পে ব্লগার কিনা বুঝতেছিনা...পে ব্লগার প্রত্যাশিত নয়
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩১:৫৬ সন্ধ্যা
বর্তমান ব্লগে পরপর চারটি পোষ্ট আছে যার প্রতিটিই বর্তমান সরকারের সাফল্য বর্ননা বা প্রশংসা নিয়ে আলোচনা।হঠাৎ খটকা বাধলো বলে চারজন ব্লগার এর পোষ্টিং সময় ও তাদের ব্লগিং ইতিহাস দেখতে গিয়ে চমকে গেলাম। এরা চার জনই একই সময় থেকে ব্লগিং শুরু করেছেন এবং এদের পোষ্ট সংখ্যাও প্রায়ই কাছাকাছি।
আসুন আগে এদের ব্লগিংকৃত পোষ্ট ও তাদের ব্লগিং বৃত্তান্ত একটু দেখে নেই -
১. ব্লগার মশা০০৭ ওনি ৫:০৩ মিনিটে পোষ্ট করেছেন "প্রতিকূলতা সহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে" এই শিরোনামে।
এক নজরে তার ব্লগিং ইতিহাস:
পোস্ট লিখেছেনঃ ৬ টি
মন্তব্য করেছেনঃ ০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৪১ বার
ব্লগে আছেনঃ ৮ দিন
২. ব্লগার আবডুল রহমান। ওনি ৫:০৫ মিনিটে পোষ্ট করেছেন "
নানা গুণের আরো পাঁচটি নতুন জাতের ধান উদ্ভাবনে কৃষি যাত্রার নতুন সূচনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই শিরোনামে।
এক নজরে তার ব্লগিং ইতিহাস:
পোস্ট লিখেছেনঃ ৪ টি
মন্তব্য করেছেনঃ ০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৬২ বার
ব্লগে আছেনঃ ৮ দিন
৩. ব্লগার ফারাবি রহমান । ওনি ৫:০৬ মিনিটে "
সরকারের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশকে চাহিদা অনুসারে বিদ্যুৎ দেবে ভারত" শিরোনামে পোষ্ট করেছেন।
এক নজরে তার ব্লগিং ইতিহাস:
পোস্ট লিখেছেনঃ ৫ টি
মন্তব্য করেছেনঃ ০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৬৩ বার
ব্লগে আছেনঃ ৮ দিন
৪. ব্লগার ইগলের চোখ । ওনি ৫:০৮ মিনিটে "
বর্তমান সরকারের প্রচেষ্টায় দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যে ফ্লাট প্রদানের লক্ষ্যে কামরাঙ্গীর চরে কম খরচে আবাসন তৈরি কারার..." শিরোনামে পোষ্ট করেছেন।
এক নজরে তার ব্লগিং ইতিহাস:
পোস্ট লিখেছেনঃ ৪ টি
মন্তব্য করেছেনঃ ০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৮১ বার
ব্লগে আছেনঃ ৮ দিন
পে ব্লগার সন্দেহ করার কারন:
=> তাদের পোষ্ট গুলো যথাক্রমে ৫:০৩, ৫:০৫, ৫:০৬, ৫:০৮ মিনিটে পোষ্ট করা হয়েছে
=> প্রত্যেকেই বর্তমান সরকারের প্রশংসামূলক পোষ্ট দিয়েছেন
=> প্রত্যেকেই একই দিনে ব্লগিংয়ে যোগ দিয়েছেন
=> তাদের পোষ্ট করা সংখ্যাও প্রায় সমান
=> তাদের প্রত্যেকেই কাউকে কোন মন্তব্য করেননি
=> তাদের প্রত্যেকেই কারও কাছ থেকে কোন মন্তব্য পাননি
***একই কায়দার আর একজন ব্লাগর হচ্ছেন আমি অরন্য । ওনি পোষ্ট করেছিলেন ৪:৫৯ মিনিটে। ওনার প্রত্যেকটি পোষ্টই বর্তমান সরকারের প্রশংসা নিয়ে। ওনি তাদের কাছাকাছি সময় মানে ১৪ দিন হলো ব্লগে যোগ দিয়েছেন। কাউকে মন্তব্য করেননি এবং কেউ তার কোন পোষ্ট এ মন্তব্য করেননি। বাহ কি চমৎকার!
তারা পে ব্লগার এই ধারনাটা আমার ভুল হতে পারে। যদি পে ব্লগার না হন তাহলে ক্ষমা চাইছি। কিন্তু এতো মিলে গেলে তো চিন্তার জগতে কিছুটা খটকা লাগে। সন্দেহ দানা বাঁধে।
প্রিয় মডারেটর, আমি বুঝতেছিনা ব্লগারদের সমালোচনা করে পোষ্ট দেওয়া ব্লগিং নীতি বহির্ভূত কিনা। যতি ব্লগিং নীতির কোন অনুচ্ছেদ লংঘন করে তবে এই মুছে দেবার অনুরোধ রইলো।
আর একজন সাধারন ব্লগার হিসাবে ব্লগিংটাকে উপভোগ করেতে চাই বিভিন্ন ধাচের সৃষ্টিশীল লেখার মাধ্যেমে। কোন পে ব্লগার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্লগিং করবে তা প্রত্যাশা করবো না।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা মডারেটরদেরই নতুন খেলোয়ার । এদেরকে একটু ভিন্ন স্টাইলে খেলানো হচ্ছে । এক ধরনের স্টাইলে যেমন খেলাচ্ছে ইসলামবিদ্বেষীদের তেমনি এদেরকেও খেলানো হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে ।
ব্লগের উপর সরকারের নজরদারি আছে কারণ এটাতে জাশির ট্যাগ লেগে গেছে । তাই রেগুলার বেসিসে ব্যান হচ্ছে ব্লগ । ডোমেইন চেন্জ করতে হচ্ছে ঘন ঘন ।
উপরোক্তদের আনা হয়েছে সরকারের গুন গান গেয়ে সরকারের রোষ থেকে রেহাই পাবার জন্যই ।
এদেরকে খুব একটা হার্মফুল বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আপনার প্রথম প্রশ্নের উত্তর - জামাতের পেইড ব্লগারদের খবর আমাকে কেন জিজ্ঞাস করেছেন বোধগম্য নয়। জামাত/শিবির সংগঠনের কোন কর্মীকে জিজ্ঞাসা করলে হয়তো জানলেও জানতে পারেন।
আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর - হুম, ব্লগিং করে অবশ্যই কিছু না কিছু পাই।মনের প্রশান্তি পাই ভালো মানের কোন সৃষ্টিশীল লেখনী পড়ে। তৃপ্ত হয়ে যাই আমার মায়ের ভাষার সৃজনশীল লেখনীল ঢংয়ে।
বিষয় টা ভাবনায় আনায় ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন