একটা ফাটাফাটি জোকস,, ভালো না লাগলে পয়সা ফেরত
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ১২ জুন, ২০১৪, ০৫:৪৩:৫১ বিকাল
শামসুর ছেলে এসে শামসুকে বলছেঃ “আমি পাশের বাড়ির
আলো'কে বিয়ে করতে পারি?”
শামসু বললোঃ “একটা গোপন কথা বলি, আলো আমার মেয়ে,
সে তোমার বোন হয় তাই তুমি অন্য মেয়ে দেখো!!” :
কয়েকদিন পর ছেলে আবার এসে বললোঃ “আমি কি ও পাড়ার
আঁখি'কে বিয়ে করতে পারি?”
শামসু বললোঃ “সেও তোমার বোন, সুতরাং অসম্ভব!!” :
এর কয়েকদিন পর ছেলে এসে আবার বললোঃ “তোমার বন্ধুর মেয়ে রাখী'কে বিয়ে করলে কোন সমস্যা?”
শামসু বললোঃ “দুঃখজনক হলেও সেও তোমার বোন হয়!!” :
এরপর ছেলে রেগে গিয়ে মায়ের কাছে গিয়ে বললোঃ “আমি যে মেয়েকেই বিয়ে করতে চাই বাবা বলে সেই মেয়েই নাকি আমার বোন হয়!! আমি কি করবো?”
শামসুর বউ মুচকি হেসে বললোঃ “উনার কথায় কান দেওয়ার
দরকার নাই!! তুমি ঐ সবগুলা মেয়ের মধ্যে যে কাউকেই বিয়ে করতে পারো!!
কারণ... ↓
↓
↓
↓
↓
↓ → → → → সে তোমার আসল বাবা নয়!! ;
বুঝলে বুঝুইন না বুঝলে বুড়িগঙ্গায় গিয়া ডুব মারেন।
বিষয়: বিবিধ
৪৮১২ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশীরা এখনো এত্ত খারাপ হয় নাই ।
ভালো হোক মন্দ হোক আমার নাইকো কোনো ডর
এই দেশেই থাকুম সারাজীবন ভর।
টিচারঃ আমি প্রানীর
নাম বলবো তুমি এর
ডাক বলবা।
টিচারঃ ডগ?
ছাত্রঃ ঘেউ ঘেউ।
টিচারঃ বিড়াল?
ছাত্রঃ মিয়াউ।
টিচারঃ লায়ন?
ছাত্রঃ আহ আহ আহ আহ......
.
.
.
.
.
.
.
.
.
টিচারঃ ইউ স্টুপিড,
আমি বলেছি লায়ন,
লিওন না ।
এক মন্ত্রী মৃত্যুর পর পরজগতে গেলো।তো সে যখন স্বর্গে ঢুকবে,(যাই হোক ধরে নেই সে কোনোভাবে স্বর্গে ঢুকবে) তখন দেবতা তাকে বলল,”স্বর্গে কিছু সংস্কার চলছে;তুমি ২দিন শুধু নরকে ঘুরে আসো;এরপর স্বর্গে ঢুকো”
মন্ত্রী রাজি হল।
নরকে শয়তান তাকে সাদর আমন্ত্রণ জানালো। এরপর সে তাকে নরক ঘুরে দেখাতে লাগলো
মন্ত্রী অবাক হয়ে দেখতে লাগলো যে নরক অনেক সুন্দর।খুবই আরামের বাবস্থা,সুন্দর সুন্দর প্রাসাদ থাকার জন্য।
খেলাধুলার জন্য পুল,গলফ মাঠ আরও অনেক কিছু।অনেক সুস্বাদু পানীয়,খাবার দাবারের বাবস্থা। আর অসংখ্য সুন্দরী অপ্সরী।
মানুষ অনেক আরামে আছে ওখানে
২ দিন পর দেবতার কাছে মন্ত্রী বলল যে সে নরকেই থাকতে চায়।
দেবতা অবাক হয়ে জিজ্ঞেস করলো,”তুমি সত্যি ওখানে থাকতে চাও?’
মন্ত্রি,”হ্যাঁ”
দেবতা রাজি হল।
কিন্তু এরপর মন্ত্রী নরকে গিয়ে দেখল যে নরক পুরো অন্যরকম।কোন সুন্দর জায়গা নেই। শুধু আগুন আর কয়লা। মানুষজনকে শাস্তি দেয়া হচ্ছে।দৈত্যরা মানুষজনকে শাস্তি দিচ্ছে।অসংখ্য সাপ আর হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে;খুবই কুৎসিত আর জঘন্য জায়গা।
মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো শয়তানকে “নরকের এই হাল কেন?আগে আমি কি দেখলাম!!”
শয়তান হেসে বলল,” আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও;আমিও তাই করেছি। তোমার তো এটা বুঝার কথা”
লন নগদ ১ হাজার দিলাম
একলোক অফিস থেকে বাসায় আসলো , তার প্রিয় চেয়ারটাতে বসলো , টিভি চালাল এবং তার স্ত্রী কে বলল , " তাড়াতাড়ি কর তো, আমাকে এক কাপ চা এনে দাও, এখনই শুরু হবে । " স্ত্রী একটু হতচকিত হল , কিন্তু চা এনে দিল। ওই চা শেষ হওয়ার পর লোকটি আবার বলল " তাড়াতাড়ি কর, আমাকে আরেক কাপ চা এনে দাও, একটু পরেই শুরু হয়ে যাবে " ।স্ত্রী একটু রাগল কিন্তু এক কাপ চা এনে দিল । যখন ওই কাপ শেষ হল আবার বলল "আরেক
কাপ দাও না শুরু হওয়ার আগে আগেই "
.
.
.
.
.
.
এইবার স্ত্রী রেগে উঠল , চিৎকার দিয়ে বলতে লাগল,
"হইছে আর লাগবেনা , অকর্মা তুমি ঘরে আইসা খালি বসেই থাক । একটা ঘরের কত কাজ তুমি জানো । নবাবজাদা আসেন সব হাজির পান তো তাই কিছুই গায়ে লাগেনা নাহ । সারাদিন আমি বান্দির মত খাটি , উনি আইসা আমারে একটু জিরানোরও সময় দেয় না। রান্না বান্না ধোঁয়া পালা কত কাজ যে এই সংসারে কোন হিসেব আছে। এই সংসারে আমার কাজের কোন দাম পাইলাম না । অন্য কেউ হইলে তোমার ঘর কেউই করত না । আমি দেইখা পড়ে আছি .................."
.
.
লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল > অরেহ শালা , তাহলে শেষ পর্যন্ত শুরু হইল এতক্ষণে
I'm in a hurry.
পরে পড়ে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন