হায়রে নারী
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ১৬ জুন, ২০১৪, ০৮:১২:৪২ রাত
নারী বিষয়ে বহু ধারণা প্রচলিত আছে। তবে এর কিছু সত্য এবং কিছু মিথ্যা। যদিও সব পূর্বধারণা কখনোই সত্য হয় না। তাই এর ব্যতিক্রম থাকবেই। এ লেখায় থাকছে এ ধরনের কিছু প্রচলিত ধারণা, যা অনেকাংশেই সত্য।
১. নারী সংবেদনশীল
নারী বিষয়ে অন্যতম একটি প্রচলিত ধারণা যে নারী সংবেদনশীল। আর বাস্তবেও বেশিরভাগ নারীকে তাই দেখা যায়।
দুই-একজন হয়তো তা নাও হতে পারেন। কিন্তু যদি তার পরেও আপনাকে মানতে হবে যে, অধিকাংশ নারীই সংবেদনশীল। নারী হিসেবে আপনি যতোই শক্তিশালী ও কঠোর হন না কেন, আপনার ভেতরের সংবেদনশীলতাকে অস্বীকার করতে পারবেন কী?
২. নারী কথা বলতে ভালোবাসে
কথা বলা নারীর প্রিয় একটি কাজ। তা গসিপ কিংবা অন্য যে কোনো বিষয়ই হোকনা কেন। মৌখিক যোগাযোগের এ মাধ্যমটিকে নারী সব সময়েই ব্যবহার করে।
৩. নারী হালকা
দেহের ওজনের দিক দিয়ে পুরুষের তুলনায় নারীর গড় ওজন কম হয়। এর পেছনে দৈনন্দিন বা জীবনযাপনজনিত কোনো কারণ জড়িত নয়। এটা স্বাভাবিক একটা বিষয়। যদিও এর ব্যতিক্রমও পাওয়া যায়।
৪. নারী হিংসুটে
ছোটখাট বিষয় নিয়ে নারীদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি দেখা যায়। তবে বরাবরের মতো বলতেই হয়, সবাই এমন নয়।
৫. নারী আবেগপ্রবণ
আবেগের সঙ্গে নারীর সম্পর্ক পুরুষের তুলনায় অনেক বেশি। আবেগগত বিষয় থাকলে নারী অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে।
৬. বান্ধবীকে সবকিছুই বলে নারী
নারী তার ঘনিষ্ঠ বান্ধবীকে তার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়ই জানিয়ে দেয়। যেসব বিষয় আলোচনা করলে সমাধান পাওয়া যাবে সেসবের পাশাপাশি সমাধানের অনুপযোগী বিষয়, হৃদয়বৃত্তিক বিষয়- সব কিছুই থাকে এ তালিকায়
কোথায় পাইছি সেটা বড় কথা না.. কথা হলো বিষয়টা সত্য কিনা
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৩. নারী হালকা, এ ব্যাপারে একমত না।
এখানের নারীরা ৩০০ থেকে ৪০০ পাউন্ড ওজন
হবে।
৮. নারী দ্বিমুখী আচরণ করে পারসন বুঝে : পাড়ার পোলাপান টিজ করলে মামলা করে আর শাহরুখ জড়িয়ে ধরে চুমু খেলে সমস্যা হয় না বরং খুশী হয় ।
প্রিয় ছিঁচকে চোর দেখি নারী সম্প্রদায় নিয়া বহুত গবেষনা করছে। ঘটনা কি জাতির কাছে পরিষ্কার করা হোক। m/ m/ m/
প্রিয় ছিঁচকে চোর দেখি নারী সম্প্রদায় নিয়া বহুত গবেষনা করছে। ঘটনা কি জাতির কাছে পরিষ্কার করা হোক।
মন্তব্য করতে লগইন করুন