স্বাধিনতা জরুরি , অতি জাতিয়তাবাদ ক্ষতিকর।
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৭ মার্চ, ২০১৫, ১২:২৩:৩৭ রাত
চট্টগ্রাম এর পলোগ্রাউন্ড মাঠে চলছে বানিজ্য মেলা। বিভিন্ন দেশ থাইল্যান্ড,ইরান,পাকিস্তান,হংকং এর স্থানিয় এজেন্ট রা সেই দেশগুলির নামে প্যাভিলিয়ন দিয়েছেন। কিছু বিদেশি ব্যবসায়ি ও এসেছেন। পাকিস্তান এর প্যাভিলিয়নটা আজকে দেখলাম খুবই জমজমাট! কারন মেলায় যে কয়টি বিদেশি ষ্টল আছে তার মধ্যে পাকিস্তানি স্টল টা নারিদের বেশি প্রিয়। কারন পাকিস্তানি ষ্টল এর প্রধান পন্য হচ্ছে পাকিস্তানি কাপড় এবং শিয়ালকোটে তৈরি ষ্টেইনলেস ষ্টিল এর তৈজসপত্র। সেই সঙ্গে পাকিস্তানি একজন বাবুর্চির স্টল। মেলায় বাংলাদেশি মালিকানাধিন ষ্টলগুলি যেখানে দর্শনার্থিদের পকেট কাটছে সেখানে দাম বেশি হয়েও সেই ষ্টলে ভিড়। কারন একটাই উন্নত মশলা এবং বাসমতি চাল এর রান্না!
সকালেই চোখে পড়েছিল একটি তথাকথিত জাতিয় দৈনিক এর শিরোনাম। "পাকিস্তান একটি ব্যার্থ রাষ্ট্র"। এই মিডিয়াগুলি ২০০৬ পর্যন্ত বাংলাদেশ কেও ব্যার্থ রাষ্ট্র দাবি করেছিল। কিছু অদ্ভূত পরিস্ংখ্যান দিয়ে এটা প্রমান করার চেষ্টা করছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক এগিয়ে। কিন্তু পাকিস্তানি প্যাভিলিয়ন এ দর্শক এর উপস্থিতি এবং এর কারন যদিও সেই হিসাব কে অনেকটাই ভুল প্রমান করছিল।
এটা অবশ্যই সঠিক যে ১৯৭১ পরবর্তি বাংলাদেশের উন্নয়ন এর হার তার পূর্ববর্তি হার এর তুলনায় অনেক বেশি। একটি স্বাধিন দেশের জন্য এটা হওয়াই স্বাভাবিক।কিন্তু নিজেদের উন্নত প্রমানে অন্য কাউকে নিচু দেখানর প্রয়োজন পড়েনা। সার্বিক উন্নয়ন ই যথেষ্ট। যে পাকিস্তান কে ব্যার্থ রাষ্ট্র দাবি করা হচ্ছে একেরপর এক সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক বিরোধ সত্বেও তারা প্রযুক্তি এবং শিল্পের দিকে অনেক এগিয়ে গেছে এমনকি ভারত থেকেও।
শত বাধা সত্বেয় বাংলাদেশ উন্নয়ন করেছে এবং করবে। কিন্তু এই জন্য যদি মিথ্যা তুলনা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তা উন্নয়ন কেই বাধাগ্রস্ত করবে।
পাদটিকা:- ভারত বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে হেরেছে তাই স্বাধিনতা দিবসে পরম বন্ধু(!) ভারতের পরাজয়ে আনন্দ মিছিল হয়েছে বাংলাদেশে। আন্তর্জাতিক রাজনিতি স্থায়ি শত্রু মিত্র রাখেনা বর্তমান অবস্থায়।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথাযথ বিশ্লেষণ। আমাদের দেশের মিডিয়াগুলোর মিথ্যাচার আর কতদিন এভাবে চলবে।
দেশের সমস্যাগুলিকে আড়াল করার জন্যই এই আবেগপ্রবন মিথ্যা প্রচারনা।
আপনি কি দেশে?
শত বাধা সত্বেয় বাংলাদেশ উন্নয়ন করেছে এবং করবে। কিন্তু এই জন্য যদি মিথ্যা তুলনা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তা উন্নয়ন কেই বাধাগ্রস্ত করবে। সহমত!
শুকরিয়া ভাইয়া!
আমি তো দেশেই আছি!! প্রবাসি হই নাই কখনো।
ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা।
পাকিস্তান নামটাতেই রয়েছে একটা নাক ছিটকানো ভাব, তাই তারা ভাল করুক কিংবা মন্দ করুক, স্বভাবসুলভ নাক ছিটকানো যে হবে!
বাংলাদেশে সকল সুগার মিল পাকিস্তান আমলে তৈরি (দু/একটি বৃটিশ আমলে)। জুট মিল, গ্যাস ফিল্ড, সার কারখানার অধিকাংশই পাকিস্তান পিরিয়ডের।
দেশের সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ,প্রকৌশলী কলেজ পাকিস্তান সময়কার।
চাইলেও কি এই সত্যগুলি আমরা অস্বীকার করতে পারবো?
বাংলাদেশ আমলে যে শিল্পন্নোয়ন হয়েছে তার পুর্ন কৃতিত্ব বেসরকারি খাতের। সরকার বরং তার শিল্পঅবান্ধব পলিসি দিয়ে পদে পদে বাধার সৃষ্টি করেছে ও করছে।
তবে ভাইয়া আপনার পর্যালোচনা খুব ভাল হয়েছে আর ১০০% একমত ।
ধন্যবাদ ভাইয়া ।
বাহি স্বার্থতরি গুপ্ত পর্বত এর পানে।
- রবিন্দ্রনাথ!
মন্তব্য করতে লগইন করুন