একটি কলিজা পোষ্ট বিপরীতে আড়াইটি ব্লগিং লাইফের অবসান
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ০৯ জুন, ২০১৪, ০৭:১৭:৪০ সন্ধ্যা
সবকিছু ভালোই চলছিল, সুন্দর সব মানুষের মিলনমেলা, সুন্দর মন, সুন্দর সুন্দর আপুদের নজরকাড়া কবিতা আর গল্প, সুন্দর সুন্দর ছড়া আর মডু মামাদের আরামের ঘুম। কিন্তু বিধির যেন আর সহ্য হলো না। হঠাৎ ব্লগে আমদানি হলো আবেগ আর কলিজা। বিপত্তিটা ঘটলো সেখানেই। কোন কোনো ব্লগারের মন্তব্যে অতি আবেগ ঢালার কারণে কোনো কোনো কবির ভাবনায় চলে আসে কাব্য। ফলে আবেগ আর কলিজায় বাধলো তীর। লেগে গেলো মনো মালিন্য। যারা এই বিপত্তিটার উৎপত্তি ঘটালো তাদের পোষ্টের তর্জমা বিশ্লেষণ করে আমি ছিঁচকে চোরও অবাক হই। সবগুলো ব্লগারই অতি ভদ্র। তাদের পোষ্টগুলো মানুষকে আকৃষ্ট করেছে কল্পনাতীত। বিশেষ করে সুর্যের পাশে হারিকেন (মন্তব্যের যাদুঘর), হারিয়ে যাবো তোমার মাঝে (আবেগের আসমান) এবং আরো দুই একজন আপু ব্লগার। এই ব্লগে যারা নিয়মিত ব্লগিং করে (আমি বাদে) সবগুলো ব্লগারই আমার অতি প্রিয় (প্রিয় এই কারণে তাদের মাঝে আমি প্রস্ফূটিত গোলাপের ঘ্রাণ পাই, কোনো ধরনের অশ্লীলতা বা বেহায়াপনা দেখিনি।)। কিন্তু তাদের মাঝে এই ধরনের মনোমালিন্য কেনো ঘটলো এবং ঘটার কারণে আড়াইটি ব্লগার ব্লগ ছেড়ে চলে গেলো কিন্তু কারোর ভিতর (বর্তমান সরকারের মত) কোনো বিন্দুমাত্র বিকার নেই। যা আমাকে খুব বিস্মিত করেছে বলে আমি ছিঁচকে চোর (সবার অপ্রিয় পাত্র) হয়েও কিছুটা অনুভবে আনলাম তাদের। কারণ আমরা সবাই একই ঝাঁকেই কৈ। আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি চাই সবাই আবার আগের মত সুন্দরভাবে ব্লগিং করুক। তারা ফিরে আসুক আমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। লেখায় ভুলক্রটি থাকলে ক্ষমা করে দিয়েন।
পড়া শেষে চোরের পক্ষ থেকে হাল্কা স্নাক্সের ব্যবস্থা করা হয়েছে আশা করি কেউ না খেয়ে আমাকে হেয় করবেন না।
বিষয়: বিবিধ
১৫৭৯ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে ।ধন্যবাদ ।আশা করি উনারা আবার ফিরে আসবেন ।আশা করি উনারা এব্লগ ছেড়ে যাবেন না ।
এখন চিন্তার বিষয় এই পোষ্ট নিজে লিখছে নাকি চুরির মাল?...
ওকে পালাতে দেখে বিজয়ী জন চিৎকার দিয়ে বলে-এই ব্যাটা এখন চোরের মতো পাালাস ক্যা?
সে জবাব ডাট দেখিয়ে জবাব দিতে দিতে দৌড়ায়--তোর এতো বাপ চলে এলে, পালাবো না তো ভয় করবো নাকি??
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ছেলে না মেয়ে?
কিন্তু আড়াই জন ব্লগার চলে গেছে মানে কি ? কারা চলে গেল ? দুজন কারা ? অার ভগ্নাংশ ব্লগারটাই বা কে ? মানে দুজন আস্ত,আর অরেকজনের কোমরের নীচের থেকে কিছু নেই ??? নাকি মাথা বরাবর ফালি করা ব্লগার ??/
কি আচানক কথা !!!
খাবারের জন্যে ধন্যবাদ
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন