শেষ পর্যন্ত চলে গেলেন ফিল হিউজ
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৭ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:৩৬ সকাল
শেষ পর্যন্ত বিদায় নিলেন অষ্ট্রেলিয় ক্রিকেটার ফিল হিউজ। দুইদিন কোমায় থাকার পর কিছুক্ষন আগে তার মৃত্য ঘোষনা করেছেন ডাক্তার। ২৬ তম জন্মদিনের মাত্র তিনদিন আগে ১৯৮৮ সালে জন্মগ্রহন কারি এই ক্রিকেটার দুনিয়া ছেড়ে চলে গেলেন। দক্ষিন অষ্ট্রেলিয়ার পক্ষে অষ্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেনির সেফিল্ড শিল্ড এর খেলায় প্রতিপক্ষ নিউ সাউথ ওয়েলস এর বোলার শন এবট এর একটি বাউন্সার হেলমেট এর ফাঁক দিয়ে তার মাথায় আঘাত করে। সাথে সাথে বেহূশ হয়ে যান তিনি। দ্রুত ৯০ মিনিট ব্যাপি অপারেশন হলেও ২৬ টি টেষ্ট খেলা এবং টেষ্টে সবচেয়ে কম বয়সে দুই ইনিংসে সেঞ্চুরি করা এই খেলোয়াড় মাত্র ২৫ বছর বয়সেই দুনিয়ার মায়া কাটিয়ে গেলেন। অবিবাহিত এই ক্রিকেটারের মা ও বোন রয়েছেন। ২০০৯ সালে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তার টেস্ট অভিষেক হয়। দ্বিতিয় টেষ্ট এই এই রেকর্ড করেন তিনি।
ঢাকার মাঠে এভাবে মাথায় বলের আঘাতে মারা গিয়েছিলেন রমন লাম্বা। সেটা অবশ্য বোলার এর বল ছিলনা বরং ব্যাটসম্যান এর সপাটে চালান বল সিলি মিডঅফ এর ক্যাচ ধরার চেষ্টায় মাথায় আঘাত পেয়ে তিন দিন কোমায় থেকে মৃত্যুবরন করেছিলেন তিনি।
ক্রিকেট অষ্ট্রেলিয়ার সাথে আমরাও তার জন্য শোকাভিভুত।
তবে এটি একটি দুর্ঘটনা। এই জন্য কেউ যেন আবার ক্রিকেট নিষিদ্ধের দাবি না তোলেন!!!
আঘাত পাওয়ার পরপরই মাটিতে হিউজ।
বিষয়: বিবিধ
১৪৪১ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্রিকেট অষ্ট্রেলিয়ার সাথে আমরাও তার জন্য শোকাভিভুত। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ মন্তব্যর জন্য।
এক টেস্টের উভয় ইনিংসে সেন্চুরি করা ব্যাটস্ম্যানদের মধ্যে হিউজ আছেন।
http://www.espncricinfo.com/rsavaus2009/engine/match/350473.html
রমন লাম্বা ছিলেন সিলি মিড অনে আর ব্যাটস্ম্যান ছিল ডানহাতি । ব্যাটস্ম্যান অফ সাইডের চেয়ে লেগ সাইডে বেশী জোরে মারতে পারে কারণ ঘুরিয়ে মারা হয় বলে ।
ধন্যবাদ রমন লাম্বার তথ্যটি জানানর জন্য। ব্যাটসম্যান ছিলেন মেহরাব হোসেন অপি। তিনি বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেও তার ক্যারিয়ার দির্ঘ হয়নি। ঘটনার পর তিনি কিছুদিন অবসাদগ্রস্ত ছিলেন।
কিন্তু জিবনমৃত্যুর ফয়সালা একজনেরই হাতে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
কোন সতর্কতাই মৃত্যকে হারাতে পারেনা। সাবধান থাকা অবশ্যই উচিত কিন্তু মৃত্যু অনিবার্য।
Yes its a very sad event.
Thanks for the comment.
তবে এতে শিক্ষাও আছে। ওয়াকার ইউনুস, শোয়েব আখতার এর বাউন্সার মাথায় লেগে নাক থেকে রক্ত ঝড়েও পরদিন থেলতে নেমেছে এমন থেলোয়ার আছে। হেলমেট পড়েও এই মৃত্য আমাদের একটা শিক্ষাই দেয় যে জিবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ।
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
কোন সাবধানতাই মৃত্যুকে ঠেকাতে পারেনা।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার ফিলিপ হিউজ ছিল মাত্র ২৫ বছরের এক তরতাজা যুবক, মঙ্গলবার খেলার সময় ৬৩ রানে ব্যাট করছিলেন, কিন্তু বোলারের একটি বাউন্সারকে পুল করতে গিয়ে বলটিকে মিস করলে সেই বল তার হেলমেট পরিহিত মাথায় আঘাত করে এবং সেই আঘাতেই আজকে তার মৃত্যু হয় !
কথা হলো, এমন বাউন্সার সে জীবনে অনেকবার খেলেছে এবং মিস করে মাথায় আঘাতও পেয়েছে কিন্তু সেদিনের বাউন্সারের সাথে মালাকুল মউত আজরাইল ( আঃ) হাজির হয়ে গেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে তার মৃত্যু হয় ।
জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবি হউক ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবি হউক ।
কিন্তু শেষের স্লোগানটি পুরা মন্তব্যটি নষ্ট করে দিল!
তাই দেশের জন্য অশুভ কামনা করে মন্তব্য করার জন্য ওয়ার্নিং দেয়া হলো!!
অনেক ধন্যবাদ সু্ন্দর মন্তব্যটির জন্য।
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন