বিজনেস আইডিয়া চাই

লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ১৬ আগস্ট, ২০১৫, ০৯:২২:০০ রাত

একটি মোবাইল মার্কেটে আমার একটা মিনিশপ আছে যেটাতে মোবাইল এক্সেসরিজ যেমনঃ চার্জার,হেড ফো্‌ন ব্যাটারী,কেচিং কভার,স্ক্রিন পেপার,মেমুরী,পেন ড্রাইভ সহ যাবতীয় মোবাইল সামগ্রী বিক্রি হয়।আমার সারা জীবনের সঞ্চয় আর দেনা করা কিছু টাকা সহ মোট ইনভেষ্ট প্রায় ১০ লাখের মতো। দোকানের এডভান্স আর ডেকুরেশন যার তিন ভাগের ২ ভাগ।দুঃখের বিষয় হলো এই দোকানের ভাড়া,সার্ভিস চার্য্য,বেতন খরচ মিটিয়ে মাসিক ৫০০০-৬০০০ হাজার টাকা আয় করা অনেক কঠিন হয়ে পরে।কোন মাসে খরচ মিটিয়ে প্রফিটে আসতে পারি না।আমি সেলস ম্যান কে বলে দিয়েছি কোন কাষ্টমারে সাথে জুলুম করবেনা।ন্যায্য দাম রাখবে।দোকানের পজিশন ভালো।সেলস ম্যান ছেলেটা অনেক ভালো আর চেষ্টাও করে, হিসাবেও বেশ পাকাপোক্ত কিন্তু ইনভেষ্ট অনুযায়ী প্রফিট মার্জিন বাড়াতে পারছি না।বেটার বিজনেস আইডিয়া থাকলে শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো।

বিষয়: বিবিধ

৩১০১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336273
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব ব্যাবসার অবস্থাই খারাপ।
একটাই লাভজনক বিজনেস আইডিয়া দিতে পারি সেটা হইল আওয়ামি লিগ এ যোগ দেয়া!!
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৮
278232
সোনালী সুদিন লিখেছেন : হাহাহা ভাই লীগ করতে পুঁজি লাগে আর সে পুঁজির নাম চাপা সেটা আমার নাই*-Happy
336279
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৬
সঠিক ইসলাম লিখেছেন : আপনি যদি মাসে ৪ % প্রফিট চান তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ১ লাখে ৪ হাজার পাবেন।
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩১
278233
সোনালী সুদিন লিখেছেন : ভাই আইডিয়াটা শেয়ার করেন সবাই উপকৃত হউকGood Luck
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
278318
সঠিক ইসলাম লিখেছেন : ডলার কিনা-বেচার ব্যাবসা।
336324
১৭ আগস্ট ২০১৫ রাত ০২:২৬
নৈশ শিকারী লিখেছেন : যদি ইনভেস্টের হারটা আরো বাড়াতে পারেন তাহলে প্রান আর.এফ.এল এর ডিলারশিপ নেয়ার ব্যাবস্থা করে দিতে পারি, ইনশাআল্লাহ ভালো আয় করতে পারবেন।
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
278234
সোনালী সুদিন লিখেছেন : হাহাহা এমনিতেই আল্লাহ ভালো রাখছেনWaiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File