উন্নত জীবনের ত্রয়ী আচরণ
লিখেছেন লিখেছেন মুক্তা ২২ জুন, ২০১৩, ০৯:০৪:০৬ রাত
ইমাম বাকের র. বলেন,
১. কামালিয়তের পূর্ণতা তিন বিষয়ে। ধর্ম বিষয়ে গভীর জ্ঞান, বিপদাপদে ধৈর্য অবলম্বন ও পরিকল্পিত জীবিকা গ্রহন।
২. মহান আল্লাহ মূল্যবান তিনটি বিষয় অপর তিনটি বিষয়ে লুকিয়ে রেখেছেন। ১. আল্লাহর সন্তুষ্টিকে তার আনুগত্যের মধ্যে। [সুতরাং আনুগত্য সামান্য হলেও তাকে তুচ্ছ জ্ঞান করা যাবেনা; কেননা হতে পারে তাতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত।] ২. আল্লাহর ক্ষোভ ও ক্রোধকে তার অবাধ্যতার মধ্যে। [সুতরাং অবাধ্যতা স্বল্প হলেও তাকে তুচ্ছ মনে করা যাবেনা; কেননা হতে পারে তাতেই আল্লাহর ক্ষোভ নিহিত রয়েছে।] ৩. আল্লাহর সৃষ্টির মধ্যে তার বন্ধু (ওয়ালী) গণকে। [সুতরাং সৃষ্টির কাউকে তুচ্ছ দৃষ্টিতে দেখা যাবেনা; কেননা হতে পারে ঐ লোকই তাঁর বন্ধু।]
৩. মানুষের তিন অবস্থা। বিপদ, ভাগ্য ও ঐশ্বর্য। আল্লাহর পক্ষ থেকে আপতিত বিপদে ধৈর্য ধারণ করা ফরয। আল্লাহর নির্ধারিত ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকা ফরয। আল্লাহ প্রদত্ত ঐশ্বর্যের কৃতজ্ঞতা প্রকাশ করা ফরয।
বিষয়: বিবিধ
১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন