তিস্তা অভিমুখে লং মার্চ প্রসঙ্গে একটি রাজনৈতিক ভাবনা

লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ২৩ এপ্রিল, ২০১৪, ০২:৩৫:৪৪ রাত

কেন জানি মনে হচ্ছে তিস্তায় পানি বেড়ে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সাথে স্রেফ মকারি ছাড়া আর কিছুই নয় ।

এই কর্মসূচিও খুব আগেভাগে পরিকল্পিত কিছু নয় । হঠাৎ করে ঘটে যাওয়া একটা বিষয় । কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সাথে বৈঠক করলেন এবং ঠিক করলেন তিস্তা অভিমুখে তারা লং মার্চে যাবেন । তার কয়দিন পর জোটের বৈঠক হলো এবং জামায়াত-আওয়ামী লীগ গোপন সমঝোতার একটি আভাসকে সামনে নিয়ে আসার জন্য সকল শরিকদলের সামনে জামায়াতকে সতর্ক করা হলো । ফেসবুক-ব্লগে জামায়াতের কর্মীরা পর্যন্ত যথেষ্ট বিভ্রান্ত হলো এবং হুঁশিয়ারী দিতে লাগলো জামায়াত নেতাদেরকে । এভাবে জামায়াতকে একটি নেগেটিভ ইমপ্রেসনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হলো ইচ্ছা করেই । এতে বাকি দলগুলো পর্যন্ত কিছুটা চুপসে গেলো । ঠিক তার পরেই বিএনপি একা একা লং মার্চে হাঁটা দিলো । মজার বিষয় হচ্ছে- ডালিয়া পয়েন্টে পৌঁছানোর আগেই তিস্তায় পানি আসতে শুরু করলো । আরো গুরুত্বপূর্ণ হচ্ছে লং মার্চে কোন ধরনের বাঁধা এলোনা । অথচ বিদ্যুতের দাবিতে মিছিল করলেও জামায়াত-শিবিরকে রক্তাক্ত হতে হয়েছে । কেমন জানি মিলছেনা হিসাব ! হয়তো আমি রাজনীতির তেমন কিছুই বুঝিনা । কিন্তু খটকা তবু কাটিয়ে উঠতে পারছিনা ।

মনে আছে উপজেলা নির্বাচনে জামায়াতের অভাবনীয় সাফল্যের কথা । যারা একটু ভালো বিচারবোধ নিয়ে চিন্তা করবেন, তারাই বুঝবেন জামায়াত সবকটি দলের চেয়ে জনপ্রিয়তার মাপকাঠিতে এগিয়ে গিয়েছে । নিরপেক্ষভাবে পৃথক নির্বাচন হলে হয়তো তারা একক ভাবে এগিয়ে যেতো । এটা আওয়ামী লীগের জন্যে যতটুকু মাথা ব্যাথা হবার কথা ছিলো, তার চাইতে বেশি হয়েছে বিএনপির জন্য । সম্ভবত এটাও একটা কারণ হতে পারে । একটা ভেলকি দেখাতে পারলে জোটের বাকি দলগুলোকে ম্যানিপুলেইট করা সহজ হবে । আমি বলছিনা বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে । বরং খালেদা জিয়ার রাজনীতি যতটুকু ম্যাচিউরড হবার কথা, আমার ধারণা সেটাই হয়েছে এখানে । ভালো কি মন্দ সেটা পরের কথা । রাজনীতিটা আমরা ধরতে পারলাম কিনা ওটাই বিবেচ্য । আর মমতা ব্যানার্জিও হয়তো মুখিয়ে ছিলেন কেন্দ্রীয় সরকারের বিপর্যয়কালে নিজের একটু ক্ষমতা দেখাতে । অথবা কেন্দ্রীয় সরকারও হয়তো চেয়েছিলেন বিমানবন্দর ঘটনার হালকা ক্ষতিপূরণ দিতে । জাতীয় নির্বাচনের মুহুর্তে একটি প্রতিবেশী দেশের সাথে নেগোশিয়েট করা খুবই সোজা । আমি জানি না প্রকৃত ঘটনা কি । তবে রাজনীতির শিক্ষানবিশ হিসেবে চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করতে তো সমস্যা নেই ! চলুন শিখতে থাকি Happy

বিষয়: রাজনীতি

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File