...শীতের বিকেলে দেশে অবতরন...

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১১ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩১:১৮ সন্ধ্যা

ইস! আগামীকাল বিকেল তিনটায় দেশের ভূমিতে পদার্পন করবো।ভাবতেই শীতের আনন্দে লোমকূপ শিউরে উঠছে।

প্রায় সাত বছর পর দেশীয় শীতের সকাল দেখবো।দূব্বা ঘাসের ডগা থেকে শীতলতম ভোরের শিশির ছুঁয়ে দেখবো।আমগাছের পাতা চুইয়ে টিনের চালে শিশির ফোঁটার ছন্দগানের ঝংকার শুনবো।

মা ডাকবে কিন্তু ইচ্ছে করেই লেপ/কম্বলের নীচে ঘাপটি মেরে থাকবো।মা গরম গরম পিঠা বানাবে, সাথে ধনিয়া পাতার ভর্তা/শুটকির ভর্তা/সরিষার ভর্তা থাকবে।রান্না ঘরে বসেই সাবার করে দেবো গোটা কয়েক চিতল পিঠা।

প্রায় সাত বছর পর খেজুরের রস খাওয়ার সুযোগ পাবো। ইস! যদি ভেজাল মুক্ত রস পেতাম! পেট পুরে রস খেতাম। শীতের সকালে ঠান্ডা খেজুরের রস খেয়ে ঠকঠক করে কাঁপতেও মজা। বেশি পরিমান কাঁচা রস খেয়ে বদনা প্যারেড করা লাগলেও পিছ পা হবো না, ইচ্ছে মতো উদর পূর্তি করে খাবো।

সংগত কারনেই হয়তো ব্লগে বিচরন করতে সময় সমস্যা হতে পারে। তবে সুযোগ পেলে অবশ্যই ঢুঁ দেবো প্রিয় ব্লগে।

সবার কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি।

বিষয়: বিবিধ

১৭৭১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293454
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ইচ্ছে করছে বিমানবন্দরে আপনাকে ফুল দিয়ে স্বাগত জানাই কিন্তু সময়ের অভাব। Sad তারপরও ভালোভাবে দেশে আসুন এই কামনাই থাকলো
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
237095
প্রবাসী আশরাফ লিখেছেন : আবেগের জন্য অনেক ধন্যবাদ।
293456
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
সামসুল আলম দোয়েল লিখেছেন : Eto bosor kibhabe thaklen, amito pagol hoye jabo...
bhalo bhabe asun dua Kori.
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৩
237119
প্রবাসী আশরাফ লিখেছেন : এই সাত বছরের প্রতি বারই গরমের দিনে ছুটিতে যেতে বাধ্য হয়েছি...এবারই প্রথম শীতের দিনে ছুটিতে যাবার সুযোগ হয়েছে।
293463
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪০
অনেক পথ বাকি লিখেছেন : এত দিন পর !!! Surprised Surprised Surprised আমি সাত মাসও পারতাম না।
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৫
237122
প্রবাসী আশরাফ লিখেছেন : কিছুটা ভুলবুঝাবুঝি হচ্ছে মনে হচ্ছে...গত সাত বছরে কম করে হলেও সাত/আট বার ছুটিতে গিয়েছি কিন্তু এই প্রথম শীতের মৌসুম উপভোগ করতে যাচ্ছি প্রায় সাত বছর পর।
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫০
237129
অনেক পথ বাকি লিখেছেন : ও তাই বলেন। কিন্তু যেভাবে লিখেছেন তাতে তো সবাই বুঝবে যে সাত বছর পরই আসছেন। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
293486
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪০
আফরা লিখেছেন : কত্ত খুশী-------তা ভাইয়া আমাদের ভাবী হীরের কনার কথা কিছু যে বল্লেন না ।
293504
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসুন! স্বাগতম!!
তবে সাবধান করে দিচ্ছি!
এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ থেকে লোকাল থানার চেীকিদার পর্যন্ত সবাই টাকা চাইবে!!!
293577
১২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:১৫
কাহাফ লিখেছেন :
মোবারক হো সফর!
মোবারক হো সফর!!
মোবারক হো সফর!!!

স্বপ্নময় সুখের আবেশে কাটুক পুর্ণ সময়-এই শুভ কামনা!!! Rose Rose Rose
301143
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার সফরের দিনগুলো কেমন চলছে ভাইয়া? মাঝে মাঝে ব্লগারদেরও জানান আপনার শীতের দেশ সফর কেমন চলছে? আর শীতে কি কি পিঠার স্বাদ নিয়েছেন? বললে কি হবে আপনি খেয়ে খুশি আর আমরা শুনে খুশি। সময় পেলে লিখবেন আশা করি।
আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩০
243655
প্রবাসী আশরাফ লিখেছেন : শীতের তীব্রতাকে পেছনে ফেলে পূনরায় প্রবাসে প্রত্যাবর্তন করেছি...এখন পূনরায় প্রবাসী হয়ে কর্মস্থলে অবস্থান করছি...Yawn

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File