ভাল্লাগেনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৩ এপ্রিল, ২০১৫, ০৫:৩৬:০২ বিকাল
রাত্রি এলে ভাল্লাগেনা
ভাল্লাগে না দিন
তুমি ছাড়া একলা একা
সবই অর্থহীন।
.
গল্প-আড্ডা ভাল্লাগেনা
ভাল্লাগেনা ছন্দ-গান
তুমি ছাড়া সব কিছুতে
শুধু-শুধুই অভিমান।
বিষয়: বিবিধ
১৬৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশআল্লাহ্।
উচিত ছিলো মন্দ গুলো আরো বড় আকারে ব্লগ লিখে পোস্ট করলে আমরা মন্দ কি জিনিস বুজিবার পারতাম! !!
পরিশেষে সকল মন্দ গুলো ভালোই পরিনত হোক এটাই কামনা।
আমাদের জন্য ভালো দিক হলো অনেক দিন পরে হলেও ব্লগে আপনার উপস্থিতি আশা করি নিয়মিত পাব ধন্যবাদ .......!!!!
তুমি ছাড়াই ভাল থাকি-
থাকি খুউব নিশ্চিন্ত!
তোমার ভাবনায় কষ্ট বাড়ে-
জীবন হয় যেন ক্ষান্ত!!
মন্তব্য করতে লগইন করুন