ভাল্লাগেনা

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৩ এপ্রিল, ২০১৫, ০৫:৩৬:০২ বিকাল

রাত্রি এলে ভাল্লাগেনা

ভাল্লাগে না দিন

তুমি ছাড়া একলা একা

সবই অর্থহীন।

.

গল্প-আড্ডা ভাল্লাগেনা

ভাল্লাগেনা ছন্দ-গান

তুমি ছাড়া সব কিছুতে

শুধু-শুধুই অভিমান।

বিষয়: বিবিধ

১৬৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314628
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
আহমেদ ফিরোজ লিখেছেন : ডুডলস নুডলস খান তাইলে ভাল্লাগবে..। টিবিতে ভাল্লাগেনা ভাল্লাগেনা এডটা আমার কাছে খুব ভালো লাগে
314637
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck বিয়ে করে দুরে থাকলে এই একটা সমস্যা
314665
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। লিখাটি খুব সুন্দর হয়েছে। ভাবী পড়লে বেশ মজা পাবে তবে আপনার জন্য কষ্ট হচ্ছে অনেক। তাড়াতাড়ি ভাবীকে কাছে নেয়ার ব্যবস্থা করেন ভাইয়া।
সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশআল্লাহ্‌।
314694
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:০৩
আফরা লিখেছেন : দুরে থাকলে বিরহের কষ্ট আর কাছে থাকলে ঝগড়ার কষ্ট । আসলে জীবনটাই কষ্টের ।
314710
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৭
আবু জান্নাত লিখেছেন : মন ভালো থাকলেই তো সবকিছু ভাল লাগবে। আর মান ভালো থাকার জন্য চাই একখান বৌ। তাড়াতাড়ি বিয়ে করুন। সবকিছু ভালোলাগবে।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৮
255584
আবু জান্নাত লিখেছেন : স্যরি ভাইয়া, আপনি তো বিয়েত্তা। ভূল হয়ে গেছে। বাড়ী থেকে ঘুরে আসুন, সত্যিই ভালো লাগবে।
314771
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঐ ঐ ঐ ঐ.....!!!!! ভালো লাগেনা এই কথা পাড়া পড়শীদের জানিয়ে নিজের মন্দ গুলো আরো মন্দতে পরিনত করলেন!!

উচিত ছিলো মন্দ গুলো আরো বড় আকারে ব্লগ লিখে পোস্ট করলে আমরা মন্দ কি জিনিস বুজিবার পারতাম! !!

পরিশেষে সকল মন্দ গুলো ভালোই পরিনত হোক এটাই কামনা।


আমাদের জন্য ভালো দিক হলো অনেক দিন পরে হলেও ব্লগে আপনার উপস্থিতি আশা করি নিয়মিত পাব ধন্যবাদ .......!!!!
314791
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫৮
কাহাফ লিখেছেন :
তুমি ছাড়াই ভাল থাকি-
থাকি খুউব নিশ্চিন্ত!
তোমার ভাবনায় কষ্ট বাড়ে-
জীবন হয় যেন ক্ষান্ত!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File