আমার স্তনে ঝড় ঝাপটা বেশী গেছে বলেই ক্যান্সার হয়েছে : তসলিমা Give Up

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২২ মে, ২০১৪, ০৮:০৪:৩৯ রাত

বাংলাদেশের কোনো কোনো পত্রিকায় দেখলাম আমার ‘স্তনের টিউমার’ নিয়ে বেশ উত্তেজিত। টিউমারকে রীতিমত ‘ক্যানসার’ বানিয়ে বাজারে ছেড়েছে। লোকরা লুফে নিয়েছে স্তন ক্যানসার সংবাদ। যদিও টিউমারটা ক্যানসার নয়, একে ক্যানসার বানানো হয়েছে। আমাকে নিয়ে সেই আশির দশকের শুরু থেকেই অবশ্য নানারকম কেচ্ছা বানানো হচ্ছে। কেচ্ছাগুলো বিশ্বাস করায় অজ্ঞ অশিক্ষিত লোকেরা অসম্ভব পারদর্শী। আমি দেশে নেই আজ কুড়ি বছর, কিন্তু কেচ্ছার কমতি নেই। ভাবছিলাম, যদি স্তনে না হয়ে শরীরের অন্য কোথাও ক্যানসার হওয়ার খবর প্রচার হতো, ধরা যাক পায়ের আঙুলে! স্তন বলেই কি আগ্রহটা বেশি? অনলাইন পত্রিকার মন্তব্য বিভাগে শত শত নিন্দুকের খুশি উপচে পড়েছে।

ক্যানসারের খবর শুনে আনন্দ করেছে ধর্মান্ধের দল। কেউ একজন বললো, আমার স্তনের ওপর ঝড়-ঝাপটা বেশি গেছে বলেই ক্যানসার হয়েছে। কেউ কেউ বলছে, ইসলামের সমালোচনা করেছি বলেই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, ক্যানসার দিয়েছেন, আমি যেন ভুগে মরি। কেউ আবার ভীষণ উত্তেজিত, ক্যানসারে মরছি, আর দুদিন পরই জাহান্নামের আগুনে পুড়বো। কী সুখই না এরা পেয়েছে আমার ক্যানসারের খবরে। এরা ইসলাম বিশ্বাসী, ধার্মিক। এরা অন্য লোক জাহান্নামের আগুনে পুড়লে ক্যানসারে ভুগলে আনন্দে চিৎকার করে। ধর্ম কি দিন দিন এদের ভয়ানক অমানবিক করছে? আমার ঘোর শত্রুরও যদি অকালমৃত্যু হয়, যদি ক্যানসারে ভোগে, আমার চোখের জল তো তার জন্য ঝরবে। নাস্তিক্যবাদ আর মানববাদ আমাকে সহিষ্ণু করেছে, সহমর্মী করেছে, মানুষের প্রতি আমাকে সহানুভূতিশীল করেছে, আমাকে মানবিক করেছে, কিন্তু ধর্মবিশ্বাস কেন মানুষকে তা করে না? কেন মানুষ নিষ্ঠুর হয়, কেন হিংসা আর প্রতিহিংসা তাদের ক্রমাগত ক্ষুদ্র করে তোলে!

