...ঘুমের মধ্যে বোবায় ধরা বা Sleep Paralysis...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৬ নভেম্বর, ২০১৪, ১১:৫৯:৪০ সকাল
ছোট বেলা আমি স্বভাব সুলভ ভাবে চিত হয়ে শুইতাম। দাদী এইভাবে শোয়া পছন্দ করতো না। দাদী আমাকে ডান কাত হয়ে শুতে বলতেন। তার কথায় তুড়িতে উড়িয়ে যেই সেই চিত হয়ে শুইতাম। বিরক্ত হয়ে দাদী বকা দিয়েই বলতো, "আরে গোলাম রাতে তো তোরে বোবায় ধরব" ভয় পেয়ে দাদীর দিকে কাত হয়ে জিজ্ঞাস করতাম দাদী বোবায় ধরা কি?
আমার এমন আগ্রহী প্রশ্নে দাদী অনেক মজা পায়। আদরে আব্লুত হয়ে আমার মাথায় ইলিবিলি কাটতে কাটতে তার জানা কল্প গল্পটি পটপট করে বলতে থাকে আমার কর্ণের কিনারে। দাদীর মুখেই প্রথম শোনা বোবায় ধরা কাকে বলে, কত প্রকার ও কি কি?
দাদীর ভাষ্যমতে, যদি চিত হয়ে কেউ শোয় এবং তার পায়ের বৃদ্ধাঙুল ও নাকে ডগা বরাবর হয় তবে বোবায় ধরতে পারে। বোবা হচ্ছে বদ জীন জাতীয় কেউ।এভাবে চিত হয়ে শোয়াকে তারা নাকি পছন্দ করেন না। তাই ঐ অবস্থায় কেউ শুয়ে থাকলে কুৎসিত কালা দৈত্যকার বদ জীন তার বৃহদাকার ওজন ওয়ালা দেহ নিয়ে চিত হয়ে শুয়ে থাকা ব্যাক্তির শরীরের উপর চড়ে তার মুখ চেপে ধরে, তার গলার টোন টিপে ধরে। ঐ সময় বোবায় আক্রান্ত ব্যাক্তি নড়াচড়া-কথাবার্তা বলতে পারেননা। সুভাগ্যক্রমে যদি ঐ সময় কেউ তাকে সজাগ করে দিতে পারে তাহলে বেঁচে যেতে পারে নচেৎ কেল্লা ফতে-এক্বেবারে পরপারে।
দাদীর কাছ থেকে বোবায় ধরার এই ভয়ঙ্কর বর্ননা শোনার পর থেকে চিত হয়ে শোয় তো দূরের কথা ডান কাত হয়ে শুয়ে অনেক দোয়া-দুরুদ পরে ঘুমাতাম। সেই অভ্যাস এখনো আছে। এখন আর চিত হয়ে শুলে ঘুম আসে না তাই অটো কাত হয়ে ঘুমাই।
এই কাল্পনিক গল্পের ভয়টা আমার ভেতর অনেক বছর ছিল। খুব সম্ভ্যবত অনার্সে পড়ার সময় এই সম্পর্কে প্রয়াত মনবিজ্ঞানী ড. এম এ ফিরোজের লেখা একটা আর্টিক্যাল থেকে প্রথম এই সম্পর্কে সম্মক ধারনা পাই। তখন রাগে ইচ্ছে হচ্ছিল যে দাদীকে তার কল্পিত কাল বোবা ধরা জিনের মতো গলা টিপে ধরে জিজ্ঞাস করি এই উদ্ভুট গল্প আপনাকে কে বলছে বলেন এক্ষনি ঐ বদবখতের মুখোমন্ডল সিরিজ কাগজ দিয়ে ডলে দিব।
আচ্ছা যারা এখনো এই বোবা ধরা সম্পর্কে কোন ধারনা পান নাই তাদের জন্য ক্ষুদ্র পরিসরে এই ব্যাপারে কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি।
বোবায় ধরার রহস্য উম্মোচনের আগে আমাদের ঘুম সম্পর্কে কিছুটা ধারনা নেওয়া দরকার। ঘুম নিয়ে যারা গভেষনা করেছেন তাদের মতে মোটা দাগে ঘুমের দুইটা স্তর। ১. হালকা ঘুম ২. গভীর ঘুম. খেয়াল করবেন আমরা যখন ঘুমাতে যাই তখন প্রথম কিছুক্ষন প্রায় সজাগই থাকি পরে আস্তে আস্তে গভীর ঘুমে তলিয়ে যাই। মজার ব্যাপার হলো এই গভীর ঘুম অবস্থায় কিন্তু আমরা সারারাত পার করিনা। আনুমানিক মোট ঘুমের ৭৫% গভীর ঘুম হলে ২৫% হালকা ঘুমে থাকি।
