পশুবলি ও কুরবানি নিষিদ্ধ হলো ভারতের হিমাচল প্রদেশে।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৭:০৩ সন্ধ্যা

এই বিষয়টি নিয়ে লিখার চিন্তা করেছিলাম আগেই। আজকে একটি খবর পড়েই লিখাটা জরুরি মনে হলো। খবরটি হলো ভারতের হিমাচল প্রদেশের হাইকোর্ট সেই রাজ্যে সকল ধরনের পশুবলি নিষিদ্ধ করেছে। সকল ধর্ম ও সম্প্রদায় ই এর আওতায় আসবে। অর্থাত মুসলিম দের জন্য ও কুরবানি দেওয়া নিষিদ্ধ। কয়েকজন ব্যাক্তির জনস্বার্থে(!) করা এই মামলায় হিমাচল প্রদেশ হাইকোর্ট এর এই সিদ্ধান্ত নিয়ে এখনও কোন রাজনৈতিক বক্তব্য পাওয়া যায়নি। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত হিমাচল প্রদেশ এর বেশিরভাগ অধিবাসিই বিভিন্ন উপজাতিয় গোত্রভুক্ত। যাদের ধর্মাচরন এর অন্যতম অনুষঙ্গ পশুবলি। এই রাজ্যে মুসলিম অধিবাসির সংখ্যা ১.৫ শতাংশের মত যারা মুলত কাশ্মির সিমান্তে বসবাস করে। এই মামলা যারা করেছেন তাদের প্রধান যুক্তি ছিল পশুবলির বিভৎসতা এবং পরিবেশ নষ্ট করা। তারা এই সংক্রান্ত কিছু ছবি আদালতে উপস্থাপন করেছিলেন এবং রায়ে বিচারপতিরা এই কথা স্বিকার করেছেন যে এই ছবিগুলি তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আবেগতাড়িত করেছে। এই সিদ্ধান্ত ভারতিয় সুপ্রিম কোর্টে টিকবে কিনা সেটা সন্দেহজনক । তবুও এই রায় এক যুগান্তকারি বলে পশুবলি বা কুরবানি কে বর্বর প্রথা বলে দাবি করার লোকের অভাব নাই।

ভারতে পশু অধিকার নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে। একাধিকবার ভারতিয় আদালতে এই সংক্রান্ত মামলা হয়েছে। তবে কোন ধর্মিয় সম্প্রদায় নয় বেশিরভাগ ক্ষেত্রেই এই সব মামলা থেকে রক্ষার জন্য টাকা ঢেলেছে ভারতের চামড়া শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলি। চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। পশু বলি বা কুরবানি বন্ধ করলে এই শিল্পের কাঁচামাল যোগান বন্ধ হয়ে যাবে সেই সত্য ভারত সরকার ভালই বুঝে। তবুও ধর্মেও নামে পশু হত্যার বিরোধিতাও ভারতে যথেষ্ট শক্তিশালি। প্রধানত জৈন সম্প্রদায় যারা বেশ ধনি তারা সবধরনের পশু হত্যার বিরোধি। বৈীদ্ধরা রক্তপাত এর বিরোধি হলেও মাংস খেতে তাদের আপত্তি নাই। এমনকি ভিক্ষুরাও কোন গৃহে আমন্ত্রিত হলে মাংস গ্রহন করতে পারেন। এছাড়া বৈষ্ঞব রাও নিরামিশাষি হন। ভারতে পশু হত্যা বিরোধি বা পশু অধিকার আন্দোলন ও অনেক পুরান। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে আছেন সঞ্জয় গান্ধির বিধবা স্ত্রি মেনকা গান্ধি। মেনকা গান্ধির উদ্যোগে একটি মামলা হয় যা ফলশ্রুতিতে ভারতিয় সুপ্রিম কোর্ট সার্কাসে পশুর ব্যবহার নিষিদ্ধ করেন। এছাড়া কোন মিডিয়াতে শিকার বা চিড়িয়াখানা দেখান যাবেনা জাতিয় একটি নির্দেশ ও জারি করেন। ছায়াছবি বা টিভিতেও কোন পশুকে ব্যবহার না করার নির্দেশও দেন। এই নির্দেশ এর ফলে সত্যজিত রায় এর ফেলুদা সিরিজ এর ”রয়েল বেঙ্গল রহস্য” এর ক্লাইমেক্স এর দৃশ্যটি বদলে দিতে হয়েছে ছবি এবং কমিকস এ!! এছাড়া বর্তমানে নির্মানাধিন ”বাদশাহি আংটি” মুভিটিতেও উপন্যাস এর চিড়িয়াখানা টি থাকছেনা।

