..."আমি পারবোই"...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৩ জুন, ২০১৪, ০৭:৩১:৫১ সন্ধ্যা
আমি পারবোই
মানসিক শক্তি যোগাতে জুড়ি নেই বাক্যটির ধ্বনিতে। সার্কাসের কোন ব্যাক্তি যখন চিকন তারের উপর দিয়ে ভারসাম্য ঠিক রেখে তরতর করে হেঁটে এপ্রান্ত থেকে ওপ্রান্ত চলে যায় তখন আমরা সাধারন অবাক নয়নে চেয়ে চেয়ে দেখি। ভাবি এটা কি করে সম্ভ্যব? এই অসম্ভ্যবটিই সম্ভ্যব করা হয়েছে "আমি পারবোই" এই শব্দটি। দিনের পর দিন অনুশীলনের মাধ্যেমে একটু একটু করে আয়ত্বে এনেছে সার্কাসের এই কঠিন কাজটি।
ঠিক তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে বাধা/সমস্যা। কিন্তু এই বাধা/সমস্যার অপর পিঠেই রয়েছে সাফল্য/সমাধান।শুধু মাত্র একটু মানসিক মনোবল পেলেই অনেক বাধা/সমস্যা সমাধান করা সম্ভ্যব। তাই বলে এটা বলছিনা যে একজন দিনমজুরকে উড়োজাহাজের পাইলট হতে হবে।যে যার অবস্থান থেকে তার সাধ্যসীমার মধ্যেই অনেক সমস্যার সমাধান করে সাফল্যর দেখা পেতে পারে।
"চোখ বন্ধ" - একটু ভাবুন হতাশ হয়ে কি কোন সমাধান কখনো এসেছে? রাগে গড়গড় করে চিৎকার চেচামেচিতে কি কোন বাঁধা দূর হয়েছে? আশা করি উত্তর পেয়ে গেছেন। আসলেই তাই, হতাশ কিংবা রাগ করে কোন বাধা টপকানো যায় না। দরকার স্পাত কঠিন মনোবল যা দিয়ে পাহাড় কেটে রাস্তা বানানো যাবে, আগ্নেয়গীরির লাভা দিয়ে রান্না করে খাওয়া হবে।
সত্যি বলতে কি উপরের উৎসাহ মূলক কথাগুলো বায়বীয় উদ্দীপক নয়। বাস্তবভিক্তিক ও জীবনঘনিষ্ট। আসুন নীচে দেখে নেই কিছু সফল মানুষের সংক্ষিপ্ত ইতিহাস -
1.ফোর্ড মোটর এর মালিক হেনরি ফোর্ড ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেননি তবুও তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ট গাড়ি কোম্পানির মালিক হতে পেরেছিলেন।
2. শচীন টেন্ডুলকার দশম শ্রেনীতে পরীক্ষায় ফেল করেছিলেন।
3. বিল গেটস তার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করতে পারেন নি।
4. এ.আর রহমানের বাবা ছোট বেলাতেই মারা গিয়েছিলেন। তবুও তিনি আজ বিশ্বের উল্লেখ যোগ্য সঙ্গীতকার এবং ভারতের শ্রেষ্ট সঙ্গীতকারে পরিণত হয়েছেন।
5. আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।...
6. আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি। তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
7. ২৫ বছর বয়সে ভারতের রজনিকান্ত ছিলেন একজন বাস কন্ডাকটর।
8. বার্সান ভাই পাটেল নিরমা কোম্পানির মালিক। তিনি অর্ধেক জীবন সাইকেলে করে নিরমা বিক্রি করে কাটিয়ে দেন। আর এখন……..
9. নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো।
10. আপনার প্রিয় গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো।
11. আমার প্রিয় অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো!
12. বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন,প্রতিদিন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন।
13. বিস্ময়কর ফুটবলার "মেসি" একসময় নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ যোগাতে চা দোকানে কাজ করতেন।
14. আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন।
15. হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেল বয় এর কাজ করতো।
16. থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
জীবন থেমে থাকে না, আপনি না চাইলেও সময় গড়াবেই। ভবিষ্যতকে আপনি মোকাবেলা করতেই হবে। তাই অহেতুক আর কোন অজুহাত নয়, এবার সময় বিশ্বকে জয় করার। সাহস নিয়ে বলুন, "আমি পারবোই"
তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন সাইট । - তথ্যর জন্য কৃতজ্ঞতা তানভীর ভাইকে।
সবশেষে বলবো, এখনি সময় নিজেকে জাগ্রত করার। "আমি পারবোই" বাক্যটিকে সাথী করে নিয়ে জীবন চলার পথে বাধা উপ্রে সামনে এগুবার এখনি সময়।
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে প্রবাসে কেন ? দেশে চলে আসুন । দেশেই প্রমান করুন '' আমি পারবোই ''
মুরুব্বীরা কি জানে যে এই ছাত্র সারা বছর পড়াশোনা করেনি ? মুরব্বীদের কাছে দোয়া চাইলো আর সে পরীক্ষার সময়ও আলে ঢালে ঘুরলো । পাশ না করলে মুরুব্বীদের উপর দোষ চাপাবে , বলবে '' আপনারা দোয়া করেন নি , তাই পাশ করিনি '' । নিজে যে পড়াশুনা করে নি সেটা কখনই বলবে না ।
নিজে চেষ্টা না করলে হাজার পীর মুরুব্বীর দোয়ায়ও কাজ হয় না । নিজের পক্ষ থেকেই ঐকান্তিক চেষ্টা থাকতে হবে ।
'' আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষন না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় '' এটা আল-ক্বুরআনের কথা ।
বাংলায় আছে '' আপনি আচারি ধর্ম অপরকে শেখাও ''
িংআর ইংরেজীতে আছে Charity begins at home
'' আমি পারবোই '' এর সাথে যদি অদম্য ইচ্ছা থাকে তাহলে আর দেরী না করে আজই দেশে চলে আসুন ।
দেশে পাঁকাপাঁকি এসে সিগনাল দেবেন , দোয়া তখন করবো - ইনশা আল্লাহ ।
তবুও বলছি - আলহামদুলিল্লাহ দেশে থাকাকালীন সময় আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। যেমন -
=> দারিদ্রতার যাঁতাকরে পিষ্ট একটি পরিবার থেকে জীবনযুদ্ধে টিকে থেকে দেশের সর্বোচ্চ শিক্ষাসনদ অর্জন করা "আমি পারবোই" এই মনোবলেরই ফসল।
=> দেশে ক্ষুদে শিক্ষক ছিলাম আমার দুহাত গলে বহু ছাত্র-ছাত্রী সফলতার মুখ দেখেছে আমার কথার উদ্দীপনায়। সেখানেও আমি তাদের উদ্দীপ্ত করার চেষ্টা করেছি "আমি পারবোই" শব্দটি দিয়ে।
=> প্রবাসে চাকরী ক্ষেত্রেও "আমি পারবোই" আমাকে সফলতা দিয়েছে। আমি যে চেয়ারে বসে কাজ করছি সেটা "আমি পারবোই" এই মনোবলের ফল।
ইনশা-আল্লাহ, যে জীবন পরিকল্পনা দিয়ে অগ্রসর হচ্ছি তাতে শীগ্রই দেশে নিজের একটি ছোট্ট প্রতিষ্ঠান করে থিতু হবার ইচ্ছে আছে।
তার পরেও যদি প্রবাসী বলে "আমি পারবোই" শব্দটি লালন করতে না দেন তাহলে কি আর করা আপনার মত নিয়ে আপনি পড়ে থাকুন, আমাকে এগুতে হবে অনেক দূর।
মন্তব্য করতে লগইন করুন