এবার আসুন দেখি বোবায় কিভাবে ধরে -
যখন গভীর ঘুম থেকে কোন কারনে কেউ হঠাৎ জেগে উঠে তখন হয়তো তাকে আবিষ্কার করবে যে সে তার হাত-পা নাড়াতে পারছেনা, কথা বলতে পারছেনা। এই অবস্থায় সে স্বাভাবিক ভাবে ভয় পেয়ে যায়। অনুভূতি এমন হয় যেন কেউ বুকের উপর চেপে বসেছে, নিশ্বাস নেওয়া যাচ্ছেনা, হাত-পা পাথর হয়ে আছে।ঠিক তখনই মস্তিষ্ক তাকে মনে করিয়ে দেয় পূর্বে থেকেই তার জানা ভৌতিক সেই বোবা জীন কে।ঐ অবস্থার হ্যালোসেশনে সে সেই কল্পিত বোবা জীনকে দেখতেও পারে যেমন বর্ননা শুনেছিল তেমনই।
চিকিৎসা বিজ্ঞানের মতে এটাকে বলা হয় Sleep Paralysis. বিশেষজ্ঞদের মতে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস তেমন কিছু না এটি একটি ইন্দ্রিয় ঘটিত ব্যাপার।আমরা যখন ঘুমের ঘোরে কোন কারনে এপাশ থেকে ওপাশে ঘুরতে যাই, ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখে আঁৎকে উঠি, তখন আমাদের মস্তিষ্ক সজাগ হয়ে যায় কিন্তু আমাদের শরীর তখনও ঘুমের মধ্যে থাকে। আর ঠিক তখনই এই ঘটনাটা ঘটে মানে Sleep Paralysis হতে পারে।
যাইহোক, এতে ভয় পাবার কোনই কারন নাই। এটা একটা স্বাভাবিক ব্যাপার। অযথা ভয় পেলে হিতে বিপরীত হতে পারে। ঘুমের মধ্যেই স্ট্রোক করে পরপারে যাওয়া সহজ হতে পারে। যারা দ্রুত পরপারে যেতে আগ্রহী তারা এখনো বোবা ধরায় বিশ্বাস রাখুন, কেমন?
আসুন সংক্ষেপে জেনে নেই কেন Sleep Paralysis হয় -
১. অপর্যাপ্ত ঘুম: যারা গভীর রাত জেগে কাজ করে, টিভি দেখে তাদের ক্ষেত্রে অপর্যাপ্ত ঘুম পরিলক্ষিত হয় এবং Sleep Paralysis হতে পারে।
২. অত্যাধিক মানসিক চাপ: যারা বিভিন্ন কারনে অত্যাধিক মানসিক চাপে থাকেন তাদের Sleep Paralysis হতে পারে।
৩. অত্যাধিক ক্লান্ত শরীর: যারা সারাদিন অত্যাধিক শারীরিক ও মানসিক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে Sleep Paralysis হতে পারে।
৪. স্বপ্ন: ঘুমের মধ্যে ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখলে যেমন সাপে কামড়ানোর জন্য দৌড়াচ্ছে, কেউ খুন করার জন্য দৌড়াচ্ছে, উচু কোন ভবন থেকে পড়ে যাচ্ছে তখন Sleep Paralysis হতে পারে।
৫. তাছাড়া দুশ্চিন্তা, বিষন্নতা, খিচুনী রোগ হলেও Sleep Paralysis হতে পারে।
আচ্ছা এ তো গেলো Sleep Paralysis হবার কারন সমূহ। তাহলে এ থেকে বেঁচে থাকার উপায় কি? সহজ উপায় হচ্ছে বোবায় ধরা বিশ্বাস করে কাল্পনিক দৈত্যকার জীনের ভয়ে পরপারে যাওয়া মানে লাইফ টাইম Sleep Paralysis (ফান)।
সমাধান:
১. কমপক্ষে ৭/৮ ঘন্টা ঘুমানো।
২. গভীর ঘুম হবার জন্য রাতে ৩০ মিনিট ব্যায়াম করে ঘুমানোর ১০ মিনিট আগে এক গ্লাস গরম দুধ খাওয়া।
৩. নিজেকে অযথা টেনশন থেকে মুক্ত রাখা
৪. টাইম ম্যানেজমেন্ট এ দক্ষ হওয়া যাতে রাত জেগে কাজ করতে না হয় আর বিনোদনের জন্য রাত জেগে টিভি দেখার অভ্যাস ত্যাগ করা।
৫. ঘুমানোর আগে অযু করা, ঘুমানোর আগে কিছু মাসনুন দোয়া আছে সেগুলো পড়া, ঘুমের দোয়া পড়ে আল্লাহর কাছে নিজেকে সপে দিয়ে ঘুমানো।
পরিশেষে, Sleep Paralysis এর উপর একটি ডকুমেন্টারি যুক্ত করে আজকের মতো বিদায় নেই। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন, বোবা ধরা থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান-আল্লাহ হাফেজ।
২৬.১১.২০১৪
বিষয়: বিবিধ
৩৪৬১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সমস্যা আমার আছে, এখনো আছে, কারন আমার ঘুম পাতলা। কেউ ডাকাডাকি করলে আমি ঘুমের মধ্যও শুনতে পাই। আমিও বোবই ধরা বিশ্বাস করতাম। যাক আপনার কথা কাজ লাগাবো। ভালো থাকেন, অনেক ভালো।
"বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর"
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ ভাইয়া ।
যাইহোক, মনের ভয়-টয় ছুঁড়ে ফেলে দূরে...স্বপ্নীল সুন্দর স্বপ্নে বিভোর হয়ে গভীর ঘুমের অতলে তলীয়ে থেকে প্রতি প্রভাতে ব্লগ তটে বিচরন করো এই দোয়া রইলো।
আর শতভাগ একটা সত্য অপবাদ মাথা পেতে নিলাম...সত্যিই আমি বড্ড বোকা টাইপের তীরের মতো সোজা মানব।
বুঝমান হওয়ার পর থেকেই এই সমস্যায় আক্রান্ত আমি! এখনো আক্রান্তই আছি!তবে আগের চেয়ে কম!
বোবায় ধরার সময়টা আমার ক্ষেত্রে দীর্ঘ হয়! পুর্ণ কাবু হওয়ার আগেই সমস্যাটা বুঝতে পারি!
সমস্যা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই পুর্ণ হুশ ফিরে আসে আমার মধ্যে! কোথায় ঘুমাচ্ছি-আশে পাশের অবস্হানও বুঝতে পারি!মুক্ত হতে দোয়া-দরুদ পড়ে থাকি!
অনেক সময় জেগে উঠে আঘাতের নির্দিষ্ট স্হানে ব্যথাও অনুভূত হয়!
আমার করণীয় কী??
এক রুমে এখনো একা ঘুমাতে পারি না আমি!এমন সমস্যার কারণে!
বুঝমান হওয়া বলতে অনেক ছোট থেকেই!
ঐ সময় সাধারণতঃ উল্লেখিত কারণ ছিল না!
আর 'মানসিক চাপ এড়িয়ে চলা'ফালতু মনে হয়! প্রকৃত মানসিক চাপ কুদরতী ফায়সালা ছাড়া দূর হবে না কখনৈ!
জ্বী ভাই! তকদীরের উপরই ছেড়ে দিয়েছি সব!
আর ব্যাখ্যা সব বিষয়েই অনেক ভাবেই দেয়া যায়! নিজের সঠিক ব্যাখ্যাই গ্রহন করা উচিৎ সবার!
আজ আপনার লিখাটা অনেক কিছুই জানতে পারি। বেশ ভাল লাগে লিখাটি। এই ধরণের লিখা আরো চাই, মানুষের মনে বহুদিন ধরে বদ্ধমূল ধারণাগুলোর অবসান হবে আশা করা যায়।
জাজাকাল্লাহু খাইর।
সংকোচের কথা-এখনো কোন রুমে একা ঘুমাতে পারি না আমি!এমন কি এক খাটে-চৌকিতেও একা থাকলে সমস্যা হয়!
জানা কোন ডাক্তারের ঠিকানা বললে উপকৃত হবো!
জাযাকুমুল্লাহু খাইরান!
মন্তব্য করতে লগইন করুন