যাবে মোর সাথে?

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৪২:২৪ দুপুর

হাতকাজ ভাজ-গুছিয়ে নিয়ে

নিশ্চুপ-নিরবতা ভেঙে চুড়ে

যাই চল হারিয়ে দিগন্তের প্রান্তে

প্রশান্তির সুখসমৃদ্ধ নীড়ে।

যাবে নাকি চল-বল এখনই

ভর-দুপুরে করবো খেলা

নাটাই-সুঁতোয় চাঁদঘুড়ি,

উড়বো মোরা-কাটবে বেলা।

যাও যদি গায় পর জামা

যাবো যেথায় জমবে মেলা

চুড়ি,ফিতা,আলতা,নোলক

আরো কিনবো গলার মালা।

আসো আসো-ভিজবো আজি

ঝুম বৃষ্টির শীতল জলে

মাতাল হবো গায় কাঁদা মেখে

জ্বর-ঠান্ডা পেছন ফেলে।

যাবে? যাবে নাকি মোর সাথে?

জীবন চলার পথ অজানায়?

সুখ দেবো, ভালবাসা দেবো,

বুকের পাজরে দিবো ঠাঁয়।

রচনা: ১০/০২/২০১৫

বিষয়: বিবিধ

১৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File