ভোট দিয়ে যা
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৩ জানুয়ারি, ২০১৪, ১০:৩৫:২৬ রাত
ভোট দিয়ে যা
আয় ভোটার আয়।
মাছ কাটলে মুড়ো দেব,
গাই বিয়োলে দুধ।
দুধ খেতে বাটি দেব,
সুদ দিলে টাকা দেব,
ফি দিলে উকিল হবো,
চাল দিলে ভাত দেব
মিটিং এ যাবনা
অবসর পাবনা
কোন কাজে লাগব না
যদুর কপালে আমার ভোট দিয়ে যা।
ভোট দিয়ে যা
আয় ভোটার আয়
আমি ভোটের লাগিয়া ভিখারি সাজিনু ফিরি ওগো দ্বারে দ্বারে।
আমি ভিখারি না শিকারি গো,
ওহে, হাঁ ছাড়া কেউ না বলিল না ক্যানভাস করিনু যারে।
সব হাঁ করেই যে রইল তাকায়ে,
আমি কার হাঁ বল বুঝাই কিসে।
যত ক্যানভাসারের ভাষা, তাতেও পাইনু আশা
বলে সেন্ট পার্সেন্ট ভোট পাব।
আমি কাহাকে বিদায় করি দুহাতে ডিনাই করি,
করি অভিনয় অভিনব
আমি নেতা কি অভিনেতা,
সেটা মালুম করিবে কেটা।
আমি এই রুপে গতবারে ফিরেছিনু দ্বারে দ্বারে
ছেয়েছিনু একটি ভোটটো ।
মোরে ভুলাইয়া প্রলোভনে ভোট দিল অন্য জনে
মোর ডিপোজিট মানি হলো জব্দ।
আমার মান গেল মানিও গেলো,
আসমান হতে পড়লাম কাদায়
আমার আশা মান দুই হলো চুর্ন।
আমি ভোটার পিড়িতি বুঝতে নারি
দিলু সন্দেশ, চড়াইনু মোটর গাড়ি।
দিনু উপরি বলিয়া কিছূ পকেটে আরো।
বলি রাখ যদি রাখো দাদা মারো তো মারো।
হাতে ব্যলট পেপার দিল পোলিং অফিসার
দেখি কার খেয়ে কার প্রেমে পড়ে অভিসার।
মোরে ভোট তো দিয়েছ দাদা পুছিনু আসি,
দেখি ধিরে ধিরে চলে যায় মুচকি হাসি।
কেউ বাহির করিল শুধু দন্তপাটি
শেষে বুঝিলাম করিয়াছে দিনে ডাকাতি।
আমায় মেরে যে দিলরে
ঠেলে ঠেলে চলল মোটর মেরেই যে দিলরে।
প্রেত যদি হবো মরে ষোল অবতার
যে ভোট দেয়নি তার মটকাব ঘাড়।
যে জন সুজন ভোট দিবে মোর জন্যে,
অর্ধেক রাজত্ব দিব দিব রাজ কন্যে।
ভোটানন্দ দাস বলে কিবা এযে খেল রে,
গাছে তে রয়েছে কাঠাল গোফে দাও তেল রে।
এমন ফল ত আর পাবেনা
মাথায় ভাংগার জন্য এ ফল আর পাবেনা
একট ফল তো হবেই হবে
সত্য ফল বা ডাউনফল,
একটা ফল তো হবেই হবে।
ভোটানন্দ দাস বলে কিবা এযে খেল রে,
গাছে তে রয়েছে কাঠাল গোফে দাও তেল রে।
বি দ্রঃ- কবিতাটি আমার নয়। পশ্চিম বঙ্গের পরলোকগত স্যাটায়ারিস্ট ও সাংবাদিক শরৎচন্দ্র পন্ডিত এর লিখা।
অপ্রাসঙ্গিক হলেও একটি মজার ঘটনা বলছি তার সম্পর্কে। তার প্রকাশিত ও সম্পাদিত পত্রিকার নাম ছিল "বিদূষক"। তাকে এক অনুষ্ঠানে কথাসাহিত্যক শরৎচন্দ্র চট্যোপাধ্যায় তাকে সম্বোধন করেন " কি খবর বিদূষক শরৎচন্দ্র?"। এই রসিক মানুষটি জবাব দেন "ভালই আছি ভাই চরিত্রহীন শরৎচন্দ্র"।
বিষয়: বিবিধ
২৯১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
তা ভোট কি দিলেন? আর কি ই বা পেলেন?
মন্তব্য করতে লগইন করুন