আসুন টুডে ব্লগের ইমেজ সংকট এক্ষুণি কাটিয়ে ফেলি এবং ধুমায়া কমেন্টাই । তবে কমেন্টের কোন প্রতিদান চায়া লাভ নাই....ইয়ে...মানে ....আমি নারী নই !
লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ০৪ জুন, ২০১৪, ০৯:৪৩:৩৫ রাত
সকলেই ইমেজ সংকটে আছে । পুরা জাতি সংকটে শংকিত । কে কিভাবে ইমেজ সংকট কাটিয়ে উঠতে পারে তাই নিয়ে আজকের উইকএন্ড স্পেশাল গোল টেবিল আলোচনা সভা । হয়তো আমাদের আলোচনা থেকেই বেরিয়ে আসবে শফিক রেহমানের পরবর্তী কলামের কনটেন্ট । সেটা হতে পারে "ইমেজ সংকট থেকে উত্তরণের একশো একটি উপায়" অথবা "ইমেজ পুনরুদ্ধার যুগে যুগে" ।
কারণ শামীম ওসমান সাহেব তার ইমেজ পুনরুদ্ধার করে ফেলসে জাতীয় সংসদকে কাঁদিয়ে । শেখ হাসিনা তার ইমেজ পুনরুদ্ধার করে ফেলসে মুন-কেরি গংদের রক্তচক্ষু উপেক্ষা করার গল্প দিয়ে দ্যা ব্রেভেস্ট গার্ল অব দ্যা ওয়ার্ল্ড র্যাংকিং-এ পাকিস্তানী মালালাকে ডাউন খাইয়ে । র্যাব জামাতাগণ নারায়ণগঞ্জের ইমেজ সংকট কাটিয়ে দিলো হবিগঞ্জে ডাই এনাদার ডে দেখিয়ে । বিজিবি অবশ্য তার ইমেজ সংকট কাটানোর জন্য সবচেয়ে বড় হপ স্টেপ এন্ড জাম্প দিসে । স্বয়ং মায়ানমারের বিরুদ্ধে ফেসবুকের দেশপ্রেমিক সেলেব্রেটিদের এমন ক্ষেপায়া দিসে যে গতকাল থেকে আরাকানযুক্ত বাংলাদেশের কাল্পনিক ম্যাপ পর্যন্ত শেয়ার চলতেসে । কঠিন থেকে কঠিনতর জিহাদ !
ডানপন্থীরাও দেখলাম পিছিয়ে নেই । ফখরুল সাহেবদের বিএনপি সেপ্টেম্বরে মাঠে নামবে বলে অলরেডি ইনডোর প্র্যাকটিসের হুশিয়ারি দিয়েছে । মহাসচিবের লাইনে থাকা মেজর হাফিজ ক্লিয়ারলি এহেড হয়ে বলেছেন বিএনপির কেউ এমপি ইলেকশনে খাড়াইতে দেরি পাস করতে দেরি নাই । ইমেজ পুনরুদ্ধারের দৌড়ে পিছিয়ে নেই খালেদা জিয়া-তারেক রহমান । ওনারা সিঙ্গাপুর-মালয়েশিয়াতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে বৈঠক করবেন জানিয়ে তাদের ফ্যানক্লাব অলরেডি নেতানেত্রীর হারানো ইমেজের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিয়েছে । ইমরান এইচ সরকারই বা পেছনে থাকবে কেন ? সেও হুমকি দিয়েছে আওয়ামী লীগ সরকারকে ! পুরাই চেন এক পাল নেহী অবস্থা ! ও সাইওনিইইইই !!
অতএব- আসুন ইমেজ সংকট থেকে জাতিকে বের করে আনি । ওনারা আমাদের সংকট গুলা ভুলে যাক, আমরাও তিনাদের সংকট গুলা ভুলে যাই । এভাবে ভুলোভুলির মাধ্যমে ইমেজ সংকট থেকে জাতি বেরিয়ে আসুক সেই কামনা রইল ।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের আয়নায় নিজের পরিসংখ্যানটা দেখুন
-এ দেশ আমাদের পূর্বপুরুষদের রক্তের দামে কেনা।
আর এই বেকুবটা দাঁত কেলিয়ে হাসে
মন্তব্য করতে লগইন করুন