হিজল বনের কবি গোলাম মোহাম্মদ।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২১ আগস্ট, ২০১৫, ১০:৩৪:৫০ রাত

"হিজল বনে পালিয়ে গেছে পাখি

যতই তারে করুন সুরে ডাকি

দেয়না সারা নিরব গহিন বন

বাতাসে তার ব্যাথার গুঞ্জরন"

স্কুলের কোন এক অনুষ্ঠানে বিনা মিউজিকে গানটি শুনে যাকে বলে স্টানড হয়ে গিয়েছিলাম। এত গভির হৃদয় এর গান অথচ সম্পুর্ন আধুনিক কিন্তু সাধারন অশ্লিলতা মুক্ত! পরে অনেক কষ্টে এক জায়গা থেকে টেপ রেকর্ডে রেকর্ড করে আনি গানটি শিল্পি সাইফুল্লাহ মনসুর এর কন্ঠে। তখন অতি কষ্টসাধ্য কাজ। মুখস্ত হয়েগিয়েছিল গানটি তখনই। আমি গায়ক নই কিন্তু গানটি শিখিয়ে বিএনসিসির এক অনুষ্ঠানে আরেকজন দিয়ে গাইয়েছিলাম। বেশ কয়েকবছর পর একদিন ঢাকায় এক অনুষ্ঠানে দেখেছিলাম সেই গানটির গিতিকার কে। সেটাই তার সাথে একমাত্র দেখা। কিন্তু সল্পভাষি মানুষটি অল্পতেই ঘনিষ্ট হয়েছিলেন।

এই সুন্দর গানটির রচয়িতা ছিলেন কবি,গিতিকার এবং শিল্পি গোলাম মোহাম্মদ। মাগুরায় জন্ম নেওয়া কবি গোলাম মোহাম্মদ এর শৈশব কেটেছে মধুমতির পারে। গ্রামিন পরিবেশ তাকে দিয়েছে শিল্পির অন্তর। রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে চাকরি নিয়ে আসেন ঢাকা। হয়ে যান ঢাকাবাসি। প্রথমে শিক্ষকতার চাকরি করলেও পরে নিজ উদ্যোগে গড়ে তুলেন ডিজাইন সেন্টার "শিল্পকোন"। কিন্তু কবি গোলাম মোহাম্মদ ব্যবাসায়ি হয়ে উঠতে পারেননি। তাই চিরজিবন ই তার কেটেছে অনটনে। কিন্তু তার মধ্যেও থেমে থাকেনি তার সৃষ্টি শিল্প। আশির দশকে বাংলাকবিতাকে নাস্তিক্যবাদের হাত থেকে উদ্ধার করে বিশ্বাস আর প্রকৃতির মাঝে যারা ফিরিয়ে নিয়েছিলেন তাদের এক অগ্রগামি কবি ছিলেন তিনি।

গোলাম মোহাম্মদ এর কবিতায় শব্দ ব্যবহার সম্পর্কে অধ্যাপক আবদুল মান্নান সৈয়দ এর মতে তিনি ছিলেন ঐতিহ্যবাদি। আমাদের ঐতিহ্য সংলগ্ন শব্দগুলিকে তিনি কবিতায় ব্যবহার করেছেন। সেই সঙ্গে দেশজ গ্রামিন শব্দগুলিও নিপুন প্রয়োগ করেছেন তিনি। আরেক সমালোচক এর মতে গোলাম মোহাম্মদ এর কবিতা ছিল "রোমান্টিক আবহে আধ্যাত্মিক জারক রসে সিঞ্চিত ভিন্ন স্বাদের অতি সুখ পাঠ্য"। "একজন সিরাজ যদি আঁধারে লুকায়" এর মত বিপ্লবি কিন্তু শ্লোগান বিহিন কবিতা লিখার মত কবি বাংলাভাষায় অনেক কম। তার প্রায় কবিতা ও গানে পাখি এসেছে। নিজেও তিনি পরিচিত হয়ে উঠেছিলেন হিজল বনের পাখি বলে। তার উল্লেখযোগ্য প্রকাশনাগুলির মধ্যে রয়েছে।

১. অদৃশ্যের চিল। (১৯৯৭)।

২. ফিরে চলা এক নদি। (১৯৯৮)।

৩. হিজল বনের পাখি। (১৯৯১)।

৪. ঘাষফুল বেদনা। (২০০০)।

৫. ছড়ায় ছড়ায় সুরের মিনার। (২০০১)।

৬. হে সূদুর হে নৈকট্য। (২০০২)।

৭. নানুর বাড়ি। (২০০২)।

এছাড়া অধ্যাপক আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত গোলাম মুহাম্মদ রচনাসমগ্র প্রকাশিত হয়েছে ২০০৫ সালে।



২০০২ সালের ২২ এ আগষ্ট ৪৩ বছর বয়সে এই পৃথিবি ছেড়ে চলে যান নিসর্গপ্রেমিক এই কবি। আজকে তার ১৩ তম মৃত্যুবার্ষিকি। সবাই আমরা তার রুহ এর মাগফিরাত এর জন্য দোওয়া করি।

