স্বাধিনতা জরুরি , অতি জাতিয়তাবাদ ক্ষতিকর।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৭ মার্চ, ২০১৫, ১২:২৩:৩৭ রাত

চট্টগ্রাম এর পলোগ্রাউন্ড মাঠে চলছে বানিজ্য মেলা। বিভিন্ন দেশ থাইল্যান্ড,ইরান,পাকিস্তান,হংকং এর স্থানিয় এজেন্ট রা সেই দেশগুলির নামে প্যাভিলিয়ন দিয়েছেন। কিছু বিদেশি ব্যবসায়ি ও এসেছেন। পাকিস্তান এর প্যাভিলিয়নটা আজকে দেখলাম খুবই জমজমাট! কারন মেলায় যে কয়টি বিদেশি ষ্টল আছে তার মধ্যে পাকিস্তানি স্টল টা নারিদের বেশি প্রিয়। কারন পাকিস্তানি ষ্টল এর প্রধান পন্য হচ্ছে পাকিস্তানি কাপড় এবং শিয়ালকোটে তৈরি ষ্টেইনলেস ষ্টিল এর তৈজসপত্র। সেই সঙ্গে পাকিস্তানি একজন বাবুর্চির স্টল। মেলায় বাংলাদেশি মালিকানাধিন ষ্টলগুলি যেখানে দর্শনার্থিদের পকেট কাটছে সেখানে দাম বেশি হয়েও সেই ষ্টলে ভিড়। কারন একটাই উন্নত মশলা এবং বাসমতি চাল এর রান্না!

সকালেই চোখে পড়েছিল একটি তথাকথিত জাতিয় দৈনিক এর শিরোনাম। "পাকিস্তান একটি ব্যার্থ রাষ্ট্র"। এই মিডিয়াগুলি ২০০৬ পর্যন্ত বাংলাদেশ কেও ব্যার্থ রাষ্ট্র দাবি করেছিল। কিছু অদ্ভূত পরিস্ংখ্যান দিয়ে এটা প্রমান করার চেষ্টা করছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক এগিয়ে। কিন্তু পাকিস্তানি প্যাভিলিয়ন এ দর্শক এর উপস্থিতি এবং এর কারন যদিও সেই হিসাব কে অনেকটাই ভুল প্রমান করছিল।

এটা অবশ্যই সঠিক যে ১৯৭১ পরবর্তি বাংলাদেশের উন্নয়ন এর হার তার পূর্ববর্তি হার এর তুলনায় অনেক বেশি। একটি স্বাধিন দেশের জন্য এটা হওয়াই স্বাভাবিক।কিন্তু নিজেদের উন্নত প্রমানে অন্য কাউকে নিচু দেখানর প্রয়োজন পড়েনা। সার্বিক উন্নয়ন ই যথেষ্ট। যে পাকিস্তান কে ব্যার্থ রাষ্ট্র দাবি করা হচ্ছে একেরপর এক সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক বিরোধ সত্বেও তারা প্রযুক্তি এবং শিল্পের দিকে অনেক এগিয়ে গেছে এমনকি ভারত থেকেও।

শত বাধা সত্বেয় বাংলাদেশ উন্নয়ন করেছে এবং করবে। কিন্তু এই জন্য যদি মিথ্যা তুলনা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তা উন্নয়ন কেই বাধাগ্রস্ত করবে।

পাদটিকা:- ভারত বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে হেরেছে তাই স্বাধিনতা দিবসে পরম বন্ধু(!) ভারতের পরাজয়ে আনন্দ মিছিল হয়েছে বাংলাদেশে। আন্তর্জাতিক রাজনিতি স্থায়ি শত্রু মিত্র রাখেনা বর্তমান অবস্থায়।

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311281
২৭ মার্চ ২০১৫ রাত ১২:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যুক্তি আছে তবে পাকিস্তান শব্দের কারনে অনেকের হজম হবেনা!
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:২৪
252418
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য যদি সহ্য করতে কষ্ট হয় তাহলে আমরা চিরকাল মিথ্যার মধ্যেই থাকব!
311290
২৭ মার্চ ২০১৫ রাত ০১:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সবুজ ভাইয়া।
Good Luck Good Luck Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
যথাযথ বিশ্লেষণ। আমাদের দেশের মিডিয়াগুলোর মিথ্যাচার আর কতদিন এভাবে চলবে। Cook Cook Cook Cook Cook Give Up Give Up Give Up Give Up
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:২৫
252419
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম
দেশের সমস্যাগুলিকে আড়াল করার জন্যই এই আবেগপ্রবন মিথ্যা প্রচারনা।
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
252438
সাদিয়া মুকিম লিখেছেন : আমি আপনাকে সবসময় প্রবাসী ভেবেছিSurprised ! দুঃখিতCrying ! আপনজনদের সাথে আছেন জেনে আনন্দিত হলামAngel ! আপনার পরিবার পরিজনদের জন্য সালাম ও শুভকামনা রইলোGood Luck Praying !
311291
২৭ মার্চ ২০১৫ রাত ০১:৫৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আপনি কি দেশে?

