...কষ্ট...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৫ জুন, ২০১৪, ১১:০৫:৪৪ সকাল
ইচ্ছে করে কষ্টটাকে হ্যাচকা টানে
ছিঁড়ে ছোঁড়ে দূরে কষ্ট ফুরাই মনে।
.
ইচ্ছে করে কষ্টটাকে চেপে-টিপে ধরি
নিশ্বাসে শেষ কষ্ট মেরে নিথর করি।
.
ইচ্ছে করে কষ্টটাকে সিলিং ফেনে ঝুলিয়ে রাখি
রক্তজমাট রক্তনালী বেড়িয়ে আসুক রক্ত আঁখি।
.
ইচ্ছে করে কষ্টটাকে জলন্ত আগুনে ঝলসাই
পুড়ে পুড়ে লাভা-ছাই করে গরম জলে ভাসাই।
.
ইচ্ছে করে কষ্টটাকে বিসাক্ত বিষপান করাই
তীব্র যন্ত্রনার কাতরে কষ্টের কষ্টে কাতরাই।
.
ইচ্ছে করে কষ্টটাকে অকথ্য ভাষায় দেই গালি
ঝাপটে ধরে আছাড় দিয়ে কষ্টটাকে মটকে ফেলি।
.
ইচ্ছে করে কষ্টটাকে সস্তা কোন কাগজ বানাই
এ্যাবড়ো থ্যাবড়ো ছিড়ে ফুৎকারে বাতাসে ভাসাই।
.
কিন্তু পারিনা, কষ্টটাকে আদর করে বুকে জমাই
দিনকে দিন কষ্টের পরে কষ্ট রেখে লালন করে যাই।
রচনা: ২৬.০১.২০১২
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা ছোট কৌতুক বলি। বিমান রকেট কে বলতেছে ভাই তুই এত জোরে ছুটিস কেন? রকেট বলে আমার মত তোর পাছায় আগুন লাগাইয়া দিলে তুই ও ছুটবি।
আমরা ছুটছি কষ্ট নামের আগুনটা মনে জ্বলছে দেখেই। সে সঠিক পথে হোক আর ভুল পথে হোক।
এক.
স্বামী-স্ত্রী সুখের সংসার চলছে। হঠাৎ স্বামীর মেয়ে কলিককে নিয়ে সন্দেহের দানা বাঁধে এই নিয়ে দাম্পত্য কলহ। রাগ করে স্ত্রী বাবার বাড়ি। পরবর্তীতে মুরব্বীদের হস্তক্ষেপে আলোচনা সাপেক্ষে পূনরায় স্বামী-স্ত্রী একত্রিত হয়। শুধুমাত্র সন্দেহের বর্ষবতি হয়ে স্বামীকে যে মানসিক কষ্ট দেওয়া হলো স্বামী যদি তা ভুলে সামনে এগুতো পারে তবে সুখ থাকবে। আর যদি পুরনো কাসুন্দি ঘাটে মানে কষ্টটাকে লালন করে তবে কষ্টই তার সাথী হবে।
দুই.
আমাদের পারিবারিক-সামাজিক প্রেক্ষাপটে এমন কিছু লোক পাবেন যারা আপনার কাছ থেকে ভুলেও যদি আঘাতপ্রাপ্ত হয় সে ঐ কষ্টটা মনে রাখে এবং অপেক্ষা করে সুযোগ পেলে এর পাল্টা জবাব দেবার।
তিন.
চলার পথে ভুল হয় না এমন গ্যারান্টি কেউ দিতে পারবেনা। প্রিয়দের/বন্ধুদের মাঝে চলার পথে একে-অপরকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে থাকতে পারে। এতে মান-অভিমানও চলে অবিরাম। দেখা যায় অভিমানে কষ্টের পরে কষ্ট জমা হয় তবু আগ বাড়িয়ে কেউ সরি বলেনা। দুজনেই প্রত্যাশা করে ইস! যদি সে একবার আমাকে ডাক দেয় আমি রাগ প্রশমিত করবো কিন্তু কেউ তা করেনা। যখনি কেউ একজন কষ্টটাকে পায়ে দলে সালাম দিয়ে কথা বলে প্রিয়জনকে জড়িয়ে কান্নায় সব কষ্ট ভাসিয়ে দেয়।
জাজাকাল্লাহু খাইরান।
) ) )
দে এখন দৌড়
অতএব, কষ্ট ছাপিয়ে নিজেকে নিজে সুখী করার চেষ্টা করা উচিত।
মন্তব্য করতে লগইন করুন