বিষয়: বিবিধ

১৭২৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337389
২১ আগস্ট ২০১৫ রাত ১০:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার অন্যতম প্রিয় কবি। ঈমানদার কবিদের নিয়ে আজ কেউ কলম ধরে না। সমাজ-রাষ্ট্রে তারা যেন বড়ই অসহায়,কবিকে নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ..
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২০
279116
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
তার মতের ঘোর বিরোধিকেও দেখেছি হিজল বনের পাখি গুনগুন করতে।
337397
২১ আগস্ট ২০১৫ রাত ১১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ একজন কবি সম্পর্কে অজানা বিষয় জানাবার জন্য।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২০
279117
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন্তব্যটির জন্য।
337417
২২ আগস্ট ২০১৫ রাত ১২:৪২
ফাতেমা চৌধুরী আমেরিকা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২০
279118
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
337428
২২ আগস্ট ২০১৫ রাত ০৪:১৯
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি গোলাম মোহাম্মদকে নিয়ে আপনার স্মৃতি চারণের জন্য। আমি স্বল্প কিছুদিনের জন্য হলেও তাঁকে কাছে পেয়েছিলাম। ঢাকায় তাঁর পরিচালিত মাসিক একটি সাহিত্যসভায় কয়েকবার যোগ দেবার সুযোগ হয়েছিল। তিনি অাবার তৎকালের আগারগাঁও এলাকার আমার দায়িত্বশীল ভাইয়ের ছোট ভগ্নীপতি। তাঁর কবি প্রতিভার তূলনা হয়না। তার অকাল মৃত্যুতে তাঁর স্মরণে তখন আমার একটি লিখা তখন সংগ্রামের পাতা অলংকৃত করেছিল। সত্যিই ছোটখাট মানুষটিকে তাঁর জীবদ্দশায় যতটুকু না জেনেছিলাম, তাঁর মৃত্যুর পরেই মনে হয় তাঁকে সম্মকভাবে জানা হয়েছিল। তাঁর স্মরণে আয়োযিত বেশ কয়টি স্মরণসভায় যোগ দেবার সুযোগ হয়েছিল যার একটির প্রধান বক্তা ছিলেন মরহুম অধ্যাপক গোলাম আযম। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২২
279119
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম।
আপনার অভিজ্ঞতার কথাও লিখুন। আমি কেবল একবার দেখেছি তাকে। কিন্তু তার সমসাময়িকদের কাছে তার সম্পর্কে এত শুনেছি যে খুবই পরিচিত মনে হয়েছে তাকে। তার লিখা সম্পাদনা করেছেন আবদুল মান্নান সৈয়দ। কতটা উন্নত মানের লিখা তার বুঝার জন্য এই যথেষ্ট।
২২ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৮
279247
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম দাদা ভাই কেমন আছেন?
অনেকদিন পর দেখলাম আপনাকে।
নিচের লিখাটা একটু পড়ুন।
জাজাকাল্লাহ
http://www.alkawsar.com/article/197
337433
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:১২
কাহাফ লিখেছেন :
পথহারা মানুষ কে বিশ্বাসের আবহে ভাসিতে নিতে যে কয়জন মহাপ্রাণের নিরলস প্রয়াস,কবি গোলাম মুহাম্মদ অন্যতম!
আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামে আসীন করুন,আমিন!!
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২৩
279120
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
337438
২২ আগস্ট ২০১৫ সকাল ০৭:১১
শেখের পোলা লিখেছেন : আল্লাহ তাঁকে জান্নাত দান করুন৷
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
279121
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
অনেক ধন্যবাদ।
337449
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:১৩
নাবিক লিখেছেন : কবি সম্পর্কে জেনে ভালো লাগলো, শুকরিয়া।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
279122
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
337500
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৯
আফরা লিখেছেন : আমি উনার নাম ও শুনি নাই । আপনার লিখা পড়ে যতটুকু জানলাম খুবই ভাল লাগল । ধন্যবাদ ভাইয়া ।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
279174
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার মত অনেকের নামই আমরা শুনিনা। কিন্তু উনাদের অবদান আছে আমাদের ভাষা ও সাহিত্যে। নাম না শুনলেও উনার লিখা গান হয়তোবা শুনে থাকতে পারেন। উনার লিখা পড়ুন।
337551
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৭
জোনাকি লিখেছেন : খুব ভাললাগলো।
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
279212
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
১০
337599
২২ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
আওণ রাহ'বার লিখেছেন : বেশ ভালোলাগলো কবিকে নিয়ে লেখাটি। জাজাকাল্লাহ ভাইয়া।
২২ আগস্ট ২০১৫ রাত ১১:০১
279272
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আমার আগের পোষ্টটা দেখুন।
১১
338401
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:০২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ উনাকে বেহেশতে উচ্চমর্যাদা দান করুন। আমিন।
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৩
279891
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমীন।
ধন্যবাদ আপনাকেও।
১২
340622
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : 'হিজল বনে পালিয়ে গেছে পাখি...' -গানটি শোনার পরই হৃদয়ে গেঁথে গেল। সাধারণতঃ গায়কের চেয়ে গীতিকারকে খুঁজতে চেষ্টা করি আমি। গোলাম আহমদ ভাই সম্পর্কে একটি লেখা পড়ি। হৃদয়টা ছুটে গেল তার প্রতি, শ্রদ্ধা আর ভালবাসায়। দেখিনি কোনদিন কিন্তু মাঝে মাঝে মনে হয় আর মনে মনে দো'আ হয়।
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০০
282041
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
282046
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : দুঃখিত, গোলাম মোহাম্মদ ভাইয়ের নাম লিখতে গিয়ে বেখেয়ালে 'আহমদ' লিখে ফেলেছি। ব্যস্ততার মধ্যে মন্তব্য ছিল। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File