তুমি কি টের পাচ্ছো আমার দীর্ঘশ্বাস?
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৩ জুন, ২০১৪, ০৪:০৪:০০ বিকাল
অদ্ভূত এক আঁধার আমার চারপাশে
ভয়াবহ শূন্যতাকে উপেক্ষা করে
তবু বসে আছি
তোমার প্রতীক্ষায়………!
তুমি কি শুনছো আমার বুকের ভেতর
কেমন প্রলয় উঠেছে?
তুমি কি টের পাচ্ছো আমার দীর্ঘশ্বাস?
আকাশের কোণে যে মেঘটুকু ভাসছে এখন
তাকে চিনতে পারছো কি?
কি জানি, কোথায় আছো! কেমন আছো!
আমার ব্যাপারে তোমার আগ্রহ বেঁচে আছে কি?
জানিনা কিছুই…………।
সময় বড় বেশি স্বার্থপর
বড় বেশি ক্লান্তিকর
তাই
আমার পথ চাওয়া আর কত দীর্ঘ হবে
আমি জানিনা।
তবু আছি পথ চেয়ে…….
লেখাটা আমার প্রিয় একজন মানুষের অভিব্যক্তি
বিষয়: বিবিধ
১৬৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুনলাম পেরিসে নাকি জুতা থেরাপি চইলতাছে। দেশের মাডিতেও নাকি জনগণ গণধোলাই দেওনের জন্য তীর বল্লমে ষরিষার তৈল মর্দন শুরু করেছে।
"ছিঁচকে চোর" এর সাথে
"গ্যাঞ্জাম খানের খোলা চিঠি" এর
সম্পর্কটা কী/কিসের??????
@@আবু সাইফ সাব
গ্যাঞ্জাম খান আর আমি খালাতো ভাই। ব্যাসিকেলি নো ডিফরেন্স।
মন্তব্য করতে লগইন করুন