কওমে লুত এর পরিনতির দিকে আমরা
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৪:২৭ রাত
বছর দেড়েক আগে গত বছর এর পহেলা বৈশাখ এর পরদিন একটি পোষ্ট দিয়েছিলাম ঢাকায় প্রকাশ্যে একটি মিছিল এর প্রসঙ্গে। মিছিল টা ছিল তথাকথিত সমকামিদের অধিকার রক্ষায় মিছিল। আজকে এই জঘন্য প্রসঙ্গটি আবার উত্থাপন করতে হলো বিবিসি বাংলার একটি সংবাদ দেখে। সংবাদটি হলো বাংলাদেশে সমকামিরা আরো একটি অনুষ্ঠান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাঝে বৃটিশ কাউন্সিল মিলনায়তনে। সেখানে তথাকথিত এক নারি নেত্রি এই ঘোষনা ও দিয়েছেন যে তারা এর পরের বার প্রকাশ্য সমাবেশ করবেন।
কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতে সমকামিতার বৈধতা দেওয়া নিয়ে জেনে বা না জেনেও অনেকে ফেসবুকে তাদের প্রোফাইল ছবি কে সাতরংয়ে রাঙ্গিয়েছিলেন। গত বছর এর পর মানসিক অসুস্থ এই সমকামিরা কিছুদিন নিরব থাকলেও এই মার্কিন আদালত এর রায় কে পুঁজি করে পুনরায় সক্রিয় হচ্ছেন বলে মনে হচ্ছে। এবারও তাদের পিছনে সেই এনজিও নেতৃবৃন্দ আছেন। উদ্দেশ্য হচ্ছে সমকামিতার মত একটি অমানবিক আচরন কে ছড়িয়ে দেওয়া।
এই বারের সম্মেলনটির একটি বিশেষ দিক হচ্ছে এবার বিশেষ ভাবে সমকামিতায় আকর্ষন এর জন্য টার্গেট করা হয়েছে নারিদের কে। একটি নারি কমিক প্রকাশ করা হয়েছে যেটাতে নারিদের সমকামিতার বিষয়ে আলোচনা হবে। নারিদেরকে টার্গেট করে সমকামিতা বৃদ্ধির চেষ্টার কারনটি বিশেষ অবাক হওয়ার নয়। এর পিছনে আছে সম্পুর্ন ব্যবসায়িক মনোবৃত্তি। শারিরিক গঠন এর জন্য নারি সমকামিতায় প্রয়োজন হয় বিভিন্ন সামগ্রির। নারি সমকামিতা বৃদ্ধি এই ধরনের সামগ্রির বাজার সৃষ্টি করবে। দুঃখজনক হলেও সত্য যে ২-৩ বছর ধরেই ইন্টারনেট ও ফেসবুক ভিত্তিক এই ধরনের জিনিস বিক্রয় এর কিছু চ্যানেল এই দেশে গড়ে উঠেছে।
বিশ্বের কোন দেশেই আসলে সমকামিতাকে স্বাভাবিক মনে করা হয়না। মার্কিন আদালত এর রায়টি পর্যালোচনা করলে দেখা যায় তারা সমকামিতা কে স্বাভাবিক বলেননি কেবল মাত্র ব্যাক্তিগত পছন্দের অধিকার এর যুক্তিতে একে স্বিকৃতি দিয়েছেন। এর পক্ষে যে সেব যুক্তি দেওয়া হয় তাও খুবই হাস্যকর। বরং এটিই প্রমানিত যে দির্ঘ চিকিৎসার মাধ্যমে সমকামি ব্যাক্তিকে স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনা যায়।
সমকামিতার মত একটি মানসিক বিকৃতি কে এভাবে দেশের মধ্যে প্রচলিত হতে দিয়ে আমরা মনে হয় কওমে লুত এর পরিনতি বরন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের রক্ষা করবেন কি? যদি আমরা নিজেদের রক্ষা না করি।
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমান যমানার মানুষ কওমে লুতের(আ পরিণতি বরণ করবে নিশ্চিত! উম্মতে মুহাম্মদী(সা-র এই একটা বড় ফায়দা!