ভারতে এই আইন তৈরি বা বর্তমান পশু বলি বন্ধের পিছনে একটি বিশ্বব্যাপি সংস্থা আছে বলে মনে করা হচ্ছে। সংস্থা টির নাম Peoples for ethical treatment of animals বা PETA। পেটা প্রতিষ্ঠা করেন ইনগ্রিড নিউকার্ক নামের এক মহিলা ১৯৮০ সালে। এই সংস্থার উদ্দেশ্য বিশ্বব্যাপি পশুদের প্রতি কঠোর আচরন রোধ করা এবং খাদ্য হিসেবে মাংস ব্যবহার নিষিদ্ধ করা। এই সংস্থাটি পশুর চামড়া দিয়ে তৈরি পোষাক এর বিরুদ্ধেও কাজ করে। এই সংস্থাটির সাথে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রি সহ তারকা জড়িত। পেটা তাদের কার্যক্রম এর জন্য অত্যন্ত বিতর্কিত একটি সংস্থা। চামড়া জাতিয় পোষাক এর বিরোধিতার নামে তারা সম্পুর্ন নগ্ন মডেল ব্যবহার করে প্রচারনা চালায়। তাদের একটি স্লোগান ই হচ্ছে ”র‌্যাদার গো নেকেড টু ওয়্যার ফার”। এই ভাবে তারা নগ্নতাকে প্রমোট করে যাচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে বৈজ্ঞানিক গবেষনা কাজে বাধা দেওয়া এমনকি সাপের বিষের প্রতিষেধক তৈরির জন্য ঘোড়া ব্যবহার কিংবা পশু থেকে ডায়াবেটিস রোগির প্রয়োজনিয় ইনসুলিন সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ আছে। পেটা প্রায়ই শিশুদের উদ্দেশ্য করে নগ্ন এবং কঠোর স্লোগান যুক্ত পোষ্টার তৈরি করে এবং প্রচারনা চালায়। পশুর দুধ ব্যবহার এর বিরুদ্ধেও এই প্রচারনা চালান হয়। পেটা স্টিভ আরউইন এর মত পরিবেশ সংরক্ষন বিদদেরও বিরোধি কারন তারা প্রয়োজনে শিকার এবং চিড়িয়াখানা কে সমর্থন করেন। ভারতে প্রায় বছর দশেক আগে থেকে এর কার্যক্রম শুরু হয়। ইতমধ্যে ভারতের বেশ কয়েকজন চিত্রাভিনেত্রি ও খেলোয়াড় এই সংস্থার বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিয়েছে। যার মধ্যে প্রায় নগ্ন বিজ্ঞাপন ও রয়েছে। তাদের কার্যক্রম এখন ভারতে বেশ গতি পেয়েছে। অনেকেই অহিংসা বা এই ধরনের ভারতিয় আদর্শের কথা বলে তাদের সমর্থন করছেন। তবে প্রধানত ভারতিয় চামড়া শিল্পের জন্য তারা এখনও খুব বেশি সাফল্য লাভ করতে পারছেননা।

ভারতে জিম করবেট বা কেনেথ এন্ডারসন এর মত শিকারিরা ছিলেন। পরবর্তি যুগে ধৃতিকান্ত লাহিড়ি চেীধুরি(তিনি বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছার অধিবাসি) এর মত হাতি শিকারি ও পশু সংরক্ষনবিদ ও আছেন। এরা পশু শিকার যেমন করেছেন তেমনই এর সংরক্ষনেও সর্বোচ্চ অবদান রেখেছেন। বাংলাদেশেও এখন কিছু পশু প্রেমির উদ্ধব হয়েছে যারা যারা প্রতিবছর শিতের আগমনের সাথে সাথে অথিতি পাখি অথিতি পাখি বলে ধুয়া তুলেন। এই কেতাবি পরিবেশবিদ বা প্রানিপ্রেমি রা জানেন না এই পাখিগুলি এই সময় এই দেশে না আসলে বাঁচবে না আর এটি আমাদের দেশের পরিবেশ এর একটি অংশ। ভারতেও এখন এই ধরনের তথাকথিত পশুপ্রেমিরা তাদের শক্তি বৃদ্ধি করছে। এরা দরিদ্র জনগনের সস্তায় প্রোটিন এর কথা ভাবেননা। এই আন্দোলনে লিপ্ত সকলেই উচ্চ বা মধ্যবিত্ত শ্রেনির।

হিমাচল প্রদেশের হাইকোর্ট এর এই রায় কতদিন বজায় থাকে সেটা দেখার বিষয়। কিন্তু যে ধর্মই হোক আইন করে ধর্মাচরন কে নিয়ন্ত্রন এর চেষ্টা করা ভুল। যদি পরিবেশ ই চিন্তার কারন হতো তাহলে প্রয়োজনিয় কসাইখানা তৈরির আদেশ দেয়া যেত কিংবা কসাইখানা ছাড়া জবাই করা যাবেনা এই নির্দেশ ও দেয়া যেত। স্রেফ আবেগআক্রান্ত হয়ে বিচারকরা যে রায় দিলেন মানুষের খাদ্যাভ্যাস এবং জিবন যাপনের সাথে তা কি আদেী সংগতিপুর্ন????

