হামিদ মির গুলিবিদ্ধ।
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৯ এপ্রিল, ২০১৪, ১১:১৪:৪৪ রাত
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও টিভি ব্যাক্তিত্ব হামিদ মির করাচিতে গুলিবিদ্ধ হয়েছেন।
আজকে পাকিস্তান সময় ৫-৩০ মিনিটে করাচি এয়ারপোর্ট থেকে তার জিও টিভির করাচি অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে থেকে চারজন বন্দুকধারি তার গাড়ির উপর গুলি বর্ষন করে। তার ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে তাদেরকে অতিক্রম করে গেলেও হামিদ মির এর দেহে তিনটি গুলি বিদ্ধ হয়। তাকে দ্রুত একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় আড়াই ঘন্টা অপারেশন করে বুলেটগুলি বের করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে এখওন নিশ্চিত বলা যাচ্ছেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রচুর রক্তক্ষরন হওয়ায় তার অবস্থা এখনও স্থিতিশিল নয় তবে ডাক্তার রা আশা করছেন গুলি বের করতে সক্ষম হওয়ায় মৃত্যর আশংকা নাই।হামিদ মির পাকিস্তানে ড্রোন হামলার বিরুদ্ধে একটি সভায় অংশ নিতে করাচিতে গিয়েছিলেন।
১৯৬৬ সালে জন্মগ্রহন কারি হামিদ মির পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।তার পিতা ওয়ারিস মি একজন কলামিষ্ট ও অধ্যাপক ছিলেন। তার মা এমন একজন ব্যাক্তি যিনি ১৯৪৭ সালে জম্মুতে পরিবারের সকল সদস্যকে হারান। হামিদ মির খুব অল্প বয়সেই সাংবাদিকতায় যুক্ত হন ঐতিহ্যবাগি দৈনিক "জং" এর কলামিষ্ট রুপে। ১৯৯৬ সালে দৈনিক পাকিস্তান এর ইসলামাবাদ এডিশন এর সম্পাদক নিযুক্ত হন। তিনি ছিলেন পাকিস্তানের সর্বকনিষ্ট সম্পাদক। ২০০১ সালে ওসামা বিন লাদেন এর সাথে তার সাক্ষাতকার তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০০২ সালে তিনি জিও টিভি তে যোগ দেন। তিনি জিও টিভির জনপ্রিয় রাজনৈতিক টক শো " ক্যাপিটাল টক" উপস্থাপনা করতেন। এছাড়া বিশিষ্ট ব্যাক্তিদের সাক্ষাতকার গ্রহনেও তার দক্ষতা আছে। তিনি এখনও নিয়মিত কলাম লিখেন। তার কলাম বাংলায় "দৈনিক নয়াদিগন্ত" তে ও প্রকাশিত হয়। সাহসি সাংবাদিকতার জন্য তিনি দুইবার পারভেজ মোশাররফ এবং যারদারি সরকার কর্তৃক পাকিস্তান টেলিভিশনে নিষিদ্ধ হয়েছিলেন।
তার উপর এর আগেও হামলার চেষ্টা হয়েছিল। তিনি কিছুদিন থেকেই তার উপর হামলার আশংকা করেছিলেন। এটিও বলেছিলেন যে তার উপর কোন হামলা হলে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলাম এবং তার কিছু সহকর্মি দায়ি থাকবে। এই দক্ষ ও সাহসি সাংবাদিক এর জন্য তার পরিবার সকলের দোয়া চেয়েছেন।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
||
তিনি অনেক সময় ওসামার সাথে গোপন ভাবে সাক্ষাতো করেছিলেন,
তার উপর সন্ত্রাসীদের হামলা এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না,
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
কিন্তু একটা মানুষ গুলি খেয়েছে তাই আপনার এত ভাল লাগল!!!!: :
মন্তব্য করতে লগইন করুন