কওমে লুত এর পরিনতির দিকে আমরা

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৪:২৭ রাত

বছর দেড়েক আগে গত বছর এর পহেলা বৈশাখ এর পরদিন একটি পোষ্ট দিয়েছিলাম ঢাকায় প্রকাশ্যে একটি মিছিল এর প্রসঙ্গে। মিছিল টা ছিল তথাকথিত সমকামিদের অধিকার রক্ষায় মিছিল। আজকে এই জঘন্য প্রসঙ্গটি আবার উত্থাপন করতে হলো বিবিসি বাংলার একটি সংবাদ দেখে। সংবাদটি হলো বাংলাদেশে সমকামিরা আরো একটি অনুষ্ঠান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাঝে বৃটিশ কাউন্সিল মিলনায়তনে। সেখানে তথাকথিত এক নারি নেত্রি এই ঘোষনা ও দিয়েছেন যে তারা এর পরের বার প্রকাশ্য সমাবেশ করবেন।

কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতে সমকামিতার বৈধতা দেওয়া নিয়ে জেনে বা না জেনেও অনেকে ফেসবুকে তাদের প্রোফাইল ছবি কে সাতরংয়ে রাঙ্গিয়েছিলেন। গত বছর এর পর মানসিক অসুস্থ এই সমকামিরা কিছুদিন নিরব থাকলেও এই মার্কিন আদালত এর রায় কে পুঁজি করে পুনরায় সক্রিয় হচ্ছেন বলে মনে হচ্ছে। এবারও তাদের পিছনে সেই এনজিও নেতৃবৃন্দ আছেন। উদ্দেশ্য হচ্ছে সমকামিতার মত একটি অমানবিক আচরন কে ছড়িয়ে দেওয়া।

এই বারের সম্মেলনটির একটি বিশেষ দিক হচ্ছে এবার বিশেষ ভাবে সমকামিতায় আকর্ষন এর জন্য টার্গেট করা হয়েছে নারিদের কে। একটি নারি কমিক প্রকাশ করা হয়েছে যেটাতে নারিদের সমকামিতার বিষয়ে আলোচনা হবে। নারিদেরকে টার্গেট করে সমকামিতা বৃদ্ধির চেষ্টার কারনটি বিশেষ অবাক হওয়ার নয়। এর পিছনে আছে সম্পুর্ন ব্যবসায়িক মনোবৃত্তি। শারিরিক গঠন এর জন্য নারি সমকামিতায় প্রয়োজন হয় বিভিন্ন সামগ্রির। নারি সমকামিতা বৃদ্ধি এই ধরনের সামগ্রির বাজার সৃষ্টি করবে। দুঃখজনক হলেও সত্য যে ২-৩ বছর ধরেই ইন্টারনেট ও ফেসবুক ভিত্তিক এই ধরনের জিনিস বিক্রয় এর কিছু চ্যানেল এই দেশে গড়ে উঠেছে।

বিশ্বের কোন দেশেই আসলে সমকামিতাকে স্বাভাবিক মনে করা হয়না। মার্কিন আদালত এর রায়টি পর্যালোচনা করলে দেখা যায় তারা সমকামিতা কে স্বাভাবিক বলেননি কেবল মাত্র ব্যাক্তিগত পছন্দের অধিকার এর যুক্তিতে একে স্বিকৃতি দিয়েছেন। এর পক্ষে যে সেব যুক্তি দেওয়া হয় তাও খুবই হাস্যকর। বরং এটিই প্রমানিত যে দির্ঘ চিকিৎসার মাধ্যমে সমকামি ব্যাক্তিকে স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনা যায়।

সমকামিতার মত একটি মানসিক বিকৃতি কে এভাবে দেশের মধ্যে প্রচলিত হতে দিয়ে আমরা মনে হয় কওমে লুত এর পরিনতি বরন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের রক্ষা করবেন কি? যদি আমরা নিজেদের রক্ষা না করি।