বিষয়: বিবিধ

১৮৮৯ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261286
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৮
সন্ধাতারা লিখেছেন : What a shame for us being a Muslim. We should protest n raise our voice all over the world. Jajakallah.
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫১
205221
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Yes. I agree with you.
Thank you for the comment.
261288
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫১
205222
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
261300
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এটাই যদি হয় তাহলে ঐ রাজ্যের মানুষ দিয়ে ক্বুরবানী দিতেও হাত কাঁপবেন মুসলিমদের।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫২
205223
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথাটা ঠিক বুঝলাম না!!!
ওই রাজ্যের সব মানুষ তো দায়ি নয়।
261315
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫০
আবু সাইফ লিখেছেন : যা হয়েছে তা মোটেও অপ্রত্যাশিত নয়

কেবল তো শুরু, সামনে অনেক বাকি
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৪
205224
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপ্রত্যাশিত নয় ঠিক। কারন পশু অধিকার নিয়ে অনেক হাস্যকর আইন ভারতে হয়েছে। অনেক বছর আগে নসিম হিজাজি ভারতে অহিংসা ও পশু হত্যা নিরোধ নিতির হাস্যকর দিকটি নিয়ে তার "সও সাল বাদ"(শতবর্ষ পরে) উপন্যাস টি লিখেছিলেন। ভারত বোধহয় সেদিকেই যাচ্ছে!!!
261316
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫১
আফরা লিখেছেন : তথ্য সমৃদ্ধ লেখা আনেক কিছুই জানলাম এখন তো আমার মনে এই প্রশ্ন আবেগ আক্রান্ত হয়ে বিচারকরা যে রায় দিলেন মানুষের খাদ্যাভ্যাস এবং জিবন যাপনের সাথে তা কি আদেী সংগতিপুর্ন ?
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৫
205225
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য। মনে হয়না মানুষ কে এই রায়ে কোন রকম আমলে নেয়া হয়েছে।
261321
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০০
হতভাগা লিখেছেন : আজব একটা দেশ - যে দেশে নারীরা রাস্তা ঘাটে বাসে ট্রেনে ধর্ষিত হয় তবে পশুদের জন্য হাহাকার আছে।।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
205227
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেও তাই! নসিম হিজাজি প্রায় পঞ্চাশ বছর পুর্বে একটি ব্যাঙ্গ উপন্যাস এ যা লিখেছিলেন এখন বোধহয় তাই সত্যি হতে যাচ্ছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
261325
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৪
জুমানা লিখেছেন : তথ্য শেয়ার করার জন্য আপনাকে মোবারক বাদ। যখন বর্ডারে মানুষ জবাই করে, তখন তাদের আভেগ কোথায় থাকে? অন্ধবিচার.......
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৭
205228
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য। তাদের দেশে বোধহয় এখন পশুর মুল্য মানুষের চেয়ে বেশি।
261353
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৪
আজিম বিন মামুন লিখেছেন : অন্ধকার যুগের নীতিতে বিশ্বাসী হিন্দু।২০১৪ সালে এই কথা Happy)
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
205230
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই আইন কিন্তু হিন্দুদেরও বিরুদ্ধে কিছুটা। তবে মুল উদ্দেশ্যটাই হাস্যকর। মানুষের বদলে পশুর চিন্তা!!
261414
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৩
ইক্লিপ্স লিখেছেন : বলি দেয়াটা খুব বিচ্ছিরি প্রসেস। বাট কোরবানী না। কোরবানী নিষিদ্ধ করে তারা অন্যায় করেছে।
আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানলাম। চমৎকার লিখেছেন। ধর্মকে জগতের আইনে বাঁধা যাবে না। কোন কালেই যায়নি।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩১
205439
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রসেস টা যাই হোক এটা কিছু মানুষের ধর্মিয় বিধান এবং তা মন্দির এর অভ্যন্তরে হয়। অনেকে অনেক বেশি রক্তপাত হয় বলে কুরবানির বিরুদ্ধে বলেন। যদিও এই রক্তপাত হয় বলেই কুরবানির মাংস জিবানুমুক্ত হয়। এটা নিষিদ্ধ আসলেই অন্যায়। কিছু ধনি লোক নিজেদের মতবাদকে গায়ের জোড়ে অন্যদের উপর চাপাতে চাচ্ছে।
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
১০
261421
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৫
ঝরাপাতা লিখেছেন : হঠকারি সিদ্ধান্ত মানিনা
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩২
205440
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা অবশ্যই মানিনা।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১১
261451
