ঝগড়া করতে যা প্রয়োজন (১০০% ফান)
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৪ এপ্রিল, ২০১৪, ০৭:৪৩:০১ সন্ধ্যা
ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীনের ঝগড়া সমাচার পোষ্ট দেখে তড়িৎ কিছু আজে-বাজে আইডিয়া অলস মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কি আর করা মন্তব্যর বদলে পোষ্ট আকারেই দিলাম আপনাদের উপকারের চিন্তা করে। যারা যারা জগড়া করে চান তাদের জন্য উপকারে আসতে বাধ্য এমন লোভনীয় কিছু টিপস।
ভালভাবে ঝগড়া করতে যা যা প্রয়োজন -
১) পরিষ্কার মোটা কণ্ঠস্বর প্রয়োজন, তাই প্রতিদিন পুকুরের পানিতে গলা পর্যন্ত নেমে চিৎকার করতে পারেন।
২) ব্যাপক চিৎকার চেচামেচি করার যোগ্যতা প্রয়োজন, আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে আবোল-তাবোল চিৎকার চেচামেচি করতে পারেন।
৩) বাচাল হলে ঝগড়া করতে চাপায় জোড় পাওয়া যায় তাই রেডিও আরজে কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন। আশা করছি তিন মাসে বাচালতার ভূত আপনার চাপায় ভর করবে।
৪) মোটা-তাজা শক্তিশালী দেহ। এতে ঝগড়ার বিপক্ষে যে থাকে সে দেহ দেখেই চুপসে যায়, গলায় আর আওয়ার বের হয় না। আপনে কিভাবে মোটা হইবেন সেইটা আপনার বিবেচ্য বিষয় তাই বলে মোটা হইবার ভেজাল হারবাল খেয়ে বাথরুম টু লিভিংরুমে বদনা পেরেড করবেনা প্লিজ।
৫)ঝগড়া করার আগে বড় একগ্লাস গরম দুধে এক চামচ মধু+এক চামচ বাদাম পেষ্ট+এক চামচ হরলিক্স মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ঝগড়ায় দম পাওয়া যাবে। (ফ্রি: দাম্পত্যজীবনের দৈহিক সক্ষমাতাও বাড়বে)
৬) পুরুষগন ঝগড়ার সময় লুঙি না পড়ে প্যান্ট পড়তে পারেন (কারন ঝগড়ার সময় মাথা আওলা থাকে, কোন সময় আবার ইজ্জত লইয়া টান দেয় সেদিকে হুঁশ থাকেনা) আর নারীগনের ব্যাপারে কবি সবসময়ই নিরব।
৭) যাদের গলার আওয়াজ কোনভাবেই মোটা কিংবা লাউড ভয়েস করতে পারছেনা তারা আধুনিক প্রযুক্তির সহায়তা নিতে পারেন। ইয়ে মানে- মাইকের ব্যাবহার করতে পারেন।
৮) ঝগড়ার আগে খেয়াল করুন যেন হাতের কাছে দা/বটি/শাবল জাতীয় কোন কিছু যেন থাকে। আর নিত্যান্তই যদি থাকে তবে এ দেশীয় অস্র দিয়ে আক্রমন করবেন এমন বাক্য জবানে আনবেননা। আর নিত্যান্তই যদি ডর-ভয় দেখানোর জন্য দা/বটি/শাবল/লাঠি নিয়ে মারতে যান তখন খেয়াল করুন আপনাকে ঝাপটে ধরে আটকাবে এমন কেউ আপনার আশে-পাশে আছে কিনা কারন ঝগড়ার করতে করতে দা নিয়ে কোপ দিতে গেলেন কিন্তু দিলেননা এতে আপনার ইজ্জত পানচার হইতে বাধ্য।
৯) ঝগড়ার সময় যথাসম্ভ্যব ভদ্র বকাগুলো ব্যবহার করতে পারেন। যেমন কাউকে বাদর না বলে বলা যেতে পারে শাখামৃগ। এতে বকা দেওয়াও হবে আবার ভাষা সাহিত্য চর্চাও হবে।
আরো কোন পয়েন্ট আপনাগো মাথায় আসলে মন্তব্যর মাধ্যেমে জানিয়ে ঝগড়াটে ব্লগারদের উপকৃত করেন।
বিষয়: বিবিধ
৩০২০ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসেন আপনার সাথেই ঝগড়া প্র্যাকটিস করি
এরপর থেকে আগে হাতই চালাব। আমি আবার ব্ল্যাকবেল্ট।
হজম শক্তি হাড়িয়ে ফেলি তাই অনেক লস করি করছি...আর বর্তমন দেশের অবস্থা দেখে জানিনা কোন দিন ইন্নালিল্লাহ হয়ে যাই....খুব সুন্দর করে জগরা বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
"৪) মোটা-তাজা শক্তিশালী দেহ।" -এই পয়েন্টের সাথে কিছুটা দ্বিমত পেশ করছি। এক ভাবী আছে, ৪০ কেজি ওজন মাত্র। উনার মুখকে ভয় পায় না এমন কাউকে দেখিনাই। একবন্ধু ছিলো - উচ্চতায় ৫ফিটেরও কম, ফিগার চোখে দেখা যায় না, কিন্তু ভোকাল কর্ডের যা আওয়াজ, স্যাররা পর্যন্ত তার সাথে কথা বলতে ভয় পেতো।
আশরাফের কথায় কান
দিবেন না ভাইজান ,
আমি টাই করে ০০১% ও উপকার পাইনি পরে আমার এক পরিচিত ব্লগার ভাইয়ের কাছে ল্যাংটা হেকিমের খুজ করি , উনার নিজ হাতে তৈরি করা , ল্যাংটা পাগলের হলো গ্রাম যুক্ত জীবন বাহার ফলের সিরাপ খেয়ে আমি সে দুই-জনেই ভাল আছি , আপনারাও টাই করতে পারেন !!!
মন্তব্য করতে লগইন করুন