জীবন বসন্তের আরে একটি ধাপ পার করলাম
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২০ মে, ২০১৫, ১১:১৫:৫৪ সকাল
আলহামদুলিল্লাহ,
মানব সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ তায়ালার করুনার কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে আজ আরো একটি জীবনচক্র অতিক্রম করার হায়াত সম্পূর্ন করেছেন।
মানুষের হায়াত চক্রটা খুবই বিচিত্র। কেউ বলে বয়স বাড়ছে কেউ বলছে বয়স কমছে। দুই পক্ষের যুক্তিই যুঁতসই। যারা বলছে বয়স বাড়ছে তারা জন্মসালকে কেন্দ্র করে হিসেব কষতে থাকে এবার তাহলে বয়স কত হলো যেমন: ১৯৮০ সালের ২০ মে থেকে ২০১৫ সালের ২০ মে পর্যন্ত ৩৫ বছর হলো। তার মানে বয়স এক দুই তিন করে ক্রমে বাড়ছেই।আর অপর পক্ষের যুক্তি হচ্ছে মূলত মানুষের বয়স কমছে। কারন, মহান আল্লাহ মানুষের হায়াত নির্ধারন করে দিয়েছেন যে সে কত বছর বেঁচে থাকবেন। সুতরাং একটি নির্দিষ্ট বয়স থেকে যতই দিনে যাবে তা ক্রমে কমতেই থাকবে।
আমার জীবন থেকে অতিক্রম করা গত বছরটিতে (মে ২০১৪-মে-২০১৫) আল্লাহ কৃপায় অনেক কিছু পেয়েছি এবং হারিয়েছি। উল্লেখ করার মতো ২০১৪ সালের ১ আগষ্ট বিয়ে প্রনয়ে একজন জীবন সাথী পেয়েছি এবং ২০১৫ সালের ২৪ এপ্রিল প্রিয় পিতাকে আল্লাহর কাছে চিরদিনের জন্য বিদায় দিয়েছি।
তবুও জীবন চলছে অবিরাম জীবনের নিয়মে। চারপাশে থাকা প্রিয় মানুষদের কাছে আন্তরিক ভাবে দোয়া চাই। যেন আল্লাহ তায়ালা যতদিন হায়াত দিবেন যেন আল্লাহর আদেশগুলো প্রিয় নবী সা: এর দেখানো পথে পার করতে পারি।
বিষয়: বিবিধ
১৮২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মরহুম বাবার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ্ পাক তাঁকে উত্তম প্রতিদানে ধন্য করুন।
জীবনের প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর সাবলীল্ভাবে অতিবাহিত হোক এই কামনা। ভালো থাকুন।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন