"ও মন রমজানের ওই রোজার শেষে" চির নতুন এক গান।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৮ জুলাই, ২০১৪, ০৯:২২:০৮ রাত

"ও মন রমজানের ওই রোজার শেষে" জাতিয় কবি কাজি নজরুল ইসলামের এই চিরনতুন গানটি ছাড়া আমাদের ঈদ যেন অকল্পনিয়! এই গানটির মত ঈদের আদর্শকে ধারন করে আর কোন গান বা কবিতা বাংলা ভাষায় আজো রচিত হয়নি। তাই প্রায় আশি বছর পরেও এখনও এই গানটিই রয়েগেছে ঈদের সকলের হৃদয়ে। গানটি প্রথম রেকর্ড করেছিলেন সুর সম্রাট আব্বাস উদ্দিন আহমদ। মুলত তারই অনুরোধে এই গানটি লিখেছিলেন নজরুল ইসলাম। আব্বাসউদ্দিন তার আত্মজিবনি "আমার শিল্পি জিবনের কথা" তে সেই ইতিহাস এর বিবরন দিয়েছেন।

তখনও বাংলাভাষায় ইসলামি গান এর প্রচলন হয়নি তবে উর্দু নাত ও কাওয়ালির বেশ প্রচলন ছিল। আব্বাসউদ্দিন আহমদ ও কিছু উর্দু কাওয়ালি গেয়ে রেকর্ড বের করেছিলেন। এই সময় তার চিন্তা আসে যে উর্দু কাওয়ালি প্রচুর বিক্রি হলে বাংলা ভাষায় ইসলামি গান রচিত হতে পারবেনা কেন। নজরুল তখন গ্রামোফোন কোম্পানির প্রধান গিতিকার এবং প্রশিক্ষক। তিনি একদিন নজরুল কে বললেন সে কথা। নজরুল ইসলাম এর মনে দোলা দেয় তার কথাটি। তিনি ইসলামি গানের রেকর্ড বের করার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করার জন্য আব্বাসউদ্দিন কে অনুরোধ করেন। আব্বাসউদ্দিন এর প্রথম অনুরোধ গ্রামোফোন কোম্পানি গ্রহন করেনি। বলেছিল এই গান চলবে না। ছয়মাস চেষ্টা চালিয়ে আব্বাস উদ্দিন কোম্পানিকে পরিক্ষামুলক একটি রেকর্ড বের করতে রাজি করাতে সক্ষম হন। সম্মতি পাওয়া মাত্র একই অফিসে উপস্থিত কবি কাজি নজরুল ইসলামের কাছে যান তিনি। নজরুল কোম্পানির সম্মতির কথা শুনেই এককাপ চা আর এক ঠোঙ্গা পান নিয়ে দরজা বন্ধ করেন। মাত্র আধা ঘন্টার মধ্যেই লিখে শেষ করেন তার অবিষ্মরনিয় এই গানটি। পরের দিন লিখেন আরেকটি কালজয়ি গান "ইসলামের ওই সওদা লয়ে"। দেরি না করে মাত্র চার দিনের মাথায়ই সুর করে রেকর্ড করা হয় গান দুটি আব্বাস উদ্দিন আহমদ এর কন্ঠে। সে বছরই ঈদ-উল ফিতর এর সময় প্রকাশিত হয় রেকর্ড টি।

প্রকাশিত হওয়া মাত্রই বিপুল জনপ্রিয়তা পায় রেকর্ডটি। আব্বাসউদ্দিন আহমদ এর লিখায় কেবল একটি দোকানেই দুইহাজার কপি রেকর্ড বিক্রয় হয়! নজরুল আব্বাস উদ্দিন কে দেখেই তাকে বুকে জড়িয়ে ধরেন।

সেই থেকে এখনও এই গানটি ছাড়া যেন অসম্পুর্ন আমাদের ঈদ। নজরুল ইসলাম-আব্বাসউদ্দিন সেদিন অধঃপতিত মুসলিম সমাজ কে যে নব উন্মাদানায় জাগিয়ে তুলেছিলেন আফসোস আজকে আমরা তার উত্তরাধিকার বহন করতে ব্যার্থ হয়েছি।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী

সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।

তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা

সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249146
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৩৩
বুড়া মিয়া লিখেছেন : বোমারু বাচ্চা-ছেলেগুলার বোমার আওয়াজের উল্লাসে চারিদিক প্রকম্পিত; ।
ছোটবেলার অস্থির অবস্থার কথা মনে পড়লো ওদের বোমাবাজির আওয়াজে ...
ঈদ মুবারক
২৮ জুলাই ২০১৪ রাত ১০:১০
193541
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক!!!
ছেলেবেলার কথা ঈদে বোধ হয় সবারই মনে হয়।
249148
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ জুলাই ২০১৪ রাত ১০:১১
193542
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
249153
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৪৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশী মুসলমান সমাজে এই গানটা ঈদের থিম সং
২৮ জুলাই ২০১৪ রাত ১০:১৩
193543
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। এর কোন বিকল্প ও নাই।
ধন্যবাদ।
249164
২৮ জুলাই ২০১৪ রাত ১০:০৯
সন্ধাতারা লিখেছেন : It is a sepecial eid song n almost everybody loves it. Jajakalla for this post. Eid Mubarak vhaiya.
২৮ জুলাই ২০১৪ রাত ১০:১৩
193544
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Thank you
EID MUBARAK
249179
২৮ জুলাই ২০১৪ রাত ১১:১০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ঈদ মোবারক
২৯ জুলাই ২০১৪ সকাল ০৬:৩১
193600
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক।আপনাকেও!
249183
২৮ জুলাই ২০১৪ রাত ১১:২৯
আফরা লিখেছেন : প্রবাসে এসে ঈদের আনন্দ যতটুকু পেয়েছি সবটুকু এই গানের কল্যাণেই ।প্রতিবার রোজার শেষে ঈদের আগের দিন সারা রাত আমি এই গানটা ছেড়ে রাখি ।

ঈদ-- মোবারক ভাইয়া ।
২৯ জুলাই ২০১৪ সকাল ০৬:৩২
193601
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ঈদ মুবারক। এই গানটি অপ্রতিদন্বি।
249189
২৮ জুলাই ২০১৪ রাত ১১:৪৮
তবুওআশাবা্দী লিখেছেন : এখনো মনে পরে খালিদ হোসেনের গলায় গানটা টিভিতে যখনি শোনাত ঈদের আগের রাতে,আম্মা এসে শুনতেন আর গুন গুন করে গাইতেন গানটা |
২৯ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৩
193602
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখনও সব চ্যানেলেই এই গানটিই চলে। তবে আধুনিকায়ন করতে গিয়ে মুল সুরের কিছু ক্ষতি করে ফেলা হয়েছে। এই বিকৃত সুর বন্ধ হওয়া দরকার।
249288
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:০২
আহ জীবন লিখেছেন : ঈদ মোবারক।
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
193699
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক।
249297
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : মহিমান্বিত বরকতময় এই দিনে গাজাসহ বাংলাদেশ
ও বিশ্বের সকল মুসলিমদের শান্তিও কল্যাণ কামনা করছি ।
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
193700
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
ঈদ মুবারক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File