তা না হলে,চির ঘৃণিত পশুসুলভ এই মানসিক বিকৃতির কারণে আরো আগেই অনেক দেশ-জনপদ ধ্বংশ হওয়ার কথা ছিল!
কিয়ামতের আলামত হিসেবেই জঘন্য এই পাপাচারের বিস্তৃতি!
আমরা কি কিয়ামত ভয়াবহতা কে জয় করে ফেলেছি???
(প্রতিরোধে অক্ষম ও দুর্বল ঈমানের যুক্তি একথামালা!)
August 7 at 11:05pm · Edited ·
বিলিভ ইট অর নট, বাংলাদেশে সমকাম এবং সমকামীদের প্রমোট করা হচ্ছে খুব জোরেশোরে। আর একাজে সবচেয়ে বড় ডোনার ও পৃষ্ঠপোষক হচ্ছে গোলাম আহমদ টিটু যে শেখ কামাল এর শ্যালক তথা সুলতানা কামাল এর ভাই। বছর পঞ্চাশের গোলাম আহমদ টিটু নিজেও একজন সমকামী, মেয়েলী চালচলনের জন্য নিজ এলাকায় সে হাফলেডীস নামে পরিচিত। ঢাকার শাহজাহানপুরে তার বাড়ি আছে। যাত্রাবাড়ির অনতিদূরে ডেমরা রোডে কাজলা নামক স্থানে অবৈধভাবে দখল করা জায়গায় তার বিশাল এক বাগানবাড়ি আছে যেখানে ৫০-৬০টি বিদেশী জাতের গরু নিয়ে একটি খামার তৈরি করা হয়েছে। এই টিটু ৯৯, কাকরাইলে অবস্থিত "বন্ধু" নামক একটি এনজিও এর পৃষ্ঠপোষক যে এনজিওটি এইডস প্রতিরোধের নামে সমকামীদের মাঝে কনডম বিতরণ করে এবং তাদেরকে সমকামীতার ব্যাপারে উত্সাহিত করে থাকে। মোচমিজান আর সুলতানা কামালদের বন্ধুর বিভিন্ন কর্মসূচীতে প্রায়ই দেখা যায়। এনজিওতে কাজ করার সুবাদে এদের অনেক অপকর্ম কাছ হতে প্রত্যক্ষ করেছি।
সমকামীতার মত জঘন্য পাপাচার বন্ধে কঠোর সামাজিক প্রতিরোধ জরুরী। নাহয় আমাদেরও হয়তো কওমে লূত এর পরিণতি ভোগ করতে হবে।
আল্লাহ আমাদের হেফাজত করুন।
সঠিক পরামর্শ দিয়েছেন। মানুষকে সতর্ক ও সচেতন করা আমাদের দায়িত্ব।
এদেরকে এখনই প্রতিরোধ না করলে এরা সমাজ পুরাপুরি ধ্বংস করে দেবে। কাজটা কঠিন কারন সরকার এদের পক্ষে।
পশ্চিমাদের অনুসরণ করতে করতে একেবারে পতনের শেষ প্রান্তে এসে ঠেকেছে পরিস্থিতি! জাহান্নামের গর্তের কিনারায় থাকা এই জাতির সংষ্কার ও সংশোধনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই হেন কর্মের প্রতিবাদ ও বাধা দেয়া উচিত!
শুকরিয়া বিষয়টি নিয়ে কলম ধরার জন্য! জাযাকাল্লাহ খাইর!