শত বাধা সত্বেয় বাংলাদেশ উন্নয়ন করেছে এবং করবে। কিন্তু এই জন্য যদি মিথ্যা তুলনা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তা উন্নয়ন কেই বাধাগ্রস্ত করবে। সহমত!

শুকরিয়া ভাইয়া! Good Luck
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:২৬
252420
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম
আমি তো দেশেই আছি!! প্রবাসি হই নাই কখনো।
ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
252439
সাদিয়া মুকিম লিখেছেন : আমি আপনাকে সবসময় প্রবাসী ভেবেছিSurprised ! দুঃখিতCrying ! আপনজনদের সাথে আছেন জেনে আনন্দিত হলামAngel ! আপনার পরিবার পরিজনদের জন্য সালাম ও শুভকামনা রইলোGood Luck Praying
২৮ মার্চ ২০১৫ রাত ১২:০৭
252464
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি প্রবাসি না হলেও কর্মউপলক্ষে কয়েকটি দেশ ভ্রমন করেছি। তাই লিখা পড়ে হয়তো এই ভুল হয়েে গিয়েছে!!
আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা।
311298
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন। আমাদের কথা কি বলব, শুধু পাকিস্তান নয়, আম্রাতো প্রায় দেখি ভারত কেও ছাড়িয়ে যাই!!!! খালি কলসী বাজে বেশি, বুঝলেন কিছু?

পাকিস্তান নামটাতেই রয়েছে একটা নাক ছিটকানো ভাব, তাই তারা ভাল করুক কিংবা মন্দ করুক, স্বভাবসুলভ নাক ছিটকানো যে হবে!
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:২৭
252421
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা ছাড়িয়ে যেতে চাই ঠিক আছে। কিন্তু মিথ্যায় বিশ্বাস করে কখনও এগিয়ে যাওয়া যায়না।
311327
২৭ মার্চ ২০১৫ সকাল ১১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অপ্রিয় হলেও সত্য-
বাংলাদেশে সকল সুগার মিল পাকিস্তান আমলে তৈরি (দু/একটি বৃটিশ আমলে)। জুট মিল, গ্যাস ফিল্ড, সার কারখানার অধিকাংশই পাকিস্তান পিরিয়ডের।

দেশের সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ,প্রকৌশলী কলেজ পাকিস্তান সময়কার।

চাইলেও কি এই সত্যগুলি আমরা অস্বীকার করতে পারবো?
২৮ মার্চ ২০১৫ রাত ১২:০৪
252461
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সত্যগুলি লুকিয়ে রাখার জন্যই তথাকথিত চেতনার এত রমরমা!!!
বাংলাদেশ আমলে যে শিল্পন্নোয়ন হয়েছে তার পুর্ন কৃতিত্ব বেসরকারি খাতের। সরকার বরং তার শিল্পঅবান্ধব পলিসি দিয়ে পদে পদে বাধার সৃষ্টি করেছে ও করছে।
311333
২৭ মার্চ ২০১৫ দুপুর ০২:০১
আফরা লিখেছেন : ভাইয়া আপনি তো রাজাকার হয়ে গেলেন !

তবে ভাইয়া আপনার পর্যালোচনা খুব ভাল হয়েছে আর
শত বাধা সত্বেয় বাংলাদেশ উন্নয়ন করেছে এবং করবে। কিন্তু এই জন্য যদি মিথ্যা তুলনা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তা উন্নয়ন কেই বাধাগ্রস্ত করবে।
১০০% একমত ।

ধন্যবাদ ভাইয়া ।
২৮ মার্চ ২০১৫ রাত ১২:০৫
252462
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাই হই সত্যবাদি কিনা সেটা বলুন!!!
২৮ মার্চ ২০১৫ রাত ০২:৪২
252474
আফরা লিখেছেন : যা বলেছেন তাতো সত্যই বলেছেন আমি অবশ্যই সত্যবাদী ভাইয়া ।
311353
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
অষ্টপ্রহর লিখেছেন : অনেক সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ নিবেন।
২৮ মার্চ ২০১৫ রাত ১২:০৫
252463
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
312395
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৩
egypt12 লিখেছেন : অতি জাতীয়তাবাদ আমাদের মুসলিম বিশ্ব থেকে দুরে নিয়ে যাচ্ছে। ফলে বিশ্বমঞ্চে আমরা একা হয়ে যাচ্ছি।
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৩
253440
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাতিপ্রেম ছুটিয়াছে মৃত্যুর সন্ধানে
বাহি স্বার্থতরি গুপ্ত পর্বত এর পানে।
- রবিন্দ্রনাথ!
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৩
253482
egypt12 লিখেছেন : যথার্থ Tongue
313795
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৪২
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২৮
254998
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Love Struck Love Struck Love Struck Good Luck ধন্যবাদ!!!
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২৮
254999
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Love Struck Love Struck Love Struck Good Luck ধন্যবাদ!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File