সত্যি গল্প হয়ে গেলেন মানুষটি............
লিখেছেন লিখেছেন রিফায়েত বিন কবির ১৭ মার্চ, ২০১৩, ১২:৩৯:০১ দুপুর
দেশপ্রেম ,কর্তব্য ,নিষ্ঠা ,অধ্যাবসায়ের কথা বলতে গিয়ে যে মানুষটির গল্প বলতাম স্বপ্নের সে মানুষটি সত্যি গল্প হয়ে গেলেন । যাকে এক নজর দেখব বলে কত রাত স্বপ্ন দেখেছি । ছুটে গিয়েছি শত ব্যাস্ততা রেখে । আর কোনদিন আর তাকে দেখব না ভাবতেই কষ্ট লাগে । তবে তার গল্প বলবো ,
সেই গল্প স্টিফেন হকিং , প্রফেসর আব্দুস সালামের মতো বিজ্ঞানীদের ঘনিষ্ঠ বন্ধুর গল্প । সেই বিজ্ঞানীর গল্প ,মহাবিশ্বের ভবিষ্যত্ নিয়ে যার একাধিক গ্রন্থ কেমব্রিজ, প্রিন্সটন, হার্ভার্ডয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পাঠ্য।
প্রচারবিমুখ সেই দেশপ্রেমিক বিজ্ঞানীর গল্প যিনি কেমব্রিজে অধ্যাপনা করতেন। ১৯৮৪ সালে কেমব্রিজের সোয়া লাখ টাকা বেতনের অধ্যাপনার চাকরীটি ছেড়ে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র হাজার তিনেক টাকা বেতনে অধ্যাপক হিসেবে যোগ দেন। সেই বিজ্ঞানীর গল্প ,সেই জামান নজরুল ইসলামের গল্প । যাকে আমারা কিছুই দিতে পারিনি । যিনি আমাদের দিয়েছেন অনেক । শিখিয়েছেন দেশ প্রেম ,কর্তব্য ,নিষ্ঠা ,অধ্যাবসায় । তার রুহের মাগফেরাত কামনা করি । আল্লাহ তার বেহেশত নসীব করুন । আমীন ।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন