ইসলামী সম্ভাষণ
লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ০৫ মে, ২০১৫, ০৮:২১:৩৯ রাত
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সন্মানিত গুণী টিচার ক্লাসে এসে যখন সকল ছাত্র-ছাত্রীকে সালাম দেন,অফিসের এমডি স্যার যখন পিয়নসহ সকল স্টাফকে সালাম দেন,রিক্সাআরোহী যখন রিক্সাওয়ালাকে সালাম দেন,মুচিকে যখন আপনি সালাম দেন,বাসের হেল্পারকে যখন সালাম দিয়ে মিষ্টি করে কথা বলেন,বড়রা যখন ছোটদের সালাম দেন,ডাক্তার যখন রোগীকে সালাম দেন,পুলিশ যখন জনগনকে সালাম দেন,আপনি যখন ড্রাইভার,দারোয়ান,সিকিউরিটি গার্ড আর অধিনস্তদের সালাম দেন তখন কেমন শান্তির পরিবেশ বিরাজ করে পরীক্ষামূলক ভাবে হলেও দেখতে পারেন।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সালাম এর আসল উদ্দেশ্যই আমরা ভুলে গিয়েছি।
ধন্যবাদ।
কিন্তু সালাম সম্মানের সাথে দোয়াও বটে...... সালামকে দোয়ার সৃষ্টিতে দেখলে মানুষের মাঝে ভেদাভেদ কমে আসবে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন