বল্টুর সীমানা (কৌতুক)

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৬ অক্টোবর, ২০১৪, ০৭:৪৩:৩০ সন্ধ্যা

স্কুলে নতুন স্যার এসেছে...পঞ্চম শ্রেনীর বল্টু সম্পর্কে অদ্ভুত একটা কথা প্রচলিত আছে...বল্টুর সাথে কেউ রাগ করে থাকতে পারেনা...তার সাথে যে যত রাগই করুক না কেন তার সীমানার মধ্যে ঢুকে পড়লে রাগ পানি হয়ে যায়...রাগ-অভিমান-কান্না হাসিতে বদলে যায়।

তো স্যার এই ব্যাপারটা সিরিয়াসলি নিল...বলে কি এতোটুকুন একটা পিচ্চি আর তার কিনা এমন ন্যাচারাল পাওয়ার যে তার সাথে কেউ রাগ করে থাকতে পারেনা!...যাইহোক স্যার সিদ্ধান্ত নিল পড়া না পারার অপরাধ আগামী কাল তাকে পেটাবে...এমন পড়া দিল যাতে সহজে কেউ আয়ত্ব করতে না পারে।

পরদিন, যথারিতি স্যার ক্লাসে আসল...এক এক করে পড়া ধরছে আর পিটাচ্ছে...টার্গেট বল্টুকে পেটানো...স্যার রাগে গড়গড় করছে...আজ ছাত্র-ছাত্রীরাও দেখতে উদগ্রীব বল্টুর সীমানায় স্যার ঢুকলে ঘটনা কি ঘটে...টানটান উত্তেজনায় সময় পার হচ্ছে...স্যার একজন একজনকে পিটিয়ে বল্টুর কাছে অগ্রসর হচ্ছে...বল্টুও স্যারের এই অবস্থ্যা দেখে ভয়ে একটু ঢুক গিলে নিল...

স্যার একেবারে বল্টুর সীমানার কাছাকাছি চলে এসেছে...হয়তো এর এক কদম পা বাড়ালেই স্যারের রাগ উবে যাবে...ছাত্র-ছাত্রীরা সবাই স্যারের দিকে তাকিয়ে আছে...এই বুঝি বল্টুর যাদুকরী সীমানায় ঢুকে পড়ল...রাগান্বিত স্যার ইতিমধ্যেই বল্টুর সীমানায় ঢুকে পড়েছে মনে হয় কারন বল্টু অকারনেই হাসছে...সে কি হাসি, অট্টহাসি বলা যেতে পারে...স্যার তো অবাক পড়া না পারার অপরাধে সে তো ভয় পাবার কথা হাসছে কেন?...অবাক হলে মানুষের মোড পরিবর্তন হয়...স্যারেরও হয়েছে...রাগ উবে আশ্চার্য হয়ে বল্টকে জিজ্ঞাস করছে...

স্যার: কিরে বল্টু তুই অমন হাসতাছ ক্যান?

বল্টু: স্যার বলতে পারবোনা...

স্যার: ক্যান বলতে পারবিনা কেন?

বল্টু: স্যার বলতে লজ্জা করছে...

স্যার: আরে লজ্জার কিছু নাই বলে ফেল...

বল্টু: স্যার আস্তে বলব না জোরে বলব?

স্যার: আস্তে কেন জোরেই বল সবাই শুনুক...

বল্টু: স্যার আপনার প্যান্টের চেইন খোলা...

আর কি ক্লাসের সবাই অট্টহাসিতে ফেলে পড়লো...স্যারও তাড়াতাড়ি তার প্যান্টের চেইন লাগাতে লাগলো।

বিষয়: বিবিধ

৩৩৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278411
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
অনেক পথ বাকি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Happy) Happy) Happy) শুধু চেইন খোলা ছিলো নাকি ভিতরের পোষ্ট অফিস দেখা গেছে? Unlucky Unlucky Unlucky
278422
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
278434
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
278444
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৫
লোকমান লিখেছেন : নিশ্চয় বল্টু আপনার ছাত্র ছিল আর আপনি ছিলেন তা স্যার বাকি টা নিজ দায়িত্বে বুঝে নিন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor নিজ ছাত্রকে নিয়ে জীবনের একটি বাস্তব ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ব্রাদার
278471
২৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫১
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া হুনলাম আপনি নাকি বাবা হতে চলেছেন ? হাছা নি ? Praying Praying Praying
278533
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৪:২৭
কাহাফ লিখেছেন :
হাসির এই উপস্হাপনা খুউব ভালো লাগলো।
ষড়যন্ত্র মুলক শাস্তি হতে স্বীয় বিচক্ষনতায় বল্টু রক্ষা পেয়েছে।
দোয়া করি,আপনার যেন বল্টুর মত একটা মেধাবী বিচক্ষন পোলা জন্মে। m/ m/ m/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File