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৬
বুড়া মিয়া লিখেছেন : হুম সবুজ ভাই, এর মাধ্যমে অন্য কিছু একটা প্রমোট করছে তাতে সন্দেহ নাই! এটা নিয়ে যাই করুক, মাংস-দুধ খাওয়া বন্ধ হবে না – সেটা নিশ্চিত। ইন্ডিয়ার এগুলো মানায় না, ওরা কুরবানী বা জবাই করবে না বলে গান গায়, কিন্তু কুরবানীর ঈদে ওদের গরু-ছাগল বাংলাদেশ, পাকিস্তান আর আফঘানিস্থানে কুরবানীর উদ্দেশ্যে পয়সার বিনিময়ে চালান করতে কসুর করে না!
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
205441
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
তারা কুরবানি বন্ধ করলেও বাংলাদেশে ঠিকই গরু চালান দিচ্ছে! তবে পাকিস্তানে তারা গরু রপ্তানি করেনা কারন পাকিস্তানি গরু অারো ভাল জাতের! এই রায়ের পিছনে আসলে কিছু মানুষ রয়েছে যারা নিজেদের চিন্তাধারা অন্যের উপর চাপিয়ে দিতে চায়।
১২
261452
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যা হবার হয়েছে!! তবে এটা হওয়া উচিৎ হয়নি।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
205442
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অবশ্যই উচিত হয়নি।কিছু মানুষের অযেীক্তিক দাবি সবার উপর চাপান হয়েছে।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
১৩
261513
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২১
কাহাফ লিখেছেন : ভারতে অনেক উদ্ভট হাস্যকর আদালতের রায় দেখা যায়,এটাও তেমনি একটা.....।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৭
205443
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। সেখানে সার্কাস এ পশু ব্যবহার বন্ধ করা হয়েছে এমনকি মুভি বা মিডিয়াতেও চিড়িয়াখানা বা শিকার দেখান নিষিদ্ধ!!
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪
261557
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৬
ইয়াফি লিখেছেন : তারা অন্ধকারে আছে। এজন্য তাদের জীবনাচরণ, সিদ্ধান্তসমূহ এত হাস্যকর ও অযৌক্তিক হয়।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৭
205444
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারা স্রেফ কিছু মানুষের ভুল চিন্তাধারা থেকেই সিদ্ধান্ত নিয়েছে।
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
১৫
261568
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
আবু আশফাক লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাইকে সজিব (বাংলার দামাল সন্তান) ভেবে আমার পোস্টে (জাতির শেকড় সন্ধানী উপন্যাসিক শফীউদ্দীন সরদার ও আমার কিছু স্মৃতি )তার কমেন্টে রি-কমেন্ট করেছিলাম। বুঝতে পেরে সেটি ডিলিট করতে গিয়ে রিদওয়ান ভাইয়ের কমেন্টই ডিলিট হয়ে গেছে। আমি দুখ্খিত রিদওয়ান কবির সবুজ ভাই।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
205635
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক আছে।
কিন্তু এই পোষ্টটি নিয়া কোন মন্তব্য তো করলেন না!!!
১৬
261606
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
আহমদ মুসা লিখেছেন : নরেন্দ্র মোদির মত নিষ্টুর জল্লাদ যেখানে ভারতের ক্ষমতায় সেখানে এসব গাজাখুরি সিদ্ধান্ত নিবেই।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
205636
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্যাপারটাতো উল্টা হইল!!! পশু জবাই নিষেধ।
তবে মানুষ মারা বৈধ!!!!
১৭
261774
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : এই নিউজটা আমিও পড়েছি। আপনার লেখাটা ভালো লেগেছে।
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২২
205781
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবা সুন্দর মন্তব্যটির জন্য। ভারতে কিন্তু এখনও পশ্চিমবঙ্গ আর কেরল ছাড়া অন্যান্য প্রদেশে গরু জবাই নিষিদ্ধ।
১৮
261815
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪১
বৃত্তের বাইরে লিখেছেন : গরু ছাগলেরও তো বংশ বৃদ্ধি আছে। বলি না দিলে রাখবে কই? কয়েকদিন পর আবার আগের নিয়মে ফিরে আসবে।

লেখা থেকে অনেক কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৩
205782
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মজার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ!!Happy Happy
তবে পেটা জাতিয় সংস্থাগুলি পশু অধিকার এর নামে মানুষ এর স্বাভাবিক খাদ্যভ্যাস পরিবর্তন করতে চাচ্ছে।
১৯
262055
০৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
আবু আশফাক লিখেছেন : আসলে ফিতরাত বদলানোর অপচেষ্টাই হচ্ছে সকল নষ্টের মূল।
০৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
206028
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যটির জন্য।
কিছু মানুষের ভুল সিদ্ধান্ত সবার উপর চাপান হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File