আমার চোখে একজন আদর্শ ব্লগারের মাপকাঠি
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৮ জুন, ২০১৪, ০৭:৪৭:০১ সন্ধ্যা
ভালোবাসলেই যেমন ঘর বাঁধা যায় না, থাকা চাই মনের ঘরের শক্ত খুঁটি তেমনি শুধু ব্লগের খাতায় নাম লিখলেই ভালো ব্লগার হওয়া যায় না। ব্লগার হতে গেলে থাকতে চাই অসীম ধৈর্য, অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালো মানসিকতা, অপরের সমালোচনা সহ্য করার মত দৃঢ় মনোবল, সর্বোপরি চলার মত মেধা।
লেখা বড় না করে কিভাবে ভালো ব্লগার হওয়া যায় তার কিছু তালিম
১) ফুসরত পেলেই ব্লগে লগিন করা এবং আমন্ত্রণ জানানো পোষ্টসহ সব পোষ্ট পর্যবেক্ষণ করা।
২) বেশী বেশী এবং যুক্তিপূর্ণ রসাত্মক মন্তব্যের মাধ্যমে ভালো লেখাকে প্রমোট করা। রেডিমন্তব্য কম করা।
৩) নিজের সাধ্যমত মেধা খাটিয়ে পোস্টের মাধ্যমে নতুন কিছু ব্লগারদের উপহার দেয়া এবং যুক্তিসহকারে ছোট পোষ্ট করা কারণ ছোট পোষ্টের পাঠক বেশী।
৪) ভালোকে ভালো এবং মন্দকে সমালোচনা সহকারে পরিশুদ্ধ করার পরামর্শ দেওয়া।
৫) পোষ্টে মন্তব্যে করলে তার প্রতিমন্তব্য দেওয়া।
৬) যাদের ব্লগ সম্পর্কে ধারণা কম তাদের যথাসাধ্য জ্ঞান দেওয়ার চেষ্টা করা এবং নতুন নতুন ব্লগারদের আমন্ত্রণ জানানো।
৭) যেসব ভাই বোনেরা এখনো বিবাহ করেন নাই তাদের জন্য উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান দিয়ে ইহকাল ও পরকালে অসীম ছাওয়াবের ভাগি হওয়া।
আরো পরামর্শ থাকলে আপনার যোগ করতে পারেন। আমি সেগুলো ইনক্লুড করে দিবো।
বিষয়: বিবিধ
১৯৫৯ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই শর্ত পালন করার মত কেউ পাইনি তাই কাউকে আমি ভালো ব্লগার বলতে পারলমা না ,,অনেক অনেক ধন্যবাদ চুর
আসেন ,,,
৯) কারো অসম্মান না করা মোটেও!
১০) মাঝে-মাঝে চা-কফি-চানাচুর-ফুচকা-চটপটি-হালিম-ছানারসন্দেশ-ফলফলাদি, বাসায় তৈরি কিছু খাবার যেমন > আচার, আমসত্ত্ব, নুডুলস, পিজ্জা, বার্গার, চপ, কাবাব, হালুয়া, বরফি, শরবত, সেমাই, জরদা, ফিরনি, লাস্সি, পিঠা-পুলি ইত্যাদি খাওয়ানো, নিজে খাওয়া এবং অন্যদের জন্যও কিছু রাখা, প্লেটে তুলে দেয়া!
>-
সুন্দর বলেছেন। আপনার একথাগুলো আমার ভাল লেগেছে। আমিও চেষ্টা করবো এসব পরামর্শ এবং গুনাবলী ফলো করা এবং অর্জনে চেষ্টা করার। আপনাকে ধন্যবাদ।
অনেক ভালা ভালা খৌব সুরত নসিহত বিতরণ কইরলেন মশাই! তো চুরি সামারী বন্ধ করণের কুনো নসীহত বিতরণ কইরলেন না কিল্লাই? রোজা রমজান মাসে চুরি সামারী বন্ধ না কইরলে সামনে ঈদ খরচার ডর আছে নাকি?
একমত
৭ নম্বরটি বড়ই কঠিন কাজ। এর চেয়ে ব্লগার হওয়া ভালো। যদি ম্যাচ করে, তাহলে প্রায়ই দেখা যায়, আপনার খোঁজ খবর নিবার জীবনেও তাদের সময় হবে না। কিন্তু যদি ম্যাচ না করে তাহলে আপনার খবর করে ছাড়বে। যা হোক "পরাজয়ে ডরে না বীর।"
এই যে দেখলাম। আপনার সাথে খুব মানাবে। বউ পছন্দ না হলে জানাবেন। আরো দেখবো। <:-P <:-P <:-P
ভালো হয়েছে আপনার উপদেশ।
মন্তব্য করতে লগইন করুন