বিস্তারিত এখানে

বিষয়: বিবিধ

১৮৭৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224751
২২ মে ২০১৪ রাত ০৮:০৬
দুষ্টু পোলা লিখেছেন : Thumbs Up Thumbs Up Love Struck Love Struck
২২ মে ২০১৪ রাত ০৮:১১
172021
ছিঁচকে চোর লিখেছেন : খাইছে পোষ্ট করতে না করতেই পোলাপান দেখি হুমড়ি খেয়ে পড়ছে। ৬৩ জন পঠিত। Big Grin Big Grin Applause Applause আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই একটা আকর্ষণ আছে। হুজুররা আর বাদ যাবে কেনো। এখানে তো কেউ দেখছে না
224758
২২ মে ২০১৪ রাত ০৮:১২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ছি এরকম নষ্টা মহিলা আমার জীবনে দেখিনি। ঐসব শব্দগুলো উচ্চারণ করতে তার একটুও কষ্ট হয় না। D'oh D'oh
২২ মে ২০১৪ রাত ০৮:১৫
172022
ছিঁচকে চোর লিখেছেন : কইতে কইতেই আইছে মাওলানা সাব। ওটা কি শরীর থেকে বিচ্ছিন্ন কোনো অঙ্গ যে সেটা বলতে দ্বিধা করবে? বরং সে স্পষ্টবাদী মহিলা। মৌলবাদীদের চপেটাঘাত করতে ভয় পায় না।
224766
২২ মে ২০১৪ রাত ০৮:২১
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : মোল্লাদের কুনজর মেয়েদর স্তনে হবে না তো, বুড়ো আঙ্গুলে হবে?
২২ মে ২০১৪ রাত ০৮:২৪
172025
ছিঁচকে চোর লিখেছেন : একদম কারেক্ট বলেছেন। Thumbs Up
২২ মে ২০১৪ রাত ১১:২১
172082
মুক্ত কন্ঠ লিখেছেন : অমুল্লা পুরুষরা মনে হয় শুধুই আঙগুল চুষে!
224769
২২ মে ২০১৪ রাত ০৮:২৬
আমি মুসাফির লিখেছেন : এত ধকল সএছ এটাই তো বড় কথা। তাতে কিছু না হলেও ব্যথা তো হবেই।
২২ মে ২০১৪ রাত ০৮:৩৩
172026
ছিঁচকে চোর লিখেছেন : হুম ঠিকই বলেছেন। আসলে এত জনের হাত পড়েছে যে। সবাই তো আর সমান কেউ জোরে দিছে কেউ আস্তে। ফলে সেখানে একটা অসম চাপে টিউমারের আকৃতি নিয়েছে।
২২ মে ২০১৪ রাত ০৮:৪০
172027
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : অসম চাপে যদি টিউমার হয়, তো মোল্লাদের চার বিবির স্তন নিশ্চয় সৌদি দুম্বার পশম দিয়ে আবৃত?
২২ মে ২০১৪ রাত ০৮:৫৩
172033
ছিঁচকে চোর লিখেছেন : Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up হতেও তো পারে
224776
২২ মে ২০১৪ রাত ০৮:৩৭
শুভ্র আহমেদ লিখেছেন : এবার গালি না দিয়ে পারলাম না। আমি ধার্মিক, আমি এই সংবাদ পেয়ে আল্লাহর কাছে তার অসুখ ভালো হবার জন্য দোয়া করেছি। অথচ, এখন সেই আমাকেই গালি দিয়ে দিল। এটাই মনে হয় মানবতাবাদ.......
২২ মে ২০১৪ রাত ০৮:৫৩
172032
ছিঁচকে চোর লিখেছেন : একটি পিপড়ে কামড় দিলে যেমন সাথে থাকা অন্য পিপড়েগুলো মরণের শিকার হয় তেমনি একটি মোল্লা তাকে আঘাত করলে সবাইকে বলবে এটাই স্বাভাবিক। তবে আপনি যে ভালো মোল্লা তাতে কোনো সন্দেহ নেই।
224787
২২ মে ২০১৪ রাত ০৯:০৪
আবু জারীর লিখেছেন : কার কোথায় টিউমার
আর কার কোথায় ক্যান্সার
তা নিয়ে মাথা ঘামানো
ছিঁচকে চোরের কি দরকার?

চোরে চোরে মাসতুত ভাই
কথা যদি হয় ঠিক
ছিঁচকে চোরের রক্ষিতার প্রতি
জনতার নাই কোন ধিক।
২২ মে ২০১৪ রাত ০৯:১৩
172034
ছিঁচকে চোর লিখেছেন : খাঁটি মৌলানা এত পরে কেনো? Big Grin Big Grin আপনি না আসলেতো তমলিমার লেখা মজবে না।
224810
২২ মে ২০১৪ রাত ০৯:৫০
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : মহান আল্লাহ্ উনাকে সুস্থতা দান করুন ও সঠিক পথে পরিচালিত করুন। আমিন
২২ মে ২০১৪ রাত ১০:০৩
172057
ছিঁচকে চোর লিখেছেন : আমিন ছুম্মা আমিন
২২ মে ২০১৪ রাত ১১:৩০
172086
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : মহান আল্লাহ্ উনাকে সুস্থতা দান করুন ও সঠিক পথে পরিচালিত করুন। আমিন

তো এই আমিন আমিন জপ করে নিজের দেহের কিকি সুস্থতা অর্জন করতে সক্ষম হয়েছেন? নাকি স্কোয়ার হাসপাতাল,মাদ্রাজ,সিংগাপুর'ই শেষ ভরসা @ চৌরঙ্গী??
224866
২২ মে ২০১৪ রাত ১১:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছিঁচকে চোর তসলিমাকে নিয়ে এত চিন্তিত কেন ? তসলিমার অসুস্থতার জন্য আপনি ও কি দায়ী ?সে যে বললা স্তনে ঝড় ঝাপটা বেশী গেছে তাই বলছিলাম
224869
২২ মে ২০১৪ রাত ১১:৩৮
মুক্ত কন্ঠ লিখেছেন : ঐ বেঢপমার্কা(তসলিসার ভাষায়) অঙ্গে যত হাত পড়েছে সবগুলোই সৎ! জেন্টলম্যান অমুল্লা পুরুষের। ছোটকালে পড়া পনীর বন্ঠনকারী সেই শিয়াল পন্ডিতের কথা খুব মনে পড়ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File