যেতে হবে বহু পথ ....

লিখেছেন লিখেছেন রিফায়েত বিন কবির ০১ এপ্রিল, ২০১৩, ১২:৪৪:০১ রাত

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে । আমার সামনে এক পরীক্ষার্থী । তার জেরা চলছে কঠিন জেরা । কিরে কি পরিক্ষা দিয়েছিস ? কত পেয়েছিস জানস । এত খারাপ কেমনে করলি ?

পরিস্থিতি খুবই নাজুক । পরীক্ষার্থীর অবস্থা শোচনীয় । কোন কথা না বলে নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলো পরীক্ষার্থী । হয়ত ভাবছিলো মাত্র দুই সপ্তাহ আগে বিফল মনরথে ঢাকা থেকে ফিরে আসা , সপ্তাহ আগে কোচিং এর ছিপা রুমের বকাঝকা কিংবা পরিক্ষার দিন সকালে অগোরে ঘুমানো তারপর ঝাড়ি খেয়ে পরীক্ষার হলে যাওয়ার কথা ।

আরো খানিকক্ষন ঝাড়লাম । কি কি ঝাড়ছি মনে নেই । তারপর বললাম আসল কথা তুই মেডিকেলে চান্স পেয়েছিস । তারপর আমাকে জড়িয়ে ধরে সেকি কান্না শুরু করলি । আগেই বাসার সবাইকে ম্যানেজ করে রেখেছিলাম যদিও তারপরও তোর কান্না দেখে খালাম্মাও কেঁদে দিলেন । আসার সময় মিস্টি নিয়ে এসেছিলাম তোকে মিস্টি মুখ করাবো বলে । তারপর অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ যখন তুই ডাক্তার হওয়ার কথা জানালি তখন সেই দিনটির কথা মনে পড়ে গেলো । আজ তোকে মিস্টি খাওয়াতে খুব ইচ্ছে করছে । অবশ্য আরেকটা খাবার তোর পাওনা আছে । মনে আছে কিনা তোর জানিনা । মেডিকেলে চান্স পেলে তোকে পাঁচ তারা কোন হোটেলে খাওয়াবো বলে লোভ দেখিয়েছিলাম । তোকে আর লোভ দেখানো ঠিক হবে না । তাতে যে আমার পকেটের বারোটা বাজবে তাতে কোন সন্দেহ নেই Happy

অভিন্দন ডাক্তার Shamsul Arefin comilla medical college । যেতে হবে বহু পথ ,কখনো ভেঙ্গে পড়িস না ।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File