**মসজিদের প্রধান গেটে তালা**

লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ০২ মার্চ, ২০১৩, ১২:০৬:১৬ রাত

উত্তরা কেন্দ্রিয় মসজিদে আজকের জুমআর খুদবায় আল্লামা কামাল উদ্দিন জাফরি ন্যয়বিচার,ইনসাফ ও আমাদের জবাবদিহীতা এই বিষয়ের উপর আলোচনা রাখেন।সকাল থেকে ধর্মপ্রান মুসল্লীরা পুলিশ,র‌্যবের কড়া প্রহরায় মসজিদে প্রবেশ করেন।কামাল উদ্দিন জাফরী সাহেব তার খুদবায় বাংলাদেশের চলমান অস্থিরতায় ইন্সাফ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিচারকদের প্রতি আহবান জানান।তিনি সরকার, পুলিশ-র‌্যব,বিচারক ও সাধারন মানুষ সবাইকে পরকালের বিচার দিবসের কথা স্মরন করিয়ে দিয়ে বলেন একদিন আমাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে।জুমআর সালাত শেষে পুলিশ মসজিদের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় এতে সাধারন মুসল্লীরা পিছনের গেট ও দেয়াল টপকিয়ে বাইরে আসেন।সাধারন মুসল্লীরা পুলিশের এহেন কর্মে বিরক্তি প্রকাশ করেন।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File