এইচএসসি পড়লেই সকলে প্রোগ্রামার!

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩৯:২১ রাত

২০১৩ সাল থেকে এইচএসসি তে চালু হয়েছে নতুন কারিকুলাম। এই কারিকুলাম এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সংযুক্ত হয়েছে তা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এইচএসসির সকল বিভাগেই বাংলা ও ইংরেজির সাথে এই বিষয়টি বাধ্যতামুলক করা হয়েছে। বর্তমান যুগে এই বিষয়টির প্রয়োজন নিয়ে দ্বিমত পোষন করার সুযোগ কোনভাবেই নাই। কিন্তু এই বিষয়টির সিলেবাসে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা কতটা সকল বিভাগের শিক্ষার্থিদের জন্য উপযোগি তা সিলেবাস প্রনয়নকারীরা ভেবেছেন বলে মনে হয়না। এইচএসসির সিলেবাসে দেয়া হয়েছে এইচটিএমল এর সাহাজ্যে ওয়েবপেজ তৈরি। অথচ বর্তমানে ওয়েবপেজ তৈরির জন্য ড্রিমওয়েভার বা ফ্রন্টপেজ এর মত প্যাকেজ সফটওয়্যার পাওয়া যায়। এমনকি প্রফেশনাল ওয়েব ডিজাইনার রাও এই ধরনের প্যাকেজ ব্যবহার করেন। ওয়েব ডিজাইনার ছাড়া আর কারো এই এইচটিএমএল নিয়ে বিষদ জানার প্রয়োজন এখন কতটুক আছে তা চিন্তার বিষয়। সাধারন ব্যবহারকারিরা এখন ইন্টারনেট ব্যবহার করে ব্লগপর্যন্ত তৈরি করছে এইচটিএমএল প্রাথমিক জ্ঞানটুকুও ছাড়াই। এই সিলেবাসে আরো যুক্ত করা হয়েছে ডাটাবেজ ডিজাইন। ডাটাবেজ সম্পর্কে প্রাথমিক ধারনা সকলের জন্য জরুরি হলেও সফটওয়্যার তৈরি ছাড়া সাধারন ব্যবহারকারীদের এ সম্পর্কে বেশি জানা জরুরি নয় কোনভাবেই। এই সিলেবাসের সবচেয়ে ভয়ংকর বিষয়টি বোধহয় সকলের জন্য বাধ্যতামুলক সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি। একসময় কম্পিউটার ব্যাহারকারি মাত্রই প্রোগ্রামার ছিল(কমপক্ষে ২৫ বছর পুর্বে!)।কিন্তু বর্তমানে কম্পিউটার ব্যবহারের জন্য প্রোগ্রামিং জানা কোনভাবেই জরুরি নয়। সি++ প্রোগ্রামিং স্নাতক ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার ছাড়া অন্য বিভাগে পড়ানো হয় তৃতিয় বা চতুর্থ বষেয়। এছাড়াও এই সিলেবাসে বুলিয়ান এলজেব্রা সহ বেশ কিছু গানিতিক বিষয় ও আছে।

এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞান,মানবিক,বানিজ্য এমনকি সঙ্গিত সহ সকল বিভাগে বাধ্যতা মুলক বিষয়ের জন্য এই সিলেবাস উপযোগি কিনা। আমাদের দেশে অনেক এই আছেন যারা গনিতে পিছিয়ে। শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই এই অবস্থা। এখন মানবিক বা সঙ্গিত বিভাগের শিক্ষার্থিদের যাদের গনিতের জ্ঞান ও এপটিচ্যুড কম তাদেরকে বুলিয়ান গনিত এবং সি++ প্রোগ্রামিং শিখানো কিভাবে সম্ভব হবে। অন্যদিকে এমনকি বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থীদের জন্যও এই জ্ঞান কোন কাজে আসবেনা। বাধ্যতামুলক বিষয় হওয়ার কারনে এই বিষয়ে পাস করা এবং উচ্চতর বিভাগের জন্য ভালনাম্বার তোলাও অপরিহার্য হবে। ফলাফল এইবিষয়টির শিক্ষা জীবনমুখি না হয়ে হয়ে যাবে কোচিং ও প্রাইভেট মুখি। এইচএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা হওয়া উচিত শিক্ষার্থিকে তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান ও এর ব্যবহার এর উপর। কিন্তু এই সিলেবাস দেখে মনে হচ্ছে এর প্রনেতারা কম্পিউটার শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা এই দুই বিষয়ের মধ্যে পার্থক্য বুঝেননা।

বিষয়: বিবিধ

২২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File