আমারও তো একটা স্বপ্ন আছে
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৭ জুন, ২০১৪, ১০:১৫:৫০ রাত
গভীর রাতে ভাবনার নদীতে স্বপ্ন নামক জোয়ার আসে, ঢেউ খেলে কিন্তু সকাল হলে সেখানে ভাটা পড়ে, ধুয়ে মুছে সব নিয়ে চলে যায়। শত ব্যস্ততার মাঝে স্বপ্নগুলো ডানা ঝাপটায় কিন্তু উড়তে পারে না। আমারতো একটা মন আছে, চিন্তা করার মত মনন আছে। হালহীন নৌকার মত ঘুরতে ঘুরতে তো স্কুল, কলেজ ডিঙিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একটা কাগুজে সার্টিফিকেট জোগাড় করেছি। সেটা দিয়ে চাইছি স্বপ্ন দেখার মত একটা নীড় খোঁজার। যেখানে বসে নিরালায় আমি কিছু ভাবতে পারবো, কিছু লিখতে পারবো, কিছু পড়তে পারবো, কিছু গড়তে পারবো কিন্তু সেই স্বপ্নের ছোঁয়াটা তো আর কিছুটা পথ বাকি। নাকি এভাবেই বাকিটা পথ পাড়ি দিয়ে হাঁটতে হবে পরকালের পথে? তাহলে কি আমার স্বপ্নগুলো অধরাই হয়ে রবে? কিন্তু আমি তো কখনো হার মানি নি। শত প্রতিকূলতায়ও তো বয়ে বেড়াচ্ছি জীবন নামক তরী। মাঝে মাঝে শুকনো নদীতেও বাইতে হয়েছে। তবুও হাল ছাড়িনি। তাহলে কি হালই আমাকে ছেড়ে দিবে?
(লেখাটা চুরির মাল নয়)
বিষয়: বিবিধ
১৮৭৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ দুনিয়ায় মানুষ যত পাবে তত আশা করবে এটাই নিয়ম। যা পেয়েছি তাতেই আমাদেরকে আল্লাহর শুকরিয়া করতে হবে। ভবিষ্যত ভালো আশার জন্য নিরাশ না হয়ে তাঁর কাছেই একনিষ্ট মনে চায়তে হবে। আর সব সময় পরকালের চিন্তা করেই সামনে এগুতে হবে।
আল্লাহ আপনার সৎ আশা পূরণ করুক।
অনেক সুন্দর লিখেছেন ভাইজান
"ভোর হয়নি, আজ হোল না, কাল হবে কিনা তাও জানা নেই, পরসু ভোর ঠিক আসবেই এই আশাবাদ তুমি ভুলো না"--- মাহমুদুজ্জামান বাবুর একটি গান।
মন্তব্য করতে লগইন করুন