প্রিয় মডারেটরের দৃষ্টি আকর্ষন: প্রিয় বাবা নিয়ে লেখা প্রতিযোগীতা

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৭ এপ্রিল, ২০১৪, ১১:১৪:৩১ সকাল

প্রিয় মডারেটর, এই ব্লগে যেহেতু বাবা সম্পর্কিত লেখার প্রতিযোগীতা চলছে তাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে ভাল মানের লেখা প্রতিদিন একটি করে ষ্টিকি করে রাখতে।

এতে যে উপকারগুলো হবে -

=> ষ্টিকি থাকার কারনে যেহেতু লেখাটি প্রথম পৃষ্ঠায় থাকবে সেহেতু অধিক সংখ্যক পাঠক পড়তে পারবে।

=> অধিক সংখ্যক পাঠক তার অভিব্যাক্তি প্রকাশ করতে পারবে।

=> ভালো লেখায় উদ্দীপ্ত হয়ে অন্য ব্লগারগনও লেখতে শুরু করবে।

=>ভাল লেখাগুলো ফেইসবুকে শেয়ার করা হয় তাই ফেইসবুকের পাঠকগনও ব্লগে ঢু মারা শুরু করবে এতে ব্লগের পাঠক সংখ্যা বাড়বে।

=> এমনকি অন্য ব্লগের নিয়মিত পাঠকও যদি এই ব্লগে ঢু মারে আর এমন লেখা পড়ে, আমি নিশ্চিত সে এই ব্লগের ভক্ত হয়ে যাবে।

আর সর্বোপরি ভালো লেখা থেকে সবাই শিক্ষা গ্রহন করে নিজের জীবনকে সুন্দর করে সাজাবে।

টুডে ব্লগের শুভকামনা রইলো

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203732
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৪
সজল আহমেদ লিখেছেন : দেখি মডারেটর সাহেব কি বলে।তার উত্তরের অপেক্ষায় রইলুম।
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪০
153014
প্রবাসী আশরাফ লিখেছেন : আশা করি ভাল প্রস্তাবগুলো সুবিবেচনায় নিবে। ধন্যবাদ মন্তব্য সহচর হবার জন্য...Good Luck
203744
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : আফরার গতকালকের পোস্টটি স্টিকি না হওয়ায় আমি বেশ অবাক হয়েছি।

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫০
153015
প্রবাসী আশরাফ লিখেছেন : হুম..ঐ বোনটির কষমিশ্রিত লেখাটি পড়েছি আর কেঁদেছি...গতরাতে ঘুমাকে গিয়েও ভেবেছি বুকের মাঝে জমাটবাঁধা এতো কষ্ট নিয়েও কিভাবে প্রভুর প্রতি কৃতজ্ঞ থেকে একটি পরিবার বেঁচে থাকে।

আপু আপনাকে ধন্যবাদ একাত্বতা প্রকাশ করার জন্য...
203745
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৯
153023
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ...Good Luck Good Luck Good Luck
203750
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের লিখাগুলো কিছু সময়ের জন্য স্টিকি করা যেতে পারে।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
153022
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সহমত পোষন করছি,
তবে বিষয় বিক্তিক স্টিকি করা একান্ত প্রয়োজন যেমন
০১। কোন গুরুত্বপূর্ন ব্যক্তিদের জীবনী,জম্মদিন,
০২।কোন শিক্ষনীয় ভ্রমনকানিহী
০৩।কোন ধর্মীয় রীতিনীতি সম্পর্কে কোন পোষ্ট যদি ব্লগারদের উপকারে আসে,
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৯
153024
প্রবাসী আশরাফ লিখেছেন : মতের সাথে একাত্ব হবার জন্য আন্তরিক ধন্যবাদ..
203774
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত।
প্রতিযোগিতার লিখা ষ্টিকি হলে পড়তে সুবিধা। না হলে অনেক লেখাই চোখ এড়িয়ে যায়।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৪
153027
প্রবাসী আশরাফ লিখেছেন : প্রতিদিনই প্রতিযোগীতার একটি ভালো লেখা ষ্টিকি করা যেতে পারে...ধন্যবাদ একমত হবার জন্য...Good Luck
203813
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৫
প্রেসিডেন্ট লিখেছেন : শতভাগ একমত।
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
153082
প্রবাসী আশরাফ লিখেছেন : একাত্বতার জন্য একশত ধন্যবাদ...Good Luck
203827
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
153083
প্রবাসী আশরাফ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ...Good Luck
203844
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৩
ফেরারী মন লিখেছেন : ভালো পরামর্শ
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১১
153084
প্রবাসী আশরাফ লিখেছেন : দেখা যাক মডারেটর ভালো পরামর্শ গ্রহন করে কিনা...Happy
205344
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৫
লোকমান লিখেছেন : খুব সুন্দর চিন্তা করেছেন পোস্টদাতা। তাই পোস্টদাতা ভ্রাতাকে মডুর সম মর্যাদা প্রদান করা হোক।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
154468
প্রবাসী আশরাফ লিখেছেন : Waiting Waiting Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File