায় কেউ কমেন্ট করেনা কেনু সেটাও বুঝি না । আমি কি আসুলেই এত্তগুলা পচা !! ভ্যা ভ্যা ভ্যা !! কেউ কি আমার মনের দুঃখ একটু শেয়ার করবেন বন্ধু !
বিষয়: বিবিধ
১৮৬৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো জানি বিয়ের আগে প্রেম করা কবিরা গুনাহ - বলে শিবিরের দায়িত্বশীলরা নিয়মিত ওয়াজ নসীহ করেন । তবে অনেক দায়িত্বশীল আবার প্রেমও করেন । আপনি কি সেই দলের লোক ?
১. আপনি নিজের ঢোল নিজে পিটানোর পাশাপাশি নিজের পরিচয়টা জামায়াত-শিবিরের সাথে সম্পৃত্ত বলে উল্লেখ করবেন ।
২. মানহীন কিছু গল্প কবিতা লিখবেন বা স্মৃতিচারণমূলক কিছু লিখবেন এবং তার সাথে সাথে জামায়াত-শিবির ও আহলে হাদিস সম্প্রদায়ের লোকদের সাথে নিয়মিত সিন্ডিকেট ব্লগিং করবেন ।
৩. আবেগময়ী ভাষায় বিদেশ ভ্রমনের উপর কিছু লিখবেন ।
৪. পরোক্ষভাবে আওয়ামী লীগ ও অন্য ধর্মনিরোপেক্ষ ও নাস্তিক ঘেষা দল বা ব্যক্তিবর্গের উপর মাঝে মধ্য লেখা দিবেন ।
৫. মাঝে মধ্যে "মেয়েদের হাত ধরা কবিরা গুনাহ ।" আর "চায়ের কাপে মাছি পড়লে মাছি-সহ চা চুবিয়ে খাওয়া খারাপ কিছু নয় " ইত্যাদি ইত্যাদি ধরনের লেখা দিবেন ।
ভাল কথা । আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান বিভাগের ছাত্র । উপরন্তু আধুনিক ভাষা ইন্সিটিটিউটের রাশিয়ান ভাষার উপর তুখর ছাত্র । উপরন্তু আপনি এই বিভাগের শিক্ষিকা রোজা ম্যাম আর এলেনা ম্যামের প্রিয় ছাত্র ।
এসব নিয়ে কিছু লিখুন । তাহলে আপনার এই লেখটাই স্টিকি পোস্ট হবে ।
আর একটা লেখা লিখতে পারেন যার লেখার শিরোনাম দিতে পারেন : " শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ভাইকে যেমন দেখেছি "
আমার পরামর্শগুলো অনুসরন করলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না ।
তবে আপনার উচিত ব্লগ সাইটটাতে পদার্থ বিজ্ঞানের জটিল বিষয়গুলো এবং রাশিয়ান ভাষা শিক্ষা ও রাশিয়ায় যেয়ে বসবাস করার গুরুত্ব শিরোনামে ধারাবাহিকভাবে লেখালেখি করা ।
আপনি যদি এসব বিষয়ে লিখেন তাহলে আপনার অনেক শোয়াব হবে ।
১. এ পয্যায়ে যে পোষ্ট গুলো স্টিকি হচেছ, সে গুলো মনযোগ দিয়ে পড়ুন। এবং বিষয় ভিত্তিক সুন্দর মন্তব্য করুন।
২. ঐ পোষ্ট গুলোর উপস্থাপনা, বিষয়, ভাষা লক্ষ্য করুন।
৩. যে বিষয়ে লিখবেন, সে বিষয়ে বর্তমানে বাজার দর কেমন, তা বিবেচনায় রাখুন।
৪. যে বিষয়ে লিখছেন, তার সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য ভ্যলু কি না বিবেচনায় রাখুন।
৫. বানানের ব্যাপারে সাংঘাতিক ধরনের যত্নবান হোন।
৬. সাধু চলিত ভাষার মিশ্রণ ত্যাগ করুন।
৭. আঞ্চলিক ও ব্যজ্ঞাত্মক শব্দাবলী বর্জন করুন।
৮. নিজে কম জানেন হিসাবে লিখুন, উস্তাদি জাহির না করে লিখুন।
৯. ধৈর্য্য ধরে লিখতে থাকুন।
১০. অন্যদের লিখাতে বেশী বেশী করে মন্তব্য করুন।
১২. সাপ্তাহে একাধিক পোষ্ট না লিখে যা লিখবেন, তা চিন্থা করে মান সম্পন্ন করে লিখুন।
২। বেচারার কাছে মেয়েদের টাইট জামাকাপড় আর হাটু পর্যন্ত বোরকা পড়া বেশি পছন্দসই
মন্তব্য করতে লগইন করুন