উন্নত চরিত্রের ত্রয়ী আচরণ
লিখেছেন লিখেছেন মুক্তা ২০ জুন, ২০১৩, ০৭:২৮:৩৮ সন্ধ্যা
ইমাম জাফর সাদেক র. বলেন,
১. তিন আচরণে বন্ধুর পরীক্ষা নেওয়া যায়। তাতে কেউ পাশ করলে, সে ই সত্যিকার বন্ধূ; অন্যথায় সে বসন্তের কোকিল। ক. তার কাছে টাকা ধার চাইবে, খ. তার কাছে কোন কিছু আমানত রাখবে এবং গ. তাকে সাথে নিয়ে কোন বিপদের মোকাবিলা করবে।
২. পরিবারের শান্তির জন্য মানুষের ৩টি গুণ অর্জন করতে হবে। তা অর্জন করতে সক্ষম না হলে অন্তত: তার ভান করতে হবে। _ সুন্দর ব্যবহার, পরিমিত প্রশস্ততা এবং সতর্কতামূলক অহমিকা।
৩. কাউকে বন্ধু রূপে গ্রহনের পূর্বশর্ত তিনটি। এ তিনটি কারো কাছে না থাকলে তাকে বন্ধু রূপে গ্রহন করা উচিত নয় বরং তার কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত। ক) পারষ্পরিক ইনসাফ, খ) পারষ্পরিক দয়া ও গ) পারষ্পরিক অহিংসা।
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন