মেয়েদের পোস্ট না হলে টুডে ব্লগে কোন পোস্ট স্টিকি হবেনা বুঝতেসি ।

লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ০৩ জুন, ২০১৪, ০১:১০:৪৬ দুপুর

আমার খায়েশ নাই কোন স্টিকি স্টিকি পোস্ট লেখার । তবে ব্লগে ঢুকার পর একটা স্টিকি পোস্ট নজরে আসে সবার আগে । গত কয়েকদিনে মনে হইতেসে ব্লগের মডু সব নারী হয়ে গেসে না হয় নারীবাদের দীক্ষা গ্রহণ করসে । তারা নারী ব্যতীত কোন ব্লগারের পোস্ট আর স্টিকি করবেনা । আর তাও যা স্টিকি হয় সেগুলো কোন ইনটেলিজেন্সীর ক্যাটাগরিতে পড়ে সেটা গবেষণা করে দেখতে হবে । বিয়ের গল্প, পরিবারের মেলামেশা, রান্নাবান্না কিচেনের গল্প, ফালতু অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসে থাকা খাজুরে আলাপ হলো স্টিকি পোস্টগুলোর মূল প্রতিপাদ্য । এবার হয়তো আমাকে ব্যান করা হবে সত্য কথা বলে দেয়ার জন্য ।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229930
০৩ জুন ২০১৪ দুপুর ০১:১৬
সুশীল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪৪
176733
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : :Thinking
229931
০৩ জুন ২০১৪ দুপুর ০১:১৭
সজল আহমেদ লিখেছেন : <:D
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
176732
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : Tongue
229933
০৩ জুন ২০১৪ দুপুর ০১:২০
সজল আহমেদ লিখেছেন : লেখার মানসম্পন্নতার উপর পোস্ট স্টিকি হয়।
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
176730
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : ওহো ! তাই নাকি হে ! বহুত আচ্ছা বহুত আচ্ছা ! :Thinking
229935
০৩ জুন ২০১৪ দুপুর ০১:২১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগটা কি দিন দিন বান্ধবহীন হয়ে যাচ্ছে ?
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৪৪
176694
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : সেটাই ত বুঝতেসি না । মডু গুলার উচিত মাঝে মধ্যে অন্যান্য ব্লগ ঘুরে দেখা আর শেখা যে ব্লগ আসলে কি জিনিস ।
229944
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৫১
ইমরান ভাই লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪২
176728
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : :Thinking
229949
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৫৯
প্রশান্ত আত্মা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
মনের কথাটাই বলেছেন..
Applause Applause =D
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪২
176727
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : Tongue Tongue
229951
০৩ জুন ২০১৪ দুপুর ০২:০১
মুক্ত কন্ঠ লিখেছেন : "গত কয়েকদিনে মনে হইতেসে ব্লগের মডু সব নারী হয়ে গেসে না হয় নারীবাদের দীক্ষা গ্রহণ করসে । তারা নারী ব্যতীত কোন ব্লগারের পোস্ট আর স্টিকি করবেনা।"
একদম হক্ব কথা! একমত পোষন করছি।
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪২
176726
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : ধন্যবাদ আপনাকে । এই ব্লগের কান্ডকীর্তি দেখে ব্লগিং বাদ দিতে হইবে মনে হচ্ছে ।
229953
০৩ জুন ২০১৪ দুপুর ০২:০৩
প্রশান্ত আত্মা লিখেছেন : টুডে ব্লগের নাম পালটিয়ে 'লুতপুতু ব্লগ' রাখা হোক!!
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪১
176723
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : মডু যেমন লুতুপুতু এখানে ব্লগারদের মধ্যেও লুতুপুতু কম না । এদের উচিত মাঝে মধ্যে অন্যান্য ব্লগ গুলো ঘুরে দেখে শেখা যে ব্লগিং বলতে আসলে কি বোঝায় ।
229964
০৩ জুন ২০১৪ দুপুর ০২:২৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আস্তে কথা কইয়েন মশাই! এইডা বিডিটুডে নাম হলেও আসলে এইডার কাম হলো বেডিটুডে ব্লগ। বিগত এক বছরের পরিসংখ্যান যদি আপনে বিবেচনা করেন তাইলে বুইঝবার পারবেন এখানে আপনের মূল্যবান কুনো লিখা অধিক পঠনের জন্য কুনো এক্কান সুন্দর খৌব সুরুত বেডিগো নাম ব্যবহার কইরা আইডি খুইল্যা পোস্ট দেন। দেইখবেন সাথে সাথেই আপনের পোস্টাডারে লটকাইয়া দিবো। যদি আমার প্রেশক্রিপ্শনে কাজ না অয় তাইলে দুই কান কেটে ফেলমু মুই।
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৪০
176720
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : ভাই, ঠিক এই বিষয়টা আমিও লক্ষ্য করতেসি বহুদিন থেকে । কিন্তু অন্য সবাই আবার কি মনে করে তাই ভেবে বলতে পারিনাই । মডু যেমন লুতুপুতু এখানে ব্লগারদের মধ্যেও লুতুপুতু কম না । এদের উচিত মাঝে মধ্যে অন্যান্য ব্লগ গুলো ঘুরে দেখে শেখা যে ব্লগিং বলতে আসলে কি বোঝায় ।
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
176783
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
১০
229985
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এতদিন মনে করছি আমি শুধুই এই বিষয়টা নিয়ে কথা বলি, গতকাল থেকে দেখি অনেকেই এইসব বিষয় নিয়ে কথা বলা শুরু করছে।
০৩ জুন ২০১৪ রাত ০৮:১২
176931
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : মডু মনে হয় পুলিশের ভয়ে পালাইসে । মডুর বউ হয়তো মডুগিরি চালাইতেসে । কিন্তু নারীসুলভ চপলতা ব্লগারদের চোখ ফাঁকি দিতে পারতেসে না ইদানিং Rolling on the Floor
১১
229987
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
কুশপুতুল লিখেছেন : আস্তা হিংসুক!!
মেয়েদের সাথে এত হিংসা করেন ক্যান আপনি?
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৪
176933
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : কারণ আমাকে মেয়েরা কেউ অহিংসার বাণী শুনাইতে আসেনাই আফা । আপনে চাইলে আমি মহাত্মা গান্ধী হয়া যাইব । চলবে ?<:-P
০৪ জুন ২০১৪ রাত ১২:০৯
176991
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাপ্পী ভাই এক্কেরে যথাযথ হয়ছে....
১২
229993
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : এই বিষয়ে আমিও একটা পোস্টাইছি দেখে আসবেন।
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৫
176934
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : Rolling on the Floor মডুর বউ তাইলে ধরা খায়া গেলো সবার কাছে । মডুর অনুপস্থিতিতে অতিমাত্রায় চপলতা দেখাইতে গিয়া রামধরা Rolling on the Floor
১৩
230021
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩০
ছিঁচকে চোর লিখেছেন : তাহলে অন্য একটি মেয়ে নিক খুলে পোষ্টাতে থাকুন। কাম হো গ্যায়া। Big Grin
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৫
176935
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪
230034
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : যেসব মহিয়সীদের পোস্ট স্টিকি করা হয় , কিছু তেলমারা ব্লগার আছে শুরুতেই '' ভালো লাগলো'' '' ধন্যবাদ'' '' পিলাচ'' '' অনেক ধন্যবাদ'' - মার্কা কমেন্ট করে ভরিয়ে ফেলে ।

