পেটের ব্যায়াম ভিডিও ট্রেনিং

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২০ এপ্রিল, ২০১৪, ১২:০৯:০৫ দুপুর

পেট শরীরের এমনই একটা অংশ যা কিনা আমাদের দেহের সৌন্দর্য্যই নষ্ট করে দেয় যদি তাতে ফ্যাট জমে মোটা হয়ে যায়। মূলত আমরা যারা দিনের অধিকাংশ সময় বসে কাজ করি তাদের পেট/কোমড়/পাছা মোটা হয়ে যায়। আর একবার মোটা হয়ে গেলে তা স্লিম করতে অনেক কষ্ট হয়।

ফ্যাট জাতীয় খাদ্য নিয়ন্ত্রনের পাশাপাশি কিছু পেটের ব্যায়াম নিয়মিত করলে আশা করা যায় তিন-ছয় মাসের মধ্যেই পেটের অতিরিক্ত ফ্যাট পুড়িয়ে স্লিম পেট-নিতম্বের আশা করা যায়। আর কথা নয় আসুন শিখে নেই কিছু পেটের ব্যায়ম -




বিষয়: বিবিধ

২৩৭৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210545
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
দেখি কাজে লাগাতে পারি কিনা।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩১
159026
প্রবাসী আশরাফ লিখেছেন : নিয়মিত ব্যায়াম+স্বাস্থ্যকর পরিমিত খাবার+পরিমিত ঘুম=ফ্যাট কমতে বাধ্য
210549
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
দ্য স্লেভ লিখেছেন : ১৯ বছর,মানে ছোটবেলা থেকে এই লাইনে। আমার শেপ এই লোকটার কাছাকাছি Happy
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩২
159027
প্রবাসী আশরাফ লিখেছেন : মাশা-আল্লাহ, তাহলে তো আপনি সুস্বাস্থ্যর অধিকারী, অভিনন্দন আপনাকে।
210558
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৪
ইমরান ভাই লিখেছেন : দুইদিন পর বুড়া হইলে তার শেপ কি থাকবে???
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
159028
প্রবাসী আশরাফ লিখেছেন : বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেক মানুষের শরীরের কোষগুলো ক্রমধারায় নিষ্কৃয় হতে থাকে। সেক্ষেত্রে যারা নিয়মিত ব্যায়াম+স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহন করে তারা অপেক্ষাকৃত অনেক ভাল অবস্থানে থাকে। বৃদ্ধ হলেও সমবয়সী অন্য যে কোন বৃদ্ধার চাইতে আপনি স্টং থাকবেন, গ্যারান্টি।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
159117
ইমরান ভাই লিখেছেন : কিন্তু শেষমেষ তো সেই খরকুটার মতো হলুদ হয়ে যেতেই হবে আল্লাহর বিধানে। আল্লাহু আকবার।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৩
159122
প্রবাসী আশরাফ লিখেছেন : হুমম...ঠিকই বলেছেন। আল্লাহর বিধান মতে পৃথিবীর প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে এবং মৃত্যুর পর মাটির সাথে মিশে যাওয়া তো আমাদের চোখের সামনেই ঘটে। ধন্যবাদ আপনাকে রবের কাছে নিজেকে সমাপনের কথা স্বরন করার জন্য।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৪
159137
আফরা লিখেছেন : ইমরান ভাই আল্লাহর বিধানে কি ব্যায়াম করা নাজায়েজ ?
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৪
159437
ইমরান ভাই লিখেছেন : অফরামনি,
অবশ্যই নয়, তবে শর্ত হচ্ছে শরীয়া আইনের ভিতরে থেকে করতে হবে। শরীয়া আইনের বাহিরে গিয়ে করলে অবশ্যই তা নাজায়েজ হবে।

ভাল কলে ভিডিওটি দেখুন, দেখবেন পুরুষ মানুষটার নাভির নিচ থেকে হাটুর উপর পর্যন্ত ঢাকা বাকি কাপড় বিহীন এখন এটা তো ইসলামী শরীয়ত এলাউ করেনা।
(আপনি ভিডিওটা দেখবেন না শুধু ভিডিওটার ছবিটা দেখন)
এজন্য এভাবে ব্যায়াম করা অবশ্যই নিষিদ্ধ হবে।

