মৃত্যু আসলে কতদুর।
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৭ অক্টোবর, ২০১৫, ০৬:২২:৫৮ সন্ধ্যা
উচ্ছল ছেলেটি সবারই চোখের মনি। ঈদের দুদিন পর বান্দরবন এর নীলগিরি রিসোর্টে মা আর আত্মিয় স্বজন সহ বেড়াতে গিয়েছিল সে। ফিরেও আসল সবাইর সাথে। ৪-৫ দিন পর হঠাত সকাল বেলা সবাই খবরটি শুনে বিশ্বাস করতে কষ্ট হল বটে। আট বছরের সেই ছোট্ট ছেলেটি চলে গেছে চিরদিন এর জন্য।
জোহর এর পর কবরে নামালাম বাচ্চাটিকে। চারপাশে তার বয়সি অনেকে। তার সহপাঠি বা খেলার সাথি তারা। তাদেরও কারো কারো হয়তো বোঝার ক্ষমতা হয়নি যে তাদের বন্ধু আর ফিরবে না। একটু পর বৃষ্টি নামল। বৃষ্টিতে ভিজতে ভিজতে রাজপথ দিয়ে হাটতে হাটতে অনুভব করলাম এই নশ্বর জিবনের জন্য কতই না আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।
সম্পুর্ন সুস্থ ছিল ছেলেটি তিনদিন আগে। রাত্রে হঠাত বুক ও পেট ব্যাথা। গ্যাস এর সমস্যা মনে করলেও বেশি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখনই ধরা পরা আসলে প্রচন্ড হাই লেভেল এর জুভেনাইল ডায়াবেটিস এ ভুগছে সে। অথচ এর আগে এই ডায়াবেটিস এর কোন লক্ষন ই দেখা যায়নি তার মধ্যে। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যার্থ হলো। মহান আল্লাহতায়ালা তাকে তুলে নিলেন।
মৃত্যু আমাদের জিবনের একমাত্র সত্য। কখন সে আসবে কেউ জানেনা। তবু আমরা ভুলে যাই তাকে। যাকে নিয়ে সপ্ন দেখছে তার মা কিন্তু সেই সপ্ন থেকে যেন আর জাগার সুযোগ হলোনা। আমরাও এই নশ্বর পৃথিবিতে একটু সুখ আর নিরাপত্তার আশায় ভুলে যেতে চাই আল্লাহকে। তবুও জিবন কে আমরা উপভোগ করি। কিন্তু মৃত্যুকে যেন ভুল না যাই।
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের মুহূর্তের কোন ভরসা নাই। মিলিয়ন রগের মাঝে মাত্র একটি ছোট্ট রগ অকেজো হলেই সব শেষ। তবে শিশুদের মাঝে ডায়াবেটিস এটি একটি দুঃসংবাদ বটে। ভেজাল, রেডিয়েশন, বিষযুক্ত খাদ্য, দুষণের জন্য এসব দায়ী।
আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমীন।
আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমীন।
মৃত্যু চিন্তাই জিবন কে আনন্দময় রাখবে।
আমিন।
মৃত্যু সুনিশ্চিত একটি বিধান- এই বোধ মানুষের মাঝে জাগ্রত থাকলে পৃথিবী হতে পাপ অনেকটাই কমে যেত।
জি আমার দূর সম্পর্কের আত্মিয় হয়। তার নানা কলেজ অধ্যাপক এবং আমার আব্বার সহকর্মি হওয়ার কারনে পারিবারিক ঘনিষ্টতা বেশি ছিল।
আমরা নগদ এ যা পাচ্ছি তা খেয়াল খুশিমতো নিচ্ছি....! কিন্তু যেটা নিজেকে দেয়ার সেটা দিচ্ছিনা। আল্লাহ আমাদের যা মেনে চলতে বলেছেন তা আমরা না মেনে তার বিপরীতে চলছি....! জানিনা আল্লাহ আমাদের ক্ষমা করেন কিনা!
ধন্যবাদ অবচেতন মনে ভুলে যাওয়া মৃত্যুর কাথা স্বরণ করিয়ে দেবার জন্য
শিক্ষনিয় মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ। মৃত্য আমাদের স্মরন করতে হবে
মৃত্যু আলে অনেক নিকটে আমরা এই চিরসত্যকে ভুলে অনেক দূরে রাখি!
শুকরিয়া মনে করিয়ে দেয়ার জন্য!
মৃত্যু একমাত্র সত্য যেটা থেকে রেহাই নাই।
আল্লাহ বাবুটিকে জান্নাত দান করেন। আমীন
মৃত্যুর চিন্তাই মানুষকে জিবনে সাবধান রাখে।
মন্তব্য করতে লগইন করুন