বিষয়: বিবিধ

১৫৯৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340055
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৪৭
কাহাফ লিখেছেন :
বর্তমান যমানার মানুষ কওমে লুতের(আHappy পরিণতি বরণ করবে নিশ্চিত! উম্মতে মুহাম্মদী(সাHappy-র এই একটা বড় ফায়দা!
তা না হলে,চির ঘৃণিত পশুসুলভ এই মানসিক বিকৃতির কারণে আরো আগেই অনেক দেশ-জনপদ ধ্বংশ হওয়ার কথা ছিল!
কিয়ামতের আলামত হিসেবেই জঘন্য এই পাপাচারের বিস্তৃতি!
আমরা কি কিয়ামত ভয়াবহতা কে জয় করে ফেলেছি???
(প্রতিরোধে অক্ষম ও দুর্বল ঈমানের যুক্তি একথামালা!)
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৯
281472
আয়নাশাহ লিখেছেন : এটা "পশুসুলভ' আচরণ না, পশুও এরকম কাজ করেনা। এই কাজ যারা করে তারা পশুর চাইতেও অধম।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২২
281478
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ। আয়নাশাহ ভাই এর সাথে একমত। পশুদের মধ্যে এই আচরন স্বাভাবিকভাবে দেখা যায়না। ক্যাপটিভ বা খাঁচাবদ্ধ পশুদের এই আচরনে বাধ্য করে একে প্রমান হিসাবে দেখানর অপচেষ্টা করা হয়।
340062
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১১
আয়নাশাহ লিখেছেন : সময়োপযোগী পোস্ট। ধন্যবাদ।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৩
281479
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
340069
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৭
নাবিক লিখেছেন : শক্ত হাতে এখনি এদের রুখে না দিলে, পরিণতি ভয়াবহই হবে।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৩
281480
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই জন্য আমাদের সচেতন এবং কঠোর প্রতিরোধ করতে হবে।
340071
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নানা ভাই (ফেসবুক হতে)ঃ
August 7 at 11:05pm · Edited ·