সমাধান: আল্লাহ সুবহানাহু তাআলা জানেন কিসে তার বান্দার উপকার আর কিসে অপকার। তাই তিনি তার বান্দার জন্য দিনে ৫ ওয়াক্ত সালাতের ব্যবস্থা করেছেন। আমরা রুটিন মেনে ব্যায়াম করবো আল্লাহ ৫ ওয়াক্ত সালাত দারা আমাদের রুটিন করে দিছেন। এই ৫ বার রুটিন মাফিক সালাত পড়লে ব্যায়ামের আর দরকার হয় না। তবে কেউ জদি করতে চায় তবে শর্ত একটাই শরীয়া আইনের ভিতরে থাকতে হবে নচেত তা করা যাবে না।


(বি:দ্র: আমি সালাতকে ব্যায়ামের সাথে বুঝানোর জন্য ব্যাবহার করেছি আসলে সালাত ইসলামের ভিত্তি। আমরা আল্লাহর সন্তুস্টি অর্জনের জন্য সালাত কায়েম করি। আর তার পরে, সালাতের যা বেনিফিট আছে তার অমুখাপেক্ষি আমরা নই।)
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
159494
প্রবাসী আশরাফ লিখেছেন : @ইমরান ভাই, আপনার গঠনমূলক সমালোচনার জন্য ধন্যবাদ। ভাই ভিডিও তে যেভাবে ব্যায়ামের কৌশলগুলো শিখে নিন অত:পর আপনি শরীয়তী কাপড় পড়ে ব্যায়াম করুন। আমিও তাই করি আল-হামদুলিল্লাহ। আমি জিমে ব্যায়ামের সময় কখনোই টিশার্ট+লং ট্রাউজার ছাড়া ব্যায়াম করি না।

আর আপনি একান্ত নিজের রুমে উদাম গায়ে ব্যায়াম করলে শরীয়তী কোন নিষেধ আছে বলে আমার জানা নেই।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৬
159499
ইমরান ভাই লিখেছেন : প্রবাশী ভাই, বাথরুমেও কাপড় ছাড়া গোসল করাকে ডিসকারেজ করা হয়েছে তাই রুমে উদাম হবার কোন প্রশ্নই আসে না।
কেননা উদাম গায়ে শয়তানের নজর লাগতে পারে।
তবে শার্ট+লং ট্রাউজার ব্যাবহার করে করতে পারেন সমস্যা নাই।
জাজাকাল্লাহু খায়রান।
210568
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওর্রে বাপ্রে..... এত্ত কঠিন লাফালাফি I Don't Want To See Day Dreaming
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
159030
প্রবাসী আশরাফ লিখেছেন : আসলে নিয়মিত করলে এটা কঠিন কোন ব্যায়াম নয়। কারন এগুলো সব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজ টুল/ওয়েট নিয়ে ব্যায়ামগুলো বরং একটু কঠিন তবে তাও গাঁ সওয়া হয়ে যাবে কিছুদিন করলে।
210591
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
হতভাগা লিখেছেন :


এটা ইউজ করতে পারেন ।


ভাইয়া ও আপুরা যদি সিক্স প্যাকস্‌ বানাতে চান তাহলে এটা খুবই উপকারী




২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২২
159022
টালের পাখা লিখেছেন : এইটা আসলে কাজ করে? করলে কিভাবে ছবিসহ বর্ননা দিন।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৯
159032
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ এবকিংপ্রো যুক্ত করার জন্য। হ্যাঁ এ্যাবকিংপ্রো দিয়ে পেটের ব্যায়ম করার যায়+আরো কিছু পেটের ব্যায়ামের এক্সারসাইজ টুলস আছে। তবে শরীরের ফ্যাট পুড়িয়ে ঘাম ঝড়াতে ফ্রি হ্যান্ড ব্যায়ামই আমার কাছে সেরা মনে হয়।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৫
159069
হতভাগা লিখেছেন : @ টালের পাখা :

