উন্নত চরিত্রের ত্রয়ী আচরণ

লিখেছেন লিখেছেন মুক্তা ২৭ জুন, ২০১৩, ০৯:২৭:২৬ রাত

১. ন্যায়-নীতির মূলনীতি তিনটি। দৃঢ়তায় কোমলতা, ন্যায় পরায়নতায় পুঙ্খানুপুঙ্খু অনুসন্ধান ও মধ্যবর্তী মানের অনুদান।

২. মুত্তাকীর আলামত তিনটি। কাজে নিষ্ঠা, স্বল্প আশা, সুযোগের সদ্ব্যবহার।

৩. যার মধ্যে তিনটি গুণ রয়েছে, তার দুনিয়া আখিরাত নিরাপদ।

. সৎ কাজের আদেশ প্রদান ও তা নিজে মেনে চলা,

. অসৎ কাজে বাধা প্রদান ও নিজেকে তা থেকে বিরত রাখা এবং

. আল্লাহর সীমা যথাযথ ভাবে সংরক্ষিত রাখা।

_ হজরত আলী র.

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File