বিলিভ ইট অর নট, বাংলাদেশে সমকাম এবং সমকামীদের প্রমোট করা হচ্ছে খুব জোরেশোরে। আর একাজে সবচেয়ে বড় ডোনার ও পৃষ্ঠপোষক হচ্ছে গোলাম আহমদ টিটু যে শেখ কামাল এর শ্যালক তথা সুলতানা কামাল এর ভাই। বছর পঞ্চাশের গোলাম আহমদ টিটু নিজেও একজন সমকামী, মেয়েলী চালচলনের জন্য নিজ এলাকায় সে হাফলেডীস নামে পরিচিত। ঢাকার শাহজাহানপুরে তার বাড়ি আছে। যাত্রাবাড়ির অনতিদূরে ডেমরা রোডে কাজলা নামক স্থানে অবৈধভাবে দখল করা জায়গায় তার বিশাল এক বাগানবাড়ি আছে যেখানে ৫০-৬০টি বিদেশী জাতের গরু নিয়ে একটি খামার তৈরি করা হয়েছে। এই টিটু ৯৯, কাকরাইলে অবস্থিত "বন্ধু" নামক একটি এনজিও এর পৃষ্ঠপোষক যে এনজিওটি এইডস প্রতিরোধের নামে সমকামীদের মাঝে কনডম বিতরণ করে এবং তাদেরকে সমকামীতার ব্যাপারে উত্‍সাহিত করে থাকে। মোচমিজান আর সুলতানা কামালদের বন্ধুর বিভিন্ন কর্মসূচীতে প্রায়ই দেখা যায়। এনজিওতে কাজ করার সুবাদে এদের অনেক অপকর্ম কাছ হতে প্রত্যক্ষ করেছি।
সমকামীতার মত জঘন্য পাপাচার বন্ধে কঠোর সামাজিক প্রতিরোধ জরুরী। নাহয় আমাদেরও হয়তো কওমে লূত এর পরিণতি ভোগ করতে হবে।
আল্লাহ আমাদের হেফাজত করুন।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৬
281481
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই এনজিও নামধারি ব্যবসায়িরা দেশের নৈতিক ও সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে। সরকারের পৃষ্টপোষকতা থাকায় আরো বেড়ে গেছে এখন। কঠোর প্রতিরোধ এখনি না করলে এরা দেশের পরিবেশ ধ্বংস করে দিবে।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৬
281570
আবু জান্নাত লিখেছেন : চমৎকার তথ্য দিলেন ওয়াহিদ ভাই, ধন্যবাদ।
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১০
281729
ইবনে হাসেম লিখেছেন : ওয়াহিদ ভাইর তথ্যসমৃদ্ধ মন্তব্যটি আমাদের অনেকের চোখ খুলে দিয়েছে। ওয়াহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ
340077
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
মাজহারুল ইসলাম লিখেছেন : নিজেরা রক্ষা পেতে হলে আগে ঐ সমস্ত এনজিও কে এই দেশ ছাড়া করতে হবে যারা এইসব অপকর্মের পিছনে লেগে আছে।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৬
281482
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত আপনার সাথে। কঠোর প্রতিরোধ প্রয়োজন।
340095
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ । এই ব্যাপারে আমরা বল্গাররা লেখালেখি , সেমিনার ,মিছিল ও মানববন্ধনের মাধ্যমে সাধারন জনগনদের সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার জন্য উদ্বূুদ করতে পারি। উল্লেখ্য সাধারন জনগন এই ব্যাপারে সচেতন নয় ।
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪২
281497
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম।
সঠিক পরামর্শ দিয়েছেন। মানুষকে সতর্ক ও সচেতন করা আমাদের দায়িত্ব।
340145
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিই আমরা এক ভয়াবহ পরিনতির দিকে ধাবিত হচ্ছি।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
281544
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের কে কঠোর ভাবে প্রতিহত করা না হলে আমাদের পরিনতি তাই হবে।
340185
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৪
281569
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!!
340199
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
আবু জান্নাত লিখেছেন : এদের নেতা নেত্রীদের চিহ্নিত করে, কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ আগাছাকে বেশি বাড়তে দিলে ফসলের ক্ষতি হয়, এক সময় ফসলও মরে যায়। তাই সময় থাকতে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৮
281574
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
এদেরকে এখনই প্রতিরোধ না করলে এরা সমাজ পুরাপুরি ধ্বংস করে দেবে। কাজটা কঠিন কারন সরকার এদের পক্ষে।
১০
340236
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

পশ্চিমাদের অনুসরণ করতে করতে একেবারে পতনের শেষ প্রান্তে এসে ঠেকেছে পরিস্থিতি! জাহান্নামের গর্তের কিনারায় থাকা এই জাতির সংষ্কার ও সংশোধনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই হেন কর্মের প্রতিবাদ ও বাধা দেয়া উচিত!

শুকরিয়া বিষয়টি নিয়ে কলম ধরার জন্য! জাযাকাল্লাহ খাইর! Good Luck
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২১
281676
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম।
আমরা অনৈতিক ক্ষেত্রগুলিতেই তাদের অনুকরন করতে উৎসাহি। সরকারি সহায়তায় তারা আরো বৃদ্ধি পাচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৪
282776
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম! যথার্থই বলেছেন।