বাসায় ডিশের কানেকশন নেন । TVC Sky Shop এর এড দেখে দেখে শিখুন ।AXN সহ সব হিন্দী চ্যানেলে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এটার এড দেখায় । সকাল ১০ টা থেকেই শুরু হয় ।
210596
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৪
শিশির ভেজা ভোর লিখেছেন : কামের পুুষ্ট। আমার এটাই দরকার ছিলো। Big Hug Big Hug Big Hug
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪০
159033
প্রবাসী আশরাফ লিখেছেন : সঠিক নিয়মে নিয়মিত ব্যায়াম করুন আর নিজের শরীরটাকে নিজের মতো করে সুস্থ্য রাখুন।
210606
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩২
সালমা লিখেছেন : উপকারী পোষ্ট,আপনাকে ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪২
159035
প্রবাসী আশরাফ লিখেছেন : এই ফ্রি হ্যান্ড ব্যায়ামে সাথে ট্রেডমিলে দৌড়ে ফ্যাট কমানে যেতে পারে...ধন্যবাদ আপনাকে মন্তব্য রেখে যাবার জন্য...Good Luck
210644
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
বিন হারুন লিখেছেন : আজকে খাবার বেশি খেয়ে ফেলেছি, দেখি কাল থেকে শুরু করা যায় কি না.
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১২
159104
প্রবাসী আশরাফ লিখেছেন : হুমম...নিজের জ্বিলবার প্রতি কড়া নিয়ন্ত্রন করতে হবে। শুভকামনা রইলো আপনার জন্য।
210674
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৭
জুমানা লিখেছেন : কেমন আছেন প্রবাসী আশরাফ ভাই্? খালাআম্মা কেমন আছে? আমার সালাম পৗেছাবেন। আপনার পোষ্ট দেখার পরে আমার চিকন ছেলে ব্যায়াম শুরু করে দিয়েছে। উপকারী পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
159106
প্রবাসী আশরাফ লিখেছেন : আস-সালামুআলাইকুম, আপু আপনি কেমন আছেন। আমি ভাল আছি আল-হামদুলিল্লাহ। আম্মুও ভাল আছে তবে বয়স জনিত কারনে প্রায়ই অসুস্থ্য হয়ে পড়ে। দোয়া করবেন যেন আম্মু সুস্থ্য থাকে। আপনার ছেলের জন্য এত্তো এত্তো আদর ও দোয়া রইলো Praying
১০
210710
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
আফরা লিখেছেন : উপকারী পোষ্টের জন্য ধন্যবাদ ভাইয়া ।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
159173
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদের পাল্টা জবাবে ধন্যবাদ রইলো। আসলে আমাদের প্রত্যেককেই দৈনিক একটা নির্দিষ্ট সময় কায়িক পরিশ্রম করা উচিত। বিশেষ করে আমরা যারা অফিসে ১০-১২ ঘন্টা বসে কাজ করি+বাসায় ২-৩ ঘন্টা টিভি দেখি+৬-৮ ঘন্টা ঘুমিয়ে থাকি তাদের দেহের প্রতিটা অংশ অলস থাকে আর তাতেই জমতে থাকে ফ্যাট/অতিরিক্ত মাংসপিন্ড/রক্তনালীর দুইপাশে ফ্যাট জমে নালীসরু করে দেয় তাই বাড়ে উচ্চরক্তচাপ/নিতম্ব অধিকাংশ সময় বসে থাকলে তাতে বাড়ে মাংসল...এভাবে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশ থলথলে মোটা হয়ে যায় বিশেষ করে ভূড়ি বাড়ে হুহু করে। আর এ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় নিয়মিত ব্যায়াম + স্বাস্থ্যসম্মত খাদ্য
১১
210719
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
আবু জারীর লিখেছেন : কিন্তু কোন কষ্ট নাই তো? তাহলে আমি আছি।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
159168
প্রবাসী আশরাফ লিখেছেন : সালাম দাদাহুজুর। খেয়েদেয়ে নাদুস-নুদুস ভুড়ি বাড়াতে যতটুকু সুখ ঠিক তা কমাতে ততটুকুই কষ্ট। কষ্ট যতই হোক একবার লেগে পড়লে ভুড়ি নিয়ন্ত্রনে আসবেই আসবে। Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File