বিয়ের বিবৃতি
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১০ এপ্রিল, ২০১৪, ১২:০৭:১৭ দুপুর
দিনে দিনে দিন যায়
মাস যায়-পার হয় বছর
টইটুম্বুর যৌবন হয় পার
বিয়ের, কেউ নেয় না খবর।
যৌবনের তাড়না বাপ-মা বুঝেনা
ফুপি-চাচা ব্যাস্ততায় তা দেখেনা
ভাই-দিদি না বুঝার ভানে কাশে
বড় ভাবি উপহাসে মুখ টিপে হাসে।
বন্ধুরা সব বিয়ে করা বউ নিয়ে ঘুরে
পাড়াপড়শী চারদিকে বউ আছে সব ঘরে
রাস্তার ফকিরও তো ভাই একটা বিয়ে করে
কালা-ধলা যাই হোক বউ তো আছে ঘরে।
এলাকার ছোট ভাই -
সেও নাকি করছে একখান বিয়া
পাড়ার এক দাদুও নাকি -
বউ আনছে সোনা-দানা দিয়া।
হায়,বউ নাই যার পোঁড়া কপাল তার
একলা একা ভরা যৌবন করছি পার
কি করে যে বুঝাই সবে বিয়েটা দরকার
বিয়ে ছাড়া যৌবনটা হয়ে যাচ্ছে ছাড়খার।
(ফান কাব্য)
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বড়ই দুঃখের কথা।
একটা চ্রম বাস্তবতা জান?
ছাগল যদি পানিতে না নামতে চায়, তাকে জোর করে পানির কাছে নিয়ে গেলেও সে এমন ভাবে সামনের পা দুটো দিয়ে ঠেস দেয়...যে তাকে কেউ পানিতে নামাতে পারবে না!
এদের ওষধ হচ্ছে, চ্যাংদোলা করে পানিতে ছুড়ে মারা!
অর্থাত, মেয়ে ঠিক করে কবুল সারাতে হবে!
আস্তাগফিরুল্লাহ!
আম্নেও এক্লা?...
হায় হায়....
তা আপনের খবর কি?...এখনো একলা একা?
মিয়া ...বলি এই একটা জায়গায় ই তো বাহাদুরি দেখাইপা@
লুকমানের কতা আর কি কমু...
হেতে জীবন যুদ্ধে জয়ী অওয়ার কুবতে লেকে!..
কইলাম...জীবন যুদ্ধে জয়ী অইতে গিয়া..ঝোভণ যুদ্ধে হেরে যেওনা বন্ধু...
তাতে তাইনের মাইন্ডে লেঘেষে!...
ভাইরে...আরো দুই একজন যোগ দেন...
দেখি ঘোড়াকে আরেকটু ত্যাজানো যায় কিনা!
বোঝেন..ঠ্যালা!
এই জীবনে প্রত্যেক যুবকরাই এই ধরনের বিড়ম্বনার স্বীকার হয়, যা নিতান্ত দুঃখের ব্যপার,
বিশেষ করে যারা প্রবাশী তারা,
আগের যুগের মানুষরা প্রবাসী বললেই মেয়ে দিয়ে দিত এখন জীবন পাল্টেছে, এখনকার মেয়েরা প্রবাসীদের তেমন পছন্দ করেনা,
তাছাড়া প্রবাস জীবনে বিয়ে করলে খুব দুঃখের হয়, তাদের বউ এমনকি ছেলেমেয়েরাও মানসিক কিংবা জ্ঞানের দিক দিয়ে দূর্বল হয়,
আমি একটা ছোট জিএনজির পেছনে লেখা দেখেছি সেখানে লেখা আছে বিয়ে করে কখনো বিদেশ যাবেন না,
তাছাড়া আমাদের দেশে বিয়ে একটা কঠিন প্রদ্ধতিতে এমনকি যোবকদের জন্য কঠিন চাল্যাঞ্চের মুখে ফেলে দিয়েছে,
একটা যুবক পড়া লেখা করতে করতে চাকরী চাকরী খুজতে খুজতে জীবনের প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে,
বিশেষ করে যারা যৌবক ভাইয়েরা একাকিত্বের মধ্যে দিনাপাত করছে তাদের কষ্টটা বুঝি,
উক্ত কবিতাটি ফান কবিতা নয় একেবারেই নিরেট সত্য এবং বাস্তব কবিতা,
আল্লাহকে বলি আমাদের সবাইকে যেন সত্য নিষ্টাবান মহিলা জুড়া লাগিয়ে দিক , আমিন!
দ্য স্লেভ ভাইকেও তাড়াতাড়ি জোড়া লাগিয়ে দিক আমিন!
দাদা বিয়া না করাইলে ডুবাই যামু গা...।
মোর মনে হয় আপনে হের লাইগা প্রবাসে.......
দুবাই গেলে কি রে ভাই
বউ পাওয়া যায়
খালি খালি রাগ দেখাইয়া
প্রবাসী হওয়া যায়।
আপনিই শুধু কিছুটা বুইজছেন।
রতনে রতন চিনে
যা আছে নিজ মনে
মিলে যায় যার সনে
একসাথে যাই বনে।
রতনে রতন চিনে . . . . .
আপনাগো লিগা কি একটু আকটু হাশ-হুশু কইরন যাইবো না। ) ) )
হৃদয় ফাঁটা কাব্য-
হইলো কেমনে মজার
বউ ছাড়া কষ্ট করে-
যুবক হাজার হাজার।
মন্তব্য করতে লগইন করুন