“Allah's Messenger (sal Allahu alaihi wa sallam) said: 'You will indeed follow the ways of those before you, hand span by hand span, and an arms length after another. Even if they enter into a lizard’s hole, you will follow them.’ We (the Sahaba) asked, ‘Is it the Jews and the Christians?’ He replied, ‘Who else!’” [Bukhari]
১১
340300
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া আপনার লিখাটা পড়ে ভাষা হারিয়ে পেলেছি, ৯০% মুসলিমের দেশে এগুলো কি চলতেছে? মুসলিমদের ইমান কি কখনো আর জেগে উঠবেনা ??
ধন্যবাদ আপনাকে
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
281815
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম।
এখন এই দেশের সরকারে ছত্রছায়ায় তারা এই কাজ করছে। আর মুসলিম শুধু নামেই রয়েছে।
১২
340323
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
ইবনে হাসেম লিখেছেন : রিদওয়ান ভাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই এমন একটি জঘন্য, নাজুক বিষয়ে কলম ধরেছেন দেশের চিন্তাশীল ও খোদাভীরু মানুষদের সচেতন করতে আপনার ভূমিকা খুবই মূল্যবান। জাযাকাল্লাহু খাইরান।
আমাদেরকে লুত (আঃ) এর জাতির পরিণতি বরণ করার আগেই গা ঝাড়া দিয়ে উঠতে হবে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
281816
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ। কঠোরভাবে এদের প্রতিরোধ না করলে সমস্যা বৃদ্ধি পাবে আরো।
১৩
340685
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম!
আমরা আল্লাহর কাছে এই গযব থেকে পানাহ চাই! আমীন
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
282105
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসালাম। আমিন।
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
১৪
340686
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : রিমাইন্ডারঃ একটি অনুরোধ- আহমেদ ছফাকে নিয়ে পোষ্ট!
বিঃদ্রঃ অফটপিক।
জাজাকাল্লাহ ভাইয়া
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
282106
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথ্য সংগ্রহ করছি। দোয়া করবেন।
১৫
340706
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৬
আবু জারীর লিখেছেন : আগামী বছর থেকে তারা কাজটি প্রকাশ্যে করার যে ঘোষণা দেয়নি সেটাইতো রক্ষে। কারণ তাদের স্বপক্ষের সরকার তাদের যেকোন দাবী মানতে বদ্ধপরিকর।
ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৭
282119
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘোষনা দেয়নি বলে করবেনা বলা যায়না। কারন সরকারের পূর্ন সমর্থন তাদের পিছনে।
১৬
340871
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : এই জঘন্য এবং ঘৃনিত কাজটি থেকে জাতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে, সচেতন করতে হবে জাতিকে।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
282374
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ। এখুনি কঠোর প্রতিরোধ ও সচেতনতা প্রয়োজন।
১৭
341020
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৩৯
হতভাগা লিখেছেন : মূলত, বিয়ে করা এবং তা মেইনটেইন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে । অপর দিকে ব্যভিচার হয়ে পড়ছে সহজ লভ্য এবং সহজ লভ্য জিনিসে এক সময়ে এক ঘেয়ে লেগে যাবার ফলে মানুষের মধ্যে রুচির পরিবর্তনের একটা তাগাদা এসেই যায় ।

তবে , আল্লাহ তার বান্দাদের ঠিকই রক্ষা করবেন যেমনটা করেছিলেন লুত(আঃ) এর সময়েও।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
282476
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ব্যাভিচার তো সরকারি সহায়তায় ছড়ান হচ্ছে।
১৮
341256
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ১ লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে সমকামী এবং হিজড়ারা (হিজড়াদেরকেও যৌনকাজে ব্যবহার করে একশ্রেণীর বিকৃতমনা)কনডম নিয়ে র‌্যালী বের করে মানিক মিয়া এভিনিউ হতে, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
282705
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা জানতাম না। হিজড়াদের ও এখন বিশেষ চিতিৎসার মাধ্যমে সুস্থ করে তুলা সম্ভব।
১৯
341384
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪৬
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
১। বাংলাদেশের একটি অন্যতম ইসলামিক রাজনৈতিক দলের লিডার - যিনি পিএইচডি করছেন - মাসখানেক আগে পুরো রাত আমার সাথে ওনার ডিবেট হল এই জন্য যে, উনি 'ইয়াসির কাদি'র ন্যায় বিশ্বাস করেন - ডারউইনের থিওরী অনুযায়ী আমরা ইভুলিউশানের মাধ্যমে আপগ্রেডেড হয়ে যখন প্রায় হিউম্যান লেভেল এ পৌছেছি তখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এবং পরে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এতে করে সায়েন্সের সাথে কোরানের কোন কন্ট্রাডিকশান উনি দেখছেন না।

