হায় ভারত!!

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৬ অক্টোবর, ২০১৫, ০৭:৫৭:৩৬ সন্ধ্যা

আজকের ভারতিয় দৈনিক আনন্দবাজার এর নেট এডিশন এর প্রথম পৃষ্ঠায় গতকাল এর ভারত-দক্ষিন আফ্রিকা ম্যাচ নিয়ে কোন খবর নাই!! খেলার পাতায় ঢুকে দেখলাম লজ্জার কথা লিখলেও ইনিয়ে-বিনিয়ে বলা হয়েছে এমন পারফর্মেন্স দেখালে মানুষ একটু(!) উত্তেজিত হতেই পারে। ভারতিয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো আবার একটু বেশি! বোতল টোতল ভয়ংকর কিছু না! যদিও উভয়ই এটা বলেন নাই যে ম্যাচ রেফারি খেলা বন্ধ করে দিলেন কেন। কেবল ভারতিয়দের মধ্যে ভদ্রলোক বলে পরিচিত সুনিল গাভাস্কার পুলিশ আর উরিষ্যা ক্রিকেট বোর্ড এর বিরুদ্ধে বলেছেন।

এই আনন্দবাজার আজকে হাইলাইট করেছে ভারতিয় সশস্ত্রবাহিনি বিশ্বে ৫ম শক্তিশালি সেই নিউজটা। নিউজের শেষে আবার পাকিস্তান সেনাবাহিনির প্রধান কে ব্যাঙ্গ ও করা হয়েছে। উনারা এটা বুঝেও বুঝেন না যে বিশাল শক্তিশালি সেনাবাহিনি হলেই বিজয়ি হওয়া যায়না। যেটা গত দুটি বিশ্বযুদ্ধ আমাদের সামনে প্রমান এর জন্য যথেষ্ট। যে দেশের ৫০ শতাংশ মানুষ সাস্থসম্মত টয়লেট সুবিধা পায়না সেই দেশের প্রতিরক্ষা ব্যায় যে ৬ষ্ঠ থেকে ১৫ তম স্থানে থাকা দেশগুলির মোট প্রতিরক্ষা ব্যায় এর চার গুন সেটাও অতি গর্বের সাথে বলা হয়েছে!

এই হলো ভারতিয় ব্রাম্মন্যবাদিদের চরিত্র! যারা নিজেদের কোন কিছুকেই ভুল বা অপরাধ বলে স্বিকার করতে নারাজ। কারন তাদের মতে ব্রাম্মনরাই হলো শ্রেষ্ঠ মানুষ। আর বাকিরা হলো শুধু তাদের সেবক বা চাকর। সামান্য একটা ক্রিকেট ম্যাচ এ পরাজয় মেনে নিতেও তাদের অত্যন্ত আপত্তি। ষ্টেডিয়াম এ যে অভদ্রতা গতকাল বা তার আগে ভারতিয় দর্শকরা দেখিয়েছে তার জন্য ভারতিয় মিডিয়ার এইসব আচরন কম দায়ি নয়। মাত্র কয়েকদিন আগে স্রেফ গরুর গোস্ত খাওয়ার মিথ্যা অভিযোগে একজন মানুষ কে হত্যা করা হয়েছে সেখানে। আর যখন তখন ভারতিয় তথাকথিত বুদ্ধিজিবিরা আমাদের অসাম্প্রদায়িকতা আর জঙ্গি বাদ বিরোধিতার সবক দিতে আসেন!!

এখন সময় এসেছে দাদাবাবুদের বলার যে আগে নিজেদের মানুষ এর পর্যায়ে উন্নিত করুন তারপর না হয় আমাদের শিখাবেন!

বিষয়: বিবিধ

১৪৭২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344680
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৮:০৩
সিকদারর লিখেছেন : রাম রাম করেছেন কি ? দাদাবাবুদের ধুতি ধরে টান !! অপি বাইদান আপনার এই পুস্ট দেখলে আপনার খবর আছে । Rolling on the Floor Rolling on the Floor
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:০২
285986
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধুতি তো গতকাল উনারা মাঠেই খুলছেন। বাইদান আর কি করবে!!! তবে তারে কিন্তু আমি শাড়ি খুলতে এলাউ করব না!
344683
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:০২
285987
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
344687
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৫
নাবিক লিখেছেন : হু ওদের চরিত্রই এরকম।
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:০৪
285990
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক তাই কিন্তু ওরা নিজেদের কে অতি সংস্কৃতিবান দাবি করে!!
ধন্যবাদ।
344691
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:১৫
আবু জান্নাত লিখেছেন : সবুজ ভাই, "ভূতের মুখে রাম রাম" কথাটির বিশ্লেষণ চাই।
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৬
285999
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতটুক জানি হিন্দু বিশ্বাস অনুযায়ি রাম যেহেতু রাক্ষস রাজ রাবন কে পরাজিত করেছিলেন তাই সব ভুত,রাক্ষস রাম কে ভয় পায়। হিন্দু ধর্মাবলম্বিরা তাই ভুতের ভয় পেলে "রাম,রাম" করে। ভুত যেহেতু রাম নাম কে ভয় পায় তাই ভুতের মুখে রামের নাম আসা অসম্ভব। তাই এই ব্যাঙ্গ! যখন ভুত রাম নাম করবে তখন বুঝতে হবে ভুতটা দুইনম্বরি!!
০৭ অক্টোবর ২০১৫ রাত ১১:০০
286171
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ
344729
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : হায়রে ভারত। হায়রে ইন্ডিয়া লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
286138
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাকে আবার হায়রে ধন্যবাদ দিলেন নাতো!!
344766
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব দু:খজনক, বাংলাদেশে এই বেয়াদবদের দালালের অভাব নেই, বাংলাদেশ cricket কে damage করার জন্য এই বেয়াদবদের দোষরেরাই বাংলাদেশে বিদেশি হত্যা করেছে...
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
286139
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা আসলে ভয় পায় বাংলাদেশের কাছে খেলায় হেরে যাওয়ার।
344816
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৯
হতভাগা লিখেছেন : বিশ্বসেরা সামরিক শক্তি নিয়েও আমেরিকা আফগানিস্তান ও ইরাক জয় করতে পারে নি
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
286140
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
345749
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : এরকম কিছু আমাদের দেশে হলে ওরা সবার আগে ধূতি ছেড়ে দিতো।
টি২০তে ওয়াশ এবার ওডিআইতেও যেনো ওয়াশ হয়।
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৮
286895
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওডিআই তে প্রথমটা হারছে তবে কালকে কিভাবে যেন জিতে গেছে!!
347651
২৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৭
মাজহারুল ইসলাম লিখেছেন : কুত্তাল লেজ কোন দিন সোজা হয় না। এইটা এখন না শুধু বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে পরাজয়ের পর প্রথম পাতার শেষ দিকে নিউজ করেছে আনন্দবাজার।
২৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৮
288665
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এভাবে লুকাই রেখে নিজেদের পরাজয় ঢাকতে চায় তারা। আর আগে মানুষকে উত্তেজিত করতে চেষ্টা করে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File