পোস্টদাতাও অনুরুপ ভাবে তার উত্তর দেন।

তবে এসব পোস্টদাতারা বেমক্কা কমেন্ট হজম করতে পারে না ।

পোস্ট দিয়ে নিজের পোস্ট ডিফেন্ড করার মানসিকতা থাকতে হবে । যেসব পোস্টদাতা শুধু পোস্ট করে স্তুতিমূলক মন্তব্য পাওয়ার আশা করে , ডিফেন্ড করার ব্যাপার আসলে এড়িয়ে যায় - তাদের পোস্ট স্টিকি করার ব্যাপারে মডারেশন বোর্ডকে সতর্ক হতে হবে ।

অন্যান্য বাংলা ব্লগেও পোস্ট স্টিকি হয় । পক্ষে বিপক্ষে প্রচুর মতামত আসে সেখানে । ফলে ব্লগটা জমে উঠে ।

কথার লড়াই জমে উঠলে ব্লগ হয় টি২০ ওয়ার্ল্ড কাপ (ছেলেদের) ,

আর

শুধু '' ভালো লাগলো'' '' ধন্যবাদ'' '' পিলাচ'' '' অনেক ধন্যবাদ'' - মার্কা কথাবার্তা হলে সেটাও হয়ে যায় টি২০ ওয়ারল্ড কাপ , তবে মহিলাদের ।

প্রথমটাতে দর্শকের অভাব হয় না , ২য় টাতে দর্শক যায়ই না ।

টুডে ব্লগের ঝিমিয়ে পড়ার কারন গুলোর মধ্যে এটা প্রথম দুইয়ে আসবে ।
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৭
176937
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : এদের উচিত মাঝে মধ্যে অন্যান্য ব্লগ ঘুরে দেখে আসা । তাহলে বুঝবে ব্লগিং কাহাকে বলে কত প্রকার ও কি কি ।Good Luck Good Luck
১৫
230065
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
নূর আল আমিন লিখেছেন : মডুরা ঘুমায়
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৮
176940
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : তাহলে এসব আবলা পোস্ট স্টিকি করে কারা ? :Thinking :Thinking
১৬
230301
০৪ জুন ২০১৪ রাত ০২:৪৫
সাদাচোখে লিখেছেন : আপনার পোষ্ট দেখছি কাজ করেছে। স্টিকি পোষ্ট উদাও!
০৪ জুন ২০১৪ রাত ০৩:৪১
177005
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : হে হে হে Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File