একটি ছোট্ট গল্প

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১৬:১৪ রাত

একটি ছোট্ট গল্প

১৪ ই ফেব্রুয়ারি,২০...।

নারিকন্ঠ- প্রিযতম আজকে ভ্যলেন্টাইন ডে। চল আমাদের ভালবাসা কে পুর্নতা দিই বিয়ে করে নিই।

নরকন্ঠ- কিন্তু অামার আয় যে বেশি না। তোমার-আমার পরিবার রাজি না হওয়া পর্যন্ত....

নারিকন্ঠ- কিছুই চাইনা আমার শুধু ভালবাসা চাই।

১৪ ই মার্চ,২০...

নারিকন্ঠ- একমাস বন্ধুর বাড়িতে রেখে আজকে এই কি বাসায় আনলে তুমি। এটা থাকার ঘর না স্টোর রুম??

নরকন্ঠ- কি করব বল? আমার ইনকামে এর চেয়ে ভাল বাসা ভাড়া পাওয়া তো সম্ভব নয়।

নারিকন্ঠ- হুম! আমি বুঝিনা একটা আস্ত কিপটা তুমি। আমার বাবার ফ্ল্যাট এর একটা রুম ও এর থেকে বড়।

১৪ ই এপ্রিল, ২০....

নারিকন্ঠ- এই কি একটা বাসা! একটু ভাল করে বসারও উপায় নাই। একটা নতুন বাসা খুজতে বলেছিলাম তোমাকে সেটাও করলা না।

নরকন্ঠ- কি করব বল এর চেয়ে ভাল বাসা নিতে যে অনেক বেশি খরচ।

নারি কন্ঠ- একটা ভাল বাসা নেওয়ার মুরোদ নাই বিয়ে করছিলা কেনো?

১৪ ই মে ২০....

নর আইডি থেকে ফেসবুক স্ট্যাটাস

"আগে ভাল বাসা নিন তারপর ভালবাসার কথা চিন্তা করুন"

বিষয়: বিবিধ

১৪৯৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304527
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২২
লজিকাল ভাইছা লিখেছেন : হা হা হা , ভালবাসা না কি ভালবাসা !! পুরাই পাঙ্কখা।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৯
246353
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল বাসা না থাকলে ভালবাসা জানলা দিয়া পালায়।
304530
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১১
বাকপ্রবাস লিখেছেন : এতো দেখি পাখি সুচ হইয়া ঢুকছে কুড়াল হইয়া বের হইছে Big Grin Big Grin
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২০
246354
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আবারও পাখি!!
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
304533
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২০
246355
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন্তব্যটির জন্য।
304540
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০০
আফরা লিখেছেন : এটা সত্য কথা ভালবাসা ছাড়া থাকা যায় কিন্তু ভাল বাসা না হলে থাকা কষ্ট ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২১
246356
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সত্য যদি তথাকথিত প্রেমিক-প্রেমিকারা বুঝত!
আবেগ দিয়ে সমস্যা সৃষ্টি হয় সমাধান হয়না।
304547
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০৮
কাহাফ লিখেছেন :
মোহ কেই ভালবাসার প্রলেপ মাখিয়ে উপস্হাপন করে কেউ কেউ! সময়ের প্রয়োজনে তা উঠে যায় একেবারেই!
ভাল লাগল উপস্হাপনা!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৪
246365
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
মোহের ফাঁদে আমরা প্রকৃত ভালবাসাকে হারাই।
304552
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৮
গন্ধসুধা লিখেছেন : গল্প হিসেবে ভালই।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২২
246359
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যটির জন্য।
304561
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:১৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : ভালো বাসা না হলে, ভালবাসা রাখবেন কোথায় ?
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২২
246361
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই সত্য যদি অন্ধ আবেগ আক্রান্তরা বুঝত!
304562
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০০
বান্দা লিখেছেন : অতএব নির্ণেয় উত্তর: ওরে নরাধম ! আজ ...বাসা নেই..ভালবাসা নেই.....আশা..আ..আ.. ছিল....
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
246363
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই সত্য যদি আগে বুঝত তা হলে শুধু গান গাইতে হইত না!!
ধন্যবাদ।
304565
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মেয়েরা এমনই, এটা যাদের জানা বাকি ছিল তারা জেনে নিন ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২২
246360
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
246364
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনিও কি আগে জেনে নিয়েছিলেন????

অনেক ধন্যবাদ বহুদিন পর ব্লগে মন্তব্য করার জন্য।
১০
304586
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৫
হতভাগা লিখেছেন : এতদিনে অরিন্দম কহিলা বিষাদে

মেয়েদের ভালবাসা ছেলেদের টাকা পয়সা ও সম্পত্তির সমানুপাতিক

যখন দেখবে যে আর খসানো সম্ভব না তখন কোন না কোন ব্লেইম দিয়ে কেটে পড়বে

ভালবাসার জন্য ছেলেরা মেয়েদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে , মেয়েরা ছেলেদের মত এরকম বলদামী করে না ।
১১
304590
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন : এতো দেখি পাখি সুচ হইয়া ঢুকছে কুড়াল হইয়া বের হইছে।
-পাখিরা এমনই হয়। Hot Hot

মেয়েদের ভালবাসা ছেলেদের টাকা পয়সা ও সম্পত্তির সমানুপাতিক।
- তথাস্তু! Angel
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২০
246397
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাখি বলিতে কি বুঝায়???
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ!
১২
305257
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। সময়ের সাথে সাথে ভালোবাসার ধরণ ও মন মানসিকতার অনেক পরিবর্তন হচ্ছে। দু’দলেই ভালো এবং মন্দ আছে যা অনস্বীকার্য। গল্প হিসাবে মন্দ নয়, এগুলো সমাজেরই প্রতিচ্ছবি। জাজাকাল্লাহু খাইর।
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১২
246971
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
এখন দেহের মোহকেই অনেকে ভালবাসা নাম দেয়।
১৩
320691
১৮ মে ২০১৫ রাত ০২:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : superhit!!! ধন্যবাদ..
১৮ মে ২০১৫ দুপুর ১২:৩৮
261861
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিট (মানে গরম) ও বেশি!!
ধন্যবাদ
১৮ মে ২০১৫ দুপুর ১২:৪৭
261865
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নারীকন্ঠ মানেই সুপার হিট!
যদি না দেন জোরে গিট
সইরা পড়বে মাইরা ইট?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File