২। এ লিখার মধ্যে অস্পষ্টভাবে হলেও স্বীকার করা হয়েছে যে সমকামীতা একটা রোগ টাইপ কিছু যা চিকিৎসার মাধ্যেমে সুস্থ্য করা যায়।

৩। দুনিয়ার একটা পারটিকুলার ইভিল এনটিটি যার মেইন টার্গেট ই হল মানুষকে প্রতারনা, দ্বিধা ও দ্বন্ধের মধ্যে পেলে 'ঈমান-হারা' করা। উপরের এক ও দুই নং এক্সাম্পলকে একসাথে এনে আমি এটা বলতে চাইছি ঐ পারটিকুলার এনটিটি - থিওরী অব ইভ্যালুশান, হোমোসেকচুয়ালিটি, নুডিটি, ওমেন ও চাইল্ড এম্পাওয়ারমেন্ট ইত্যাদি ধারনার প্রচার ও প্রসার এর মাধ্যমে পশ্চিমা দুনিয়া সহ সারা বিশ্বের অর্ডিনারী মানুষকে ঈমান হারা করার পর (ঈশ্বরে বিশ্বাস) এখন দেখা যাচ্ছে মুসলিম জনমানুষকে ও সাকসেসফুলি ঈমান হারা করতে পারছে।

৪। মুসলিম লিডারশীপ, আলেম ও ওলামারা যতক্ষন না তাদের মূল দায়িত্ব তথা বাতিলের বিরুদ্ধে নিজের জান ও মাল দিতে প্রস্তুত হবেন এবং অন্যকে আহ্বান জানাতে পারবেন - ততক্ষন এ সব বিষয় এক্সপান্ড হতেই থাকবে এবং একসময় আজকের ওয়েস্ট এর মত পত্রিকায় বিজ্ঞাপন আসবে 'ঈশ্বরে (আল্লাহে) বিশ্বাসী মসজিদের জন্য ইমাম চাই'।

৫। আমেরিকার কেন্টাকি অংগরাজ্যের ক্লার্ক কিম ডেভিস একজন মহিলা হয়ে - সমকামীতার বিরুদ্ধে একা যে ভাবে পুরো রাজ্য ও দেশ এর বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন সুপ্রিম কোর্টে আইন না 'ঈশ্বরের' আইন আমি মানছি - আমাদের নেতা ও আলেম রা কবে সেভাবে মাথা উচু করতে পারবেন তাই প্রশ্ন - বাকি কাজ জনগন করে দেবে - ইনশাল্লাহ্‌।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৮
282783
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিষয়টা শুধু আলেম দের মধ্যে সিমাবদ্ধ নয়। সবাইকে সচেতন করতে হবে। সেভাবেই প্রতিরোধ করতে হবে।
২০
341486
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০১
বিনীত তারেকুল ইসলাম লিখেছেন : জোরালো মন্তব্য হয়েছে কিন্তু। আরো বিস্তারিত করা দরকার ছিল, যেহেতু অনেকে সমকামীদের ব্যাপারে বৈজ্ঞানিক বিচার-আচারগুলো জানতে চায়। সেইদিকে আলোকপাত করলে ভালো হতো।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৩
282909
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। বৈজ্ঞানিক বিশ্লেষনগুলি কোন ডাক্তার বা সাইকোলজিষ্ট ভাই আরো ভাল ভাবে করতে পারবেন মনে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File