আমরা অনৈতিক ক্ষেত্রগুলিতেই তাদের অনুকরন করতে উৎসাহি। সরকারি সহায়তায় তারা আরো বৃদ্ধি পাচ্ছে।
“Allah's Messenger (sal Allahu alaihi wa sallam) said: 'You will indeed follow the ways of those before you, hand span by hand span, and an arms length after another. Even if they enter into a lizard’s hole, you will follow them.’ We (the Sahaba) asked, ‘Is it the Jews and the Christians?’ He replied, ‘Who else!’” [Bukhari]
ধন্যবাদ আপনাকে
এখন এই দেশের সরকারে ছত্রছায়ায় তারা এই কাজ করছে। আর মুসলিম শুধু নামেই রয়েছে।
আমাদেরকে লুত (আঃ) এর জাতির পরিণতি বরণ করার আগেই গা ঝাড়া দিয়ে উঠতে হবে।
আমরা আল্লাহর কাছে এই গযব থেকে পানাহ চাই! আমীন
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
বিঃদ্রঃ অফটপিক।
জাজাকাল্লাহ ভাইয়া
ধন্যবাদ।
তবে , আল্লাহ তার বান্দাদের ঠিকই রক্ষা করবেন যেমনটা করেছিলেন লুত(আঃ) এর সময়েও।
১। বাংলাদেশের একটি অন্যতম ইসলামিক রাজনৈতিক দলের লিডার - যিনি পিএইচডি করছেন - মাসখানেক আগে পুরো রাত আমার সাথে ওনার ডিবেট হল এই জন্য যে, উনি 'ইয়াসির কাদি'র ন্যায় বিশ্বাস করেন - ডারউইনের থিওরী অনুযায়ী আমরা ইভুলিউশানের মাধ্যমে আপগ্রেডেড হয়ে যখন প্রায় হিউম্যান লেভেল এ পৌছেছি তখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এবং পরে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এতে করে সায়েন্সের সাথে কোরানের কোন কন্ট্রাডিকশান উনি দেখছেন না।
২। এ লিখার মধ্যে অস্পষ্টভাবে হলেও স্বীকার করা হয়েছে যে সমকামীতা একটা রোগ টাইপ কিছু যা চিকিৎসার মাধ্যেমে সুস্থ্য করা যায়।
৩। দুনিয়ার একটা পারটিকুলার ইভিল এনটিটি যার মেইন টার্গেট ই হল মানুষকে প্রতারনা, দ্বিধা ও দ্বন্ধের মধ্যে পেলে 'ঈমান-হারা' করা। উপরের এক ও দুই নং এক্সাম্পলকে একসাথে এনে আমি এটা বলতে চাইছি ঐ পারটিকুলার এনটিটি - থিওরী অব ইভ্যালুশান, হোমোসেকচুয়ালিটি, নুডিটি, ওমেন ও চাইল্ড এম্পাওয়ারমেন্ট ইত্যাদি ধারনার প্রচার ও প্রসার এর মাধ্যমে পশ্চিমা দুনিয়া সহ সারা বিশ্বের অর্ডিনারী মানুষকে ঈমান হারা করার পর (ঈশ্বরে বিশ্বাস) এখন দেখা যাচ্ছে মুসলিম জনমানুষকে ও সাকসেসফুলি ঈমান হারা করতে পারছে।
৪। মুসলিম লিডারশীপ, আলেম ও ওলামারা যতক্ষন না তাদের মূল দায়িত্ব তথা বাতিলের বিরুদ্ধে নিজের জান ও মাল দিতে প্রস্তুত হবেন এবং অন্যকে আহ্বান জানাতে পারবেন - ততক্ষন এ সব বিষয় এক্সপান্ড হতেই থাকবে এবং একসময় আজকের ওয়েস্ট এর মত পত্রিকায় বিজ্ঞাপন আসবে 'ঈশ্বরে (আল্লাহে) বিশ্বাসী মসজিদের জন্য ইমাম চাই'।
৫। আমেরিকার কেন্টাকি অংগরাজ্যের ক্লার্ক কিম ডেভিস একজন মহিলা হয়ে - সমকামীতার বিরুদ্ধে একা যে ভাবে পুরো রাজ্য ও দেশ এর বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন সুপ্রিম কোর্টে আইন না 'ঈশ্বরের' আইন আমি মানছি - আমাদের নেতা ও আলেম রা কবে সেভাবে মাথা উচু করতে পারবেন তাই প্রশ্ন - বাকি কাজ জনগন করে দেবে - ইনশাল্লাহ্।
মন্তব্